fbpx

To The Lighthouse Bangla Summary

Key Information

  • Title: To The Lighthouse 
  • Writer: Virginia Woolf
  • Published: 1927
  • Genre: Modernism 

Characters

  • Mr. Ramsay: Mr. Ramsay is a metaphysical philosopher. He remains always angry. As a result everyone, including his children, keeps a distance from him.
  • Mrs. Ramsay: Mrs. Ramsay is a very beautiful and intelligent lady. She always tries to hold the family together. She died at a very early age. 
  • James: James is one of the sons of Mr. and Mrs. Ramsay. He always wants to go to the lighthouse across the bay.
  • Lily Briscoe: Lily Briscoe is a painter but never makes any paint perfect. She does her first painting perfectly through Mrs. Ramsay’s painting. 

Theme: Time; The Meaning of Life; The Nature of Interior Life; Art and Beauty; Gender.

Bangla Summary

To The Lighthouse নোভেলটি ব্রিটিশ লেখক ভার্জিনিয়া উল্ফ (Virginia Woolf) লিখেছেন। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। নোভেলটি ১৯১০ এবং ১৯২০ এর মাঝে রামসে পরিবারের আইল অফ স্কাই (Isle of Skye) পরিদর্শনের গল্পকে তুলে ধরেছে। সম্পূর্ণ নোভেলটি মোট ৩ টি সেকশনে বিভক্তঃ দ্য উইন্ডো (The Window) , টাইম পাসেস (Time Passes), এবং দ্য লাইটহাউজ (The Lighthouse). 

“দ্য উইন্ডো” সেকশনটি শুরু হয় ঠিক প্রথম বিশ্বযুদ্ধের আগমুহূর্তে। মি. এবং মিসেস রামসে তাদের আট বাচ্চাদের নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে তাদের সামার হাউজে যান। তাদের সামার হাউজটি হেব্রিডিসে (পশ্চিম স্কটল্যান্ডে অবস্থিত গুচ্ছ দ্বীপ)। তাদের সামার হাউজ থেকে একটু দূরে উপসাগরটি পার হলে একটি লাইটহাউজ আছে। ছয় বছর বয়সী জেমস রামসে সেই লাইটহাউজে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়। মিসেস রামসে তাকে এই শান্ত করে যে আগামীদিন আবহাওয়া ভালো থাকলে তারা সেই লাইটহাউজে যাবে। এটা শুনে জেমস খুশি হয়ে যায়। কিন্তু মি. রামসে জানায়, আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না। এতে জেমস একটু রেগে যায়৷ তার ধারণা তার বাবা তার এবং তার অন্যান্য ভাইবোনের সাথে একটি বেশিই কঠোরতা অবলম্বন করেন। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


রামসে পরিবার তাদের বাসায় কিছু আত্মীয়দের দাওয়াত করেন। সেই দাওয়াতে চার্লস ট্যানস্লেও হাজির ছিলো। মি. রামসের মেটাগিজিক্যাল ফিলোসফার  এবং ট্যানস্লে তার কাজের খুব প্রশংসা করে। সেখানে লিলি ব্রিস্কোও উপস্থিত ছিল। লিলি ব্রিস্কো একজন পেইন্টার এবং সে মিসেস রামসের একটি চিত্র আঁকা শুরু করেন। মিসেস রামসে চান লিলির বিয়ে রামসে পরিবারের পুরনো বন্ধু উইলিয়াম ব্যাংকসের সাথে হোক। কিন্তু লিলি বিয়ে করতে রাজি হয়না, সে সারাজীবন সিঙ্গেল থাকতে চায়। যাহোক, মিসেস রামসে অন্য একটি বিয়ে দিতে সক্ষম হন। তাদের দুজন পরিচিত পল রেইলে এবং মিন্টা ডয়লের বিয়ে ঠিক করেন তিনি।

সেদিন বিকেলে পল মিন্টাকে প্রপোজ করে। এদিকে লিলি তার পেইন্টিং এর কাজ শুরু করে। মিসেস রামসে অস্থির জেমসকে শান্ত করার চেষ্টা করছেন। আর মি. রামসে ফিলোসফার হিসেবে তার যেসব ত্রুটি আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত। সেই সন্ধ্যায় রামসে পরিবার একটি ফিনার পার্টির আয়োজন করেন। পল এবং মিন্টা রামসে পরিবারের দুই বাচ্চাকে সমুদ্র সৈকতে হাঁটতে যায় এবং ফিরতে লেট করে। লিলির পেইন্টিং দেখে চার্লস ট্যানস্লে জানায় যে মেয়েরা না পারে পেইন্টিং, আর না পারে লিখতে। এই কথা শুনে লিলি বেশ ক্ষিপ্ত হয়। অগাস্টাস কারমাইকেল নামক একজন কবি দ্বিতীয়বার স্যুপ চাইলে মি. রামসে রেগে যান। রাত যত গভীর হতে থাকে, সব অতিথিরা মিলে একটি স্মরণীয় সময় অতিবাহিত করে। 

মিসেস রামসে ডাইনিং ছেড়ে চলে যান এবং হঠাৎ করেই সেই ঘটনাটি অতীত হয়ে গেছে দেখায়। এরপর তিনি একটি পার্লারে তার স্বামীর সাথে যোগদান করেন। তিনি চান তার স্ত্রী যে তাকে ভালোবাসে সে কথাটি বলুক। কিন্তু মিসেস রামসে এধরণের কথা বলার মানুষ না। অবশ্য মি. রামসে জানেন যে তার স্ত্রী তাকে ভালোবাসেন। মিসেস রামসে মি.রামসেকে বলেন, আবহাওয়া অনেক খারাপ। এই অবস্থায় লাইট হাউজে যাওয়া যাবে না। এভাবেই সময় অতিবাহিত হয়ে যায়।

Read Also: Heart of Darkness Bangla Summary

“টাইম পাসেস” সেকশনে সময় খুব দ্রুত চলে যায়। ইউরোপে যুদ্ধ শুরু হয়। মিসেস রামসে এক রাতে হঠাৎ করেই মারা যান। তাদের বড় ছেলে এন্ড্রিউ রামসে যুদ্ধে মারা যায় এবং তার বোন প্রু বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। রামসে পরিবার আর সামার হাউজে ভ্যাকেশনে যায়না। সামার হাউজ মাকড়সার জালে ছেয়ে গেছে, বাগানে আগাছে জন্মেছে। দশ বছর পর রামসে পরিবার আবার সেই সামার হাউজে যায়। মিসেস ম্যাকন্যাব আরও কিছু মানুষের সাহায্য নিয়ে বাড়িটা সম্পূর্ণ পরিস্কার করে দেয়। লিলি ব্রিস্কো ফিরে আসলে সব কিছু অনেকটা স্বাভাবিক হয়।

এরপরে “দ্য লাইটহাউজ” সেকশন শুরু হয়। এই সেকশনও “দ্য উইন্ডো” এর মত ধীরে ধীরে অতিবাহিত হয়। “দ্য উইন্ডো” সেকশনে মি.রামসে বলেছিলেন যে তিনি জেমস ও ক্যামকে (মি. রামসের মেয়ে) লাইটহাউজে যাবেন। যাত্রার দিন সকালে দেরি হওয়াতে মি. রামসে অবেক রেগে যান। তিনি লিলির কাছে সহানুভূতি চাইলে মিসেস রামসেসের মত লিলি তাকে তা দিতে পারে না। অতঃপর তারা লাইটহাইজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিলি লনে বসে এবং চিন্তা করে তার গতবারের শুরু করা পেইন্টিংটা এবার সম্পন্ন করবে। জেমস আর ক্যাম তাদের বাবার রুক্ষ মেজাজে কিছুটা বিরক্ত হয়। কিন্তু যখনই তারা লাইটহাউজে পৌঁছায়, তাদের বাবার প্রতি তারা ভালোবাসা অনুভব করে। মি. রামসে জেমসের নাবিক হওয়ার দক্ষতা নিয়ে প্রশংসা করেন। এতে বাবা-পুত্রের মধ্যে একটি ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এদিকে লিলি তার পেইন্টিং এর কাজ শেষ করে। এই প্রথম সে একটা পেইন্টিং সম্পূর্ণ শেষ করতে পেরে অনেক আনন্দিত।

google news

Read Also: A Passage to India Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক