fbpx

Thyrsis Bangla Summary

Thyrsis Bangla Summary

earn money

Basic Information:

  • Writer: Matthew Arnold (1822-88)
  • Published date: 1865
  • Genre: Pastoral Elegy.

Theme: Deep Fraternal Love between Arnold and Clough

“Thyrsis” এর সামারিঃ “Thyrsis” কবিতাটি ম্যাথিউ আর্নল্ড তার বন্ধু Arthur Hugh Clogh এর স্মরণে লিখেছেন। তার সেই বন্ধু মাত্র ৪২ বছর বয়সে ১৮৬১ সালে মৃত্যুবরণ করেন। এখানে Thyrsis শব্দটি কবি ভার্জিলের একটি কবিতার ক্যারেক্টর  থেকে নিয়েছেন। 

কবি তার বন্ধুর মৃত্যুর পর অক্সফোর্ড ছেড়ে দেন। এর অনেকদিন পর তিনি অক্সফোর্ডের কান্ট্রিসাইডে (গ্রামীণ এলাকা) বেড়াতে যান। সেখানে যাওয়ার পর তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এক সময় তিনি তার বন্ধুর সাথে সেখানে ঘুরে বেড়াতেন। কিন্তু জায়গাগুলো আর আগের মত নেই। অনেক পরিবর্তন হয়েছে। আগের সেই প্যাস্টোরাল (গ্রামীণ)  সৌন্দর্য এখন আর নেই। উপত্যকা, পথ-ঘাট, মাঠ, এবং ল্যান্ডস্কেপ সবকিছুরই অনেক পরিবর্তন হয়েছে। এছাড়া অক্সফোর্ডের সেই কান্ট্রিসাইড এখন সিটি অফ অক্সফোর্ড অর্থাৎ নগরায়ণে পরিবর্তিত হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করতে থাকেন। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ Felix Randal Bangla Summary

এরপর কবি elm-tree (এল্ম গাছ) খুঁজতে থাকেন। তিনি এবং তার বন্ধু আর্থার এই গাছের অনেক প্রশংসা করতেন। তারা এই গাছকে স্কলার জিপ্সির সাথে কানেক্ট করতেন। তারা বলতেন যে যতদিন এই গাছ বেঁচে থাকবে ততদিন স্কলার জিপ্সিও সারভাইভ  করতে পারবে। কিন্তু তিনি সেই গাছটিকে খুঁজে পান না এবং মন খারাপ করেন।

এরপর তিনি Thyrsis (ভার্জিলের কবিতার একজন shepherd) কে তার নিজের মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন। যদিও তিনি জানেন Thyrsis এক যুদ্ধে Corydon এর কাছে হেরে গিয়েছিলো, তবুও তিনি তাকেই দোষারোপ করছেন। সিসিলিয়ান ট্রেডিশনে কোনো shepherd মারা গেলে পাইপের মধ্যে sad song গাওয়া হতো যেন Proserpine( একজন দেবী) তার প্রাণ ফিরিয়ে দিতে পারেন। তখন কবিও ভাবেন তিনি এই গানটি তার বন্ধুর জন্য গাইবেন। কিন্তু পরমুহূর্তেই আবার তার মনে পড়ে যে সেই দেবী তো ইংল্যান্ডে নেই। তাই এটি একটি নেহাৎই বৃথা চেষ্টা হবে। 

কবি সেই কান্ট্রিসাইডের আশেপাশের এলাকা ঘুরে ঘুরে তার বন্ধুর কথা স্মরণ করতে থাকেন। হঠাৎ করেই তিনি একটা মেয়ের কথা মনে করেন যে কবি এবং তার বন্ধুকে তাদের নৌকা মেরামতের কাজে সাহায্য করেছিলো। কিন্তু সেই মেয়েকেও তিনি খুঁজে পান না। তখন তিনি দুঃখ প্রকাশ করেন এবং দুনিয়ার আরও বড় বড় সমস্যা নিয়ে ভাবতে থাকেন।

আরো পড়ুনঃ Spring and Fall Bangla Summary

এরপরে কিছু হাস্যোজ্জ্বল জোভিয়াল শিকারী দেখেন। কিছুক্ষণ পরেই তিনি তার সেই এল্ম-ট্রি ও খুঁজে পান। তার মন কিছুটা ভালো হয়ে যায়। তখন তিনি মনে করেন যে স্কলার জিপ্সি এখনও বেঁচে আছেন এবং তিনি সত্যের সন্ধান করে যাচ্ছেন। 

কবিতার শেষের দিকে তিনি তার বন্ধুর প্রতি একটু ক্ষোভ প্রকাশ করেন। কারণ তিনি তাকে ছেড়ে গেছেন। তিনি ভাবতে থাকেন যে তার বন্ধু চলে গেলেও তিনি সত্যের সন্ধান কখনও ছেড়ে দেবেন না। আর এভাবেই কবিতাটি শেষ হয়।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক