Question: Describe, in short, the different estimates or methods enunciated by Arnold.
ঊনিশ শতকের বিশিষ্ট ইংরেজ কবি এবং সাহিত্য সমালোচক Mathew Arnold (1822-1888) তাঁর ‘The Study of Poetry’ প্রবন্ধে কবিতা সম্পর্কিত তিনটি ভিন্ন পদ্ধতির রূপরেখা দিয়েছেন।
Personal: কবিতার ব্যক্তিগত মূল্যায়ন বলতে ব্যক্তিগত প্রবণতা এবং পছন্দের ভিত্তিতে একজন কবিকে মূল্যায়ন করা বোঝায়। সমসাময়িক কবিদের ক্ষেত্রে এটা সাধারণত করা হয়ে থাকে। তার ব্যক্তিগত মূল্যায়নের ফলে, পাঠক ভুল রায় দেয়।
Historical: ঐতিহাসিক মূল্যায়ন সাহিত্যের ইতিহাসের প্রেক্ষাপটে কবির তাৎপর্যের উপর ভিত্তি করে করা হয়।
Real: বাস্তব মূল্যায়ন বলতে কবিতার প্রকৃত মূল্যায়নকে বুঝায়। অর্থাৎ কোনো কবিতার বিশিষ্ট গুণাবলী থাকলে তাকে অবসসই শ্রেষ্ঠ হিসেবে মানতে হবে. বাস্তবিক মূল্যায়নের জন্য আর্নল্ড touchstone নামের একটি পদ্ধিতির কথা বলেছেন।
আর্নল্ড “The Study of Poetry.”-তে কবিতার বিচার করার জন্য “অনুমান” শব্দটি ব্যবহার করেছেন। মানবজীবন ও সমাজে কবিতার মূল্য ও প্রভাব মূল্যায়নের জন্য তিনি এই শব্দটি ব্যবহার করেন। মানবজীবনে কবিতার ব্যাপক প্রভাবের কারণে এই অনুমান সমালোচনামূলক। তিনি আসল কবিতা খুঁজে পেতে কঠোর বিচার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
আরো পড়ুনঃ What are the Qualities of a Classical Poet, According to Matthew Arnold? (বাংলায়)