fbpx

What Features of Song Do You Get in the Poem “Morning Song” by Sylvia Plath (বাংলায়)

Question: What features of song do you get in the poem “Morning song” by Sylvia Plath.

earn money

এই কবিতায় কবি সিলভিয়া প্ল্যাথ বাচ্চা জন্ম দেওয়ার পরে একজন মায়ের কমপ্লেক্স আবেগ তুলে ধরেছেন। গানের যেই বৈশিষ্ট্য গুলো এই কবিতায় পাওয়া যায়, সেগুলো তুলে ধরা হলো।

Tone: এই কবিতায় কবির বিচ্ছিন্ন ও পর্যবেক্ষণকৃত টোন দেখানো হয়েছে। এই সুর আস্তে আস্তে আবেগপ্রবণ হয়েছে। এখানে দেখানো হয়েছে একজন নবজাতকের জন্মের জন্য তার মায়ের খুশি এবং একই সাথে দুশ্চিন্তা।

আরো পড়ুনঃ What are Said’s Main Concerns in Writing ‘Culture and Imperialism’? (বাংলায়)

Imagery: সিলভিয়া প্ল্যাথ এই কবিতায় স্পষ্ট ও ইন্দ্রিয়গত ইমাজারি ব্যবহার করেছেন, যেখানে এই বাচ্চার জন্মকে নতুন ভাস্কর্যের সাথে তুলনা করা হয়েছে। আবার বাচ্চার কান্নাকে জাদুঘরে সাজানো কিছুর সাথে তুলনা করেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Metaphorical Language: নবজাতক কে অনেক কিছুর সাথে তুলনা করা হয়েছে। New Status, A pond ইত্যাদি।

Sound and Rhythm: সিলভিয়া প্ল্যাথ free verse ব্যবহার করেছেন, যেখানে অনিয়মিত লাইন এবং দৈর্ঘ্য রয়েছে।

আরো পড়ুনঃ How Does Edward Said Define ‘Culture’ with Its Twofold Implications? (বাংলায়)

Sound Devices: সিলভিয়া প্ল্যাথ সুন্দরভাবে বিভিন্ন সাউন্ড ডিভাইস যেমন alliteration ও onomatopoeia ব্যবহার করেছেন। এর ফলে কবিতার সুর ও আবেগের প্রভাব বেড়েছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক