Conditional Sentences এর ব্যবহার
Conditional Sentence (If)
■ First Conditional: If যুক্ত Clause টি যদি Present Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে Can/will/may বসাতে হবে ।
Structure: If + subject + V1 + object→ subject + can//will/may + V1 + object.
Example:
Read More: Let alone এর ব্যবহার
- If she gets good grades she will go to university. (ভালো নম্বর পেলে সে বিশ্ববিদ্যালয়ে যাবে)
- If I stand first, my parents will become happy. (আমি প্রথম হলে আমার বাবা-মা খুশি হবেন)
- If you accompany me, I will go to the zoo. (তুমি আমাকে সঙ্গ দিলে আমি চিড়িয়াখানায় যাবো।)
- If the teacher speaks very fast, many students will not follow him. (শিক্ষক খুব দ্রুত কথা বললে অনেক শিক্ষার্থী তাকে অনুসরণ করবে না।)
■ Second Conditional: If যুক্ত Clause টি যদি Past Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might বসাতে হবে । তবে সর্বদা আপনি would ব্যবহার করতে পারবেন।
Structure 1 : If + subject + V2 + object→ subject + could/would/might + V1 + object.
Structure 2 : If + subject + were + complement→ subject + could/would/might + V1 + object. (Unreal past)
Read More:
Example:
- If I had the time I would learn Italian. (আমার সময় থাকলে আমি ইতালিয়ান শিখতাম।)
- If I knew her number, I could ring her. (আমি যদি তার নম্বর জানতাম, আমি তাকে রিং করতে পারতাম।)
- If I had a holiday, I would visit London. (আমার ছুটি থাকলে লন্ডনে বেড়াতে যেতাম।)
- If I attended your birthday party, I would/could enjoy a lot. (আমি আপনার জন্মদিনের পার্টিতে যোগ দিলে, আমি অনেক উপভোগ করতে পারতাম।)
■ Third Conditional: If যুক্ত Clause টি যদি Past Perfect Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might + have + V3 বসাতে হবে ।
Structure 1: If + subject + had + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.
Example:
- If I had seen him I would have given him the message. (আমি যদি তাকে দেখতে পেতাম তবে আমি তাকে বার্তা দিতাম।)
- If you have finished the work, I shall have paid you. (যদি আপনি কাজটি শেষ করেন, আমি আপনাকে পরিশোধ করব)
- If you had helped me, I would have helped you. (তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি তোমাকে সাহায্য করতাম।)
Structure 2: Had + subject + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.
Example:
Read More:
- Had he invited me I should have joined the party. (তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমার পার্টিতে যোগ দেওয়া উচিত ছিল।)
- Had I not been so tired, I might have realized it easily. (এত ক্লান্ত না হলে হয়তো সহজেই বুঝতে পারতাম।)