fbpx

Why Was Davies Fired From His Job at the Cafe? (বাংলায়)

Question: Why was Davies fired from his job at the Cafe?

হ্যারল্ড প্রিন্টারের The Caretaker নাটকে ডেভিস একজন আশ্রয়হীন ভবঘুরে, সে চাকরিচ্যুত হয়েছে মূলত তার আস্থাহীন এবং অসৎ স্বভাবের জন্য। পুরো গল্প জুড়েই এটা প্রমাণিত হয় যে ডেভিস একজন মিথ্যাচারী ব্যক্তি যে নিজের আর্থিক স্বচ্ছলতার জন্য সংগ্রাম করে।

Invalid Identification: ডেভিসের চাকরিচ্যুত হওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্যাফের মালিককে সঠিক এবং নির্ভরযোগ্য পরিচয় দিতে না পারা। ক্যাফের মালিক বলেন,

আরো পড়ুনঃ The Theme of Human Relationships in “The Caretaker”(বাংলায়)

“You got no papers. No papers at all. No papers to prove who you are.” (Act 1). 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তার সঠিক পরিচয়পত্রের অভাবে ক্যাফের মালিক তাকে বিশ্বাস করতে পারে না। উপরন্তু, এমন পরিচয় লুকানোর মনোভাব তার অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলে। এসব কিছুই ক্যাফের মালিকের মনে সন্দেহ সৃষ্টি করে এবং তিনি তাকে কাজে রাখতে অনীহাবোধ করে।

Lack of Responsibility: এছাড়া ডেভিস কাজের প্রতি যথেষ্ট অলসতা দেখায়, যা তার পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে। তার কাজের প্রতি অনীহা এবং দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায় যখন সে বলে,

আরো পড়ুনঃ In What Sense Does Davies Represent Every Man? (বাংলায়)

“I’m not doing windows. I’ll do nothing outside. That’s not in my line.” (Act 1). 

এই ধরনের ব্যবহার স্বাভাবিকভাবেই একটি খারাপ প্রভাব তৈরি করে।

Contradictory Statements: ডেভিসের ক্রমাগত মিথ্যা বলার স্বভাব তাকে চাকরি হারাতে বাধ্য করে। সে বারবারই নিজের সুবিধা অনুযায়ী তার অতীত সম্পর্কে নতুন নতুন গল্প বানায় যা ক্যাফের মালিককে তাকে বিশ্বাস করতে বাঁধা দেয়। এটি আরও স্পষ্ট হয় যখন অ্যাস্টন ডেভিস সম্পর্কে অভিযোগ করে,

google news

আরো পড়ুনঃ How Did Mick want to Decorate his Room? (বাংলায়)The Theme of Human Relationships in “The Caretaker”(বাংলায়)

“When you came in here, you said you had a nice little job as a caretaker. Now you say you’ve never had a job. Which is true?” (Act 2).

অতএব বলতে পারি যে ডেভিস তার সঠিক পরিচয়হীনতা, অলসতা, এবং অসৎ স্বভাবের জন্যই চাকরিচ্যুত হয়।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক