Question: Write a note on the symbols used by Yeats with references to the poem you have read.” Or, critically comment on Yeats’ use of symbols. Or W. B. Yeats has been described as a symbolist.
বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি হলেন ডব্লিউ বি ইয়েটস যার কবিতার মূল বিষয়গুলো হলো তার ব্যবহৃত প্রতীক। ফ্রান্সের সিম্বলিস্ট দের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন এবং তিনি নিজেও বিশ শতকের অন্যতম একজন সিম্বলিস্ট কবি।
সিম্বলিজম: একটা শব্দের দুইটা অর্থ থাকে যার মধ্যে একটা হচ্ছে আসল অর্থ এবং অন্যটি হচ্ছে বোঝানো অর্থ। সিম্বলিজিম হলো একটা শব্দ দ্বারা যে অর্থ মূলত বোঝানো হয় সেটা। যেমন সাদা একটা রং কিন্তু এটাকে যখন প্রতিক অর্থে ব্যবহার করা হবে তখন এর দ্বারা পবিত্রতা বোঝায়।
আরো পড়ুনঃExplicate the Significance of the Dying Words of Kurtz: “The Horror! The Horror!”(বাংলায়)
ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী সিম্বল বা প্রতীক হচ্ছে চিহ্ন, গঠন কিংবা কোন বস্তু যেটা দ্বারা অন্য কোন কিছু উপস্থাপন করা হয় বা কোন ধারণা দেওয়া হয়। ভারতের পতাকায় আমরা যে চাকা দেখতে পাই সেটা দ্বারা মূলত শান্তি বোঝানো হয়।
ইয়েটস এর প্রতীক ব্যবহারের সম্ভাবনা: উইলিয়াম বাটলার ইয়েটস এর কবিতাগুলো প্রতীক এ পরিপূর্ণ এবং তার কবিতার প্রত্যেকটি ভাষা প্রতিটি ভাবে ব্যবহার করা হয় যে কারণে তার প্রতীকগুলোর বিভিন্ন ধরনের অর্থ থাকে।
সামগ্রিক ভাবের দিক: ইয়েটস এর কবিতাগুলোই ব্যবহৃত প্রতীক বুদ্ধিদীপ্ততা এবং আবেগীয় প্রকৃতির ভাব এর উপস্থাপন করে থাকে। সামগ্রিক এই ভাবের কারণে তিনি তার কবিতায় বারবার বিভিন্ন চিত্র ও প্রতীক ব্যবহার করে থাকেন যেমন পাখি, গাছ, বাতাস, সমুদ্র, রং ইত্যাদি। পাশাপাশি তার কবিতাগুলোর শিরোনাম ও প্রতিকি ভাবে ব্যবহার করা হয়। Ester 1916 এবং The Second Coming মাইকেল রবার্টটিস এন্ড দ্য ড্যান্সার এর এরকমই কবিতা।
এই কবিতার উল্লেখ্য লাইনগুলোতে সবুজকে আবেগের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের যোদ্ধাদের স্মৃতি হিসেবে এবং ভয়ানক সৌন্দর্য অক্সিমোরণ হিসেবে বুদ্ধিদীপ্ত প্রতীক রূপে উপস্থাপিত হয়েছে স্বাধীনতা এবং সুশাসনের জন্য।
একত্রীকরণ এবং সৌন্দর্য কারণ: বাস্তবতা এবং আদর্শিক এর সম্পর্ক স্থাপন করার জন্য বাইজান্টিয়াম একটি সংযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে শিল্পের পৃথিবী তথাকথিত জন্ম প্রজন্ম এবং মৃত্যু কে ছাপিয়ে যেতে পারে অমরত্ব পর্যন্ত।
সুপারন্যাচারাল দিক: আমরা জানি যে ইয়েটস এর প্রতীকগুলো বিভিন্ন অর্থ বহন করে এবং তার সৃজনশীল বিষয়গুলি কে শুধুমাত্র তথাকথিত প্রতীক দ্বারা সন্তুষ্ট করা সম্ভব নয়। তিনি মানুষের গভীরতম বাস্তবতার ধারণার সাথে যে প্রতিচ্ছবিগুলো সম্পর্কিত সেগুলো তুলে ধরতে সক্ষম হন। তার বিখ্যাত কবিতা দা সেকেন্ড কামিং, এ প্রেয়ার ফর মাই ডটার, নো সেকেন্ড ট্রয় ইত্যাদি ভিন্নধর্মী দিক সম্বলিত প্রতীকে পরিপূর্ণ।
আরো পড়ুনঃDiscuss the Father-son Relationship in “Sons and Lovers”.’(বাংলায়)
জাদুমায় রহস্য: ইয়েটস এর প্রতীকগুলোর আরেকটি দিক হচ্ছে রহস্যময়তা এবং এটা প্রশংসার যোগ্য যে এগুলোকে তিনি তার কবিতায় বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন। “A Song of the Rosy Cross”, কবিতায় কবি বলেছেন যে তার ভালোবাসার মানুষের অস্বাভাবিক সৌন্দর্য রয়েছে এবং তিনি তার এই ভালোবাসার মানুষের জন্য দায়িত্ববান হতে পারেন আর এর মধ্যেই তিনি নিজেকে সংযুক্ত করতে পারেন, পাশাপাশি ভালোবাসার ভেতরে এই যন্ত্রণা ও ভোগান্তি লাভের মধ্য দিয়ে নিজেকে তিনি আরও বেশি ধৈর্যশীল করে তুলতে পারেন।
তো ওপরে আলোচনা করলেই আমরা বুঝতে পারি যে ইয়েটস এর প্রতীক গুলো ছাড়া তার কবিতা একেবারেই মূল্যহীন কিন্তু যখন প্রতীক যুক্ত করা হয় তখন এগুলো অনন্য।