Question: Comment on Jane Austen’s use of irony in Pride and Prejudice. Or, Use of irony makes Austen’s Pride and Prejudice more enjoyable comment.
জেন অস্ট্রেন এর প্রাইড এন্ড প্রেজুডিস ১৮১৩ সালে প্রকাশিত হয়। এই নোভেল আইরনিতে/ বিদ্রুপে পরিপূর্ণ।
Title Irony: এই নোভেলের টাইটেল প্রাইড এন্ড প্রেজুডিস হচ্ছে বিদ্রুপপূর্ণ কারণ শেষ পর্যায়ে গিয়ে হিরো এবং হিরোইন উভয়েই তাদের ভুলগুলো থেকে শিক্ষা নেয়।
Mr. Darcy’s Proposal: মিস্টার ডার্সি এলিজাবেথকে সর্বপ্রথম যখন প্রপোজ করে তখন তার নিচু শ্রেণির জন্য একই সাথে কটাক্ষ করে।
Wickham’s Charm: মিস্টার উইকহাম সর্বপ্রথম একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থিত হন। তবে তিনি যে একজন ধোকাবাজ তা পরে প্রকাশিত হয়।
আরো পড়ুনঃ Discuss Elizabeth’s First Impression of Darcy (বাংলায়)
Mrs. Bennet’s Matchmaking: মিসেস বেনেট তার মেয়েদেরকে ধনী পরিবারের বিয়ে দিতে চান, কিন্তু তিনি এটা জানতে চান না যে, তাদের তার মেয়েরা কি চায়। তিনি এটা বুঝতে চান না যে, ধনী পরিবারের বিয়ে হলেও তারা হয়তো প্রকৃত ভালোবাসা পাবে না।
Lady Catherine’s advice: লেডি ক্যাথারিন ডি বোর্গ হচ্ছেন মিস্টার ডার্সি এর আন্টি। তিনি মূলত এলিজাবেথকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আর এটাও পরামর্শ দেন সে যেন ডার্সি কে বিয়ে না করে।
Mr. Collins’ Proposal: মিস্টার কলিন্স এলিজাবেথকে আন্তরিকতা ছাড়াই প্রপোজ করে। তবুও সে বিশ্বাস করে এলিজাবেথ তার প্রপোজাল এক্সেপ্ট করবে। কিন্তু এলিজাবেথ তার প্রপোজালে আন্তরিকতা না থাকার কারণে তাকে রিজেক্ট করে।
Jane’s Reserved Nature: জেন বেনেট শান্তশিষ্ট এবং স্বল্পভাসি প্রকৃতির মেয়ে। তবে তার এমন স্বল্পভাসিতা দেখে মিস্টার বিংলের বোন তাকে উদাসীন মনে করে ও অবহেলা করে।
আরো পড়ুনঃ Hardy’s Pessimistic View is Evident in Tess of the D’Urbervilles (বাংলায়)
Elizabeth’s Initial Prejudice: নোভেলের শুরুর দিকেই মিস্টার ডার্সি এর প্রতি এলিজাবেথের গোড়ামী দেখা যায়। যা কিনা ছিল এলিজাবেথের ভ্রান্ত ধারণার উপরে প্রতিষ্ঠিত। এখানে আইরনি তখনি প্রকাশ পায়, যখন এলিজাবেথ ডার্সি এর মধ্যে ভালো গুণ খুঁজে পায়।