What Factors Are Responsible for the Tragedy of Tess? (বাংলায়)

Question: Comment on the factors responsible for the tragedy of Tess. Or, what factors are responsible for the tragedy of Tess? Who is responsible for Tess’ death?

earn money

Thomas Hardy ভিক্টোরিয়ান যুগের অন্যতম একজন ঔপন্যাসিক। তার  “Tess of the D’Urbervilles”  উপন্যাসে মূলত টেসের দুর্ভাগ্যের কবলে পড়ে জীবনের দুর্দশার অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। টেসের দুর্দশার পেছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে যেগুলোকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণ হিসেবে আমরা নামকরণ করতে পারি।।

টেসের দায়িত্ব: টেস তার পরিবারের প্রতি অত্যন্ত অনুগত যেটা তার মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী। যখন তাদের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম প্রিন্স নামক ঘোড়া মারা গেল তখন আর্থিক দুরবস্থার কারণে বাধ্য হয়েই তাকে কাজের জোগাড় করতে হয় এবং Trantridge এ যেতে হয় যা তার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। 

আরো পড়ুনঃ Write a Note on the Role of the Chorus in “Phaedra” by Seneca (বাংলায়)

সামাজিক শ্রেণী: গরিব পরিবারে জন্মগ্রহণ করার কারণে তাকে বিভিন্ন সামাজিক কুসংস্কার এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। যখন তার পিতা জানতে পারলো যে তাদের বংশের পূর্বপুরুষরা উচ্চ শ্রেণীর ছিল তখন সে আরামদায়ক জীবনের আশায় টেসকে কাজের জন্য পাঠিয়ে দিয়েছিল।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


দুর্ভাগ্য: অন্যান্য ট্র্যাজিক ক্যারেক্টারদের মতো টেসের কোন ট্রাজিক ফ্ল  ছিল না তারপরেও দুর্ভাগ্যের কারণে তার করুন পরিনিতি হয়েছে। ভাগ্য তার সাথে খেলা শুরু করে যার মধ্যে তাদের পারিবারিক ঘোড়ার মৃত্যু ছিল খেলার প্রথম ধাপ। এরপরে এলেক এর দ্বারা ধর্ষিত হওয়া ছিল দ্বিতীয় ধাপ। আর এটাই তার জীবনকে সর্বোচ্চ হতাশা ও দুর্ভোগে পৌঁছাতে ভূমিকা পালন করেছিল। 

ভিলেন অ্যালেক: অ্যালেক এই উপন্যাসে ভিলেন হিসেবে উপস্থাপিত হয়েছে। টেসের জীবনে তার দুইবার প্রবেশ করার সুযোগ হয়েছে যার মধ্যে প্রথম বার টেসকে সে ধর্ষণ করেছে এবং টেস বাচ্চা জন্ম দিয়েছে যার নাম ছিল সরো। পরে টেস অ্যালেকের রক্ষিতা হিসেবে ব্যবহৃত হতে থাকে দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে যার মধ্যে একটি হল তার ভরণপোষণ এবং অন্যটি হলো তাকে হত্যা করা।

এঞ্জেল ক্লেয়ার: এঞ্জেল টেসের জীবনে তার দুঃখ দুর্দশা গুলোকে আরো বাড়িয়ে দিতে একবার আবির্ভূত হয়েছিল। সে মূলত সমাজের নিচু মানসিকতাকে রিপ্রেজেন্ট করে। টেস এঞ্জেলের এক মহিলার সাথে ৪৮ ঘন্টা সময় কাটানো কে ক্ষমা করে দিলেও এঞ্জেল টেসের দুর্বিষহ অতীতকে ক্ষমা করতে পারেনি। সে টেসকে বলেছিল যে সব ক্ষেত্রে ক্ষমা করা যায় না টেস।

আরো পড়ুনঃ Consider Phaedra as a Tragedy of Unrequited Love (বাংলায়)

এঞ্জেল এর আইডিয়ালিজম: অ্যাঞ্জেল মূলত পিউরিটি এবং গুণাবলীর দ্বারা প্রভাবিত ছিল যে কারণে সে টেসের অতীত ঘটনা ঠিক ভাবে মেনে নিতে পারছিল না। তার নিজের কিছু ভুল থাকার পরেও সে টেসকে ক্ষমা করেনি যেটা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিল।

অনাকাঙ্ক্ষিত ঘটনা: পুরো উপন্যাস জুড়ে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা টেসের জীবনকে নষ্ট করে দিয়েছে। তার জন্ম দেওয়া বাচ্চা মারা যাওয়ার পর কাজ পেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল টেসকে। পরে এলেক এর সাথে থাকা শুরু করে যখন অ্যালেক খ্রিস্টান ধর্ম গ্রহণ করে।

সব মিলিয়ে আমরা বলতে পারি যে কিছু বিষয় একসাথে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেটা টেসকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উপন্যাসের শেষে পাঠকরা টেসের এই দুর্দশা জনিত মৃত্যু দেখে শিহরিত হয়। 

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক