Why Does Elizabeth Turn Down Darcy’s Proposal? (বাংলায়)

Question: Why does Elizabeth turn down the proposal of Darcy?

জেন অস্টেন এর “Pride and Prejudice” উপন্যাসে ডার্সির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিভিন্ন কারণে যেগুলো নিচে দেওয়া হল।

পুরো উপন্যাস জুড়ে এলিজাবেথ এর ডার্সির প্রতি যে ভুল ধারণা শুরুতে জন্ম নিয়েছিল তার দ্বারাই প্রভাবিত হয়েছেন। যদিও এই ভুল ধারণা সৃষ্টির পেছনে ডার্সির অহংকারী মনোভাব দায়ী যেটা মেরিটন বল এ ঘটেছিল। আর এই কারণেই এলিজাবেথ তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আরো পড়ুনঃ Write a Note on the Role of the Chorus in “Phaedra” by Seneca (বাংলায়)

এলিজাবেথ উইকহাম এর মিথ্যার দ্বারা প্রভাবিত হয়ে আরো বেশি তেলের বেগুনে জ্বলে ওঠেন এবং ডার্সির সম্পর্কে নেতিবাচক ধারণা আরো বেড়ে যায়। ডার্সির দুর্ব্যবহার এবং উইকহাম এর তথাকথিত গুণাবলীতে বিশ্বস্ত হয়ে এই ভুল ধারণার মধ্যে পতিত হন এলিজাবেথ।

শুরুতে ডার্সি যেভাবে প্রস্তাব দিয়েছিল তাতে সংবেদনশীলতা এবং বিনয়ের অভাব ছিল। সে তাদের দুই পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব কে প্রাধান্য দেয় এবং তার পরিবারকে ক্রিটিসাইজ করে যে কারণে এলিজাবেথ অনেকটা ব্যথিত হন। ডার্সি যে সত্যিকার অর্থেই তাকে পছন্দ করেন সেটা প্রকাশ করতে তিনি ব্যর্থ হয়েছিলেন।

এলিজাবেথ পুরো উপন্যাস জুড়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি মূলত সম্মানজনক ও ভালোবাসায় সমৃদ্ধ সম্পর্কে বিশ্বাসী যেখানে ডার্সির প্রাথমিক আচরণ তার ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক হয়ে গিয়েছিল। 

আরো পড়ুনঃ Write a Note on the Role of the Chorus in “Phaedra” by Seneca (বাংলায়)

এলিজাবেথ বিশ্বাস করতেন যে মিস্টার বিংলে এবং তার বোনের সম্পর্কে ডার্সি অশান্তির আগুন জেলেছিলেন। তাই তিনি এমন কারো প্রস্তাব গ্রহণ করতে ইচ্ছুক নয় যে তার নিজের বোনের সংসার এ অশান্তি সৃষ্টি কারক।

তো পরিশেষে বলা যায় যে এলিজাবেথ মূলত ডার্সির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তার অহংকার, ভুল তথ্য এবং ভুল ধারণার কারণে। এবং তিনি একটি সম্মানজনক ও ভালোবাসায় সমৃদ্ধ সম্পর্ক গড়ার প্রতি অনেক আগ্রহী ছিলেন। 

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *