fbpx

What is the Significance of Fifth Avenue in ‘The Hairy Ape’?(বাংলায়)

Question: What is the significance of Fifth Avenue in ‘The Hairy Ape’?

O’Neill এর “The Hairy Ape,” নাটকে Fifth Avenue গুরুত্বপূর্ণ একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে যেটা মূলত সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যকার পার্থক্যকে প্রতিফলিত করে। একই সাথে শ্রেণী বৈষম্য বিচ্ছিন্নতাবাদ এবং অস্তিত্বের জন্য সংগ্রামের চিত্রের অন্যতম প্রতীক এই ফিফ্থ এভিনিউ। 

ফিফথ এভিনিউ একটি বিলাসবহুল ম্যানশন যেখানে উচ্চ শ্রেণীর মানুষদের জন্য অনেক কিছুই রয়েছে যার তুলনা করা হয়েছে কর্মজীবী মানুষদের পরিবেশের সাথে বিশেষ করে কয়েল স্টকারদের সাথে। এটি কর্মজীবী ও উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যকার পার্থক্যকে সুন্দরভাবে প্রতিফলিত করে।

আরো পড়ুনঃHow does “The Importance of Being Earnest” Convey a Serious Message Through Comic Situations? (বাংলায়)

ইয়াঙ্ক যখন ফিফথ এ তে গিয়ে মানুষদের সাথে কথা বলার চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে সে এখানে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না। সে অনেকটা পশুদের মত আচরণ করছে মানুষের নজরে আসার জন্য। এটাই প্রমাণ করে যে ধনী মানুষদের থেকে তার কত পার্থক্য রয়েছে। অর্থাৎ সে একটা ভিন্ন পৃথিবী থেকে এসেছে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


ইয়াঙ্ক ফিফথ এভিনিউ তে গিয়ে মানুষকে বোঝাতে চায় যে সে বড় সমস্যায় আছে এবং সে এমন একটি জায়গা চায় যেখানে সবাই তাকে বুঝতে পারবে এবং সেই জায়গাতে সে ভালোভাবে থাকতে পারবে। কিন্তু যখন সে ধনী মানুষদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তখন তার মনে হয় যে পৃথিবীতে সে আসলেই একা এবং এই মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। 

আরো পড়ুনঃGive a Brief Description of Denver in ‘Beloved’.(বাংলায়)

ফিফথ এভিনিউ এই নাটকের বড় একটি বিষয়বস্তুর ছোট্ট সংস্করণ যেটা ধনী ও গরিবদের মধ্যকার পার্থক্য এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটাকে প্রতিফলিত করে। নায়ক যখন এখানে এসে তার জায়গা সম্পর্কে জানতে চাইছিল তখন সে বুঝতে পারে যে এটা সম্ভব নয় কারণ এই পৃথিবী তাকে গ্রহণ করছে না। সে এমন একটি জায়গা খুঁজছিল যেখানে সবাই তাকে গ্রহণ করবে।

ফিফথ এভিনিউ এই নাটকের শুধুমাত্র একটি বাস্তব জায়গাই নয় বরং এটি নাটকের অন্যতম একটা শক্তিশালী প্রতীক যেটা সামাজিক বৈষম্য ও শ্রেণী বৈষম্যকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক