Write a Short Note about Thornfield Hall (বাংলায়)

Question: Write a short note about Thornfield Hall.

Thornfield Hall ব্রন্টি লিখিত জেন এয়ার উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। উপন্যাসের মূল চরিত্রের গল্প সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই স্থান প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

Thornfield Hall হল একটি ম্যানশন কিংবা বাড়ি যেটা ইংলিশ কান্ট্রি সাইডে অবস্থিত। ল্যান্ডস্কেপ আঙ্গিকে তৈরি এই বাড়ি অনেকটা বদ্ধ এবং চারিদিকে দেয়াল দ্বারা আবদ্ধ। 

এই বাড়িটির মালিক এডওয়ার্ড রোচেষ্টার নামক এক ভদ্রলোক যিনি জেন এয়ার এর চাকরিদাতা এবং ভালোবাসার মানুষ।

আরো পড়ুনঃ How Does Aristophanes Blend Satire and Fantasy in “The Frogs”? (বাংলায়)

বাড়িটি এমন ভাবে তৈরি যেন দেখলেই মনে হয় পুরনো যুগের ভৌতিক ডিজাইন এবং অন্ধকার কোরিডর যেন গোপন কোন আস্তানার পথ দেখাচ্ছে। এই বাড়িতে রহস্যের গন্ধ পাওয়া যায়।

Thornfield Hall জেন এয়ারের জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে পরিগণিত হয় যখন সে এই বাড়িতে একজন পরিচারিকা হিসেবে এসেছিল। পরিচারিকা হওয়ার সুবাদে সে এই বাড়ির সাথে এবং বাড়ির অন্যান্য মানুষদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিল।

বাড়িতে মাঝেমধ্যেই অদ্ভুত কিছু ঘটনা ঘটত যার মধ্যে উচ্চস্বরে হাসাহাসি এবং হঠাৎ করে আগুন লেগে যাওয়া অন্যতম।

জেন এবং রোচেস্টার এর জটিল ভালোবাসার গল্প এইবারের চার দেয়ালের মধ্যেই শুরু হয়েছিল।

আরো পড়ুনঃ Consider Phaedra as a Tragedy of Unrequited Love (বাংলায়)

এই বাড়িতেই জেন এবং রোচেষ্টার এর গোপন সম্পর্ক প্রকাশ পায় যার কারণে সব শেষে জেনকে Thornfield Hall ছাড়তে হয়।

Thornfield Hall মূলত লুকিয়ে থাকা সত্য এবং সংগ্রামের প্রতীক হিসেবে পরিগণিত হয় যেটা এই উপন্যাসের মূল বিষয়বস্তু ও চরিত্র ডেভলপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *