Withheld Result Meaning – Withheld জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন আসে

Withheld Result Meaning: Withheld Result বলতে আসলে কি বোঝায় সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর থেকে অনেকেই আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের পেইজে মেসেজ করে জানতে চেয়েছেন।

উইথ হেল্ড রেজাল্ট বলতে বোঝানো হয় যে আপনার ফলাফল স্থগিত করা হয়েছে। এখন কেন স্থগিত করা হয়েছে এবং এক্ষেত্রে করণীয় কি সেগুলো চলুন বিস্তারিত জেনে নেই।

Withheld Result কেন আসে?

বিভিন্ন অসামঞ্জস্যতা এবং ভুলের কারণে Withheld Result আসতে পারে আপনার ফলাফলের ক্ষেত্রে। যেমন পরীক্ষার খাতায় রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে লেখা কিংবা বিষয় কোড ভুল দেওয়া, ইনকোর্স পরীক্ষা না দেওয়া, পরীক্ষার উপস্থিতি শিটে স্বাক্ষর না করা অথবা প্রমোশনের শর্তগুলো পূরণ না হলে উইথ হেল্ড আসতে পারে।

এক্ষেত্রে আপনার করণীয়

সর্বপ্রথম আপনি আপনার কলেজে গিয়ে ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে বিষয়টি আলোচনা করুন এবং তারাই আপনাকে পরামর্শ দেবে যে কি করতে হবে। এক্ষেত্রে আপনাকে আবেদন করতে হতে পারে এবং সেই সাথে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ফটোকপি এবং আরো কিছু আনুষঙ্গিক কাগজ পাতি পাঠানো লাগতে পারে। 

অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসেও যেতে হতে পারে। সার্ভার সমস্যার কারণে এরকম ফলাফল এসে থাকে তবে তা পরবর্তীতে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়।

আশা করি উইথ হেলথ কেন আসে সে ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাতে সক্ষম হয়েছি।

Share your love
Ruhul Amin
Ruhul Amin

Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

Articles: 84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *