fbpx

Conditional Sentences এর ব্যবহার

Conditional Sentences এর ব্যবহার

Conditional Sentence (If)

■ First Conditional: If যুক্ত Clause টি যদি Present Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে Can/will/may বসাতে হবে । 

Structure: If + subject + V1 + object→ subject + can//will/may + V1 + object.

Example: 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Read More: Let alone এর ব্যবহার

  1. If she gets good grades she will go to university. (ভালো নম্বর পেলে সে বিশ্ববিদ্যালয়ে যাবে)
  2. If I stand first, my parents will become happy. (আমি প্রথম হলে আমার বাবা-মা খুশি হবেন)
  3. If you accompany me, I will go to the zoo. (তুমি আমাকে সঙ্গ দিলে আমি চিড়িয়াখানায় যাবো।)
  4. If the teacher speaks very fast, many students will not follow him. (শিক্ষক খুব দ্রুত কথা বললে অনেক শিক্ষার্থী তাকে অনুসরণ করবে না।)

■ Second Conditional: If যুক্ত Clause টি যদি Past Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might বসাতে হবে । তবে সর্বদা আপনি would ব্যবহার করতে পারবেন।

Structure 1 : If + subject + V2 + object→ subject + could/would/might + V1 + object.

Structure 2 : If + subject + were + complement→ subject + could/would/might + V1 + object. (Unreal past)

Read More:

Example: 

google news
  1. If I had the time I would learn Italian. (আমার সময় থাকলে আমি ইতালিয়ান শিখতাম।)
  2. If I knew her number, I could ring her. (আমি যদি তার নম্বর জানতাম, আমি তাকে রিং করতে পারতাম।)
  3. If I had a holiday, I would visit London. (আমার ছুটি থাকলে লন্ডনে বেড়াতে যেতাম।)
  4. If I attended your birthday party, I would/could enjoy a lot. (আমি আপনার জন্মদিনের পার্টিতে যোগ দিলে, আমি অনেক উপভোগ করতে পারতাম।)

■ Third Conditional:  If যুক্ত Clause টি যদি Past Perfect Tense হয় তাহলে দ্বিতীয় clause টির সাহায্যকারী verb হিসেবে would/could/might + have + V3 বসাতে হবে । 

Structure 1: If + subject + had + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.

Example: 

  1. If I had seen him I would have given him the message. (আমি যদি তাকে দেখতে পেতাম তবে আমি তাকে বার্তা দিতাম।)
  2. If you have finished the work, I shall have paid you. (যদি আপনি কাজটি শেষ করেন, আমি আপনাকে পরিশোধ করব)
  3. If you had helped me, I would have helped you. (তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি তোমাকে সাহায্য করতাম।)

Structure 2: Had + subject + V3 + object→ subject + could have/should have/would have/might have + V3 + object.

Example: 

Read More:

  1. Had he invited me I should have joined the party. (তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমার পার্টিতে যোগ দেওয়া উচিত ছিল।)
  2. Had I not been so tired, I might have realized it easily. (এত ক্লান্ত না হলে হয়তো সহজেই বুঝতে পারতাম।)
Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক