fbpx

Harlem Bangla Summary

Key Information

earn money
  • Title: “Harlem”
  • Poet: Langston Hughes (1910-1967)
  • Published: 1951, Montage of a Dream Deferred

Theme: The Cost of Social Injustice,  The Individual and The Community 

Literary Device: Allusion, Simile, Imagery, Rhetorical Question. 

Bangla Summary

“Harlem” ল্যাংস্টন হিউজেসের আরেকটি উল্লেখযোগ্য কবিতা। এই কবিতাটি ১৯৫১ সালে লেখা হয়। মানুষকে স্বপ্ন দেখতে বাঁধা দিলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে সেটাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। এবং তিনি এই সারমর্মে পৌঁছান যে, এমন পরিস্থিতি কখনোই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। 

কবিতার শুরুতেই কবি পাঠকদের প্রশ্ন করেন যে একজনকে স্বপ্ন দেখতে নিষেধ করা হলে কি ঘটতে পারে। তিনি সম্ভাব্য কয়েকটি পরিস্থিতি তুলে ধরেন। স্পীকার বকেন, মানুষকে স্বপ্ন দেখতে বাঁধা দিলে তারা কি কিসমিসের মত শুকিয়ে যাবে। নাকি ক্ষতে পঁচন ধরার মত অবস্থা হবে। নাকি এটা পঁচে যাওয়া মাংসের মত গন্ধ ছড়াবে। অথবা মিষ্টান্ন খাবার খোলা রাখলে যেমন উপরে শক্ত আবরণ তৈরি হয় তেমন হবে। এরপর তিনি বিবৃতি দেন যে, মানুষকে স্বপ্ন দেখা থেকে দমন করলে এটা হয়তো ভারি বোঝার মত একদিকে ঝুলে পড়বে। অথবা এই চাপা পড়া স্বপ্ন বোমের মত বিস্ফোরণও ঘটাতে পারে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এই কবিতার দ্বারা কবি ব্ল্যাক আমেরিকান হওয়ার কারণে যে গ্লানি সহ্য করেছেন তার কথা তুলে ধরেছেন। তবে এই নিপীড়ন আর কতদিন সহ্য করা যায়! একদিন হয়তো এই কালো মানষদের মনের কষ্ট বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে।

Read Also: The Negro Speaks of Rivers

Read Also: After Apple Picking Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক