Previous Year Brief Bangladesh Sociology

Previous Year Brief Bangladesh Sociology

earn money

2015

ক) ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans: এ.কে. নাজমুল করিম।

খ) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Ans: রাখাইন।

গ) মর্গানের মতানুযায়ী জ্ঞাতিসম্পর্কের ধরনগুলো কী?

Ans: ১. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।

ঘ) বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।

Ans: যে পরিবারে তিন পুরুষ: বাবা, মা, দাদা-দাদি, চাচা-চাচী, সন্তান -সন্ততি সবাই মিলে বসবাস করে তাকে বর্ধিত পরিবার বলে।

ঙ) ‘Labelling Model’ এর প্রবক্তা কে?

Ans: হাওয়ার্ড সউল বেকার্স।

চ) বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?

Ans: ১৩.৪৭% (20-21)।

ছ) রেমিট্যান্স কী? 

Ans: বিদেশে কর্মরত ব্যাক্তি কর্তৃক তার মাতৃভূমিতে প্রেরিত অর্থ কে রেমিট্যান্স বা প্রবাসী-প্রেরিত অর্থ বলা হয়।

জ) বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কী?

Ans: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব।

ঝ) ‘দারিদ্র্যের দুষ্টচক্র’র ধারণাটির প্রবক্তা কে? 

Ans: অধ্যাপক রাগনার নার্কাস।

ঞ) মুসলিম লগি কত সালে গঠিত হয়?

Ans: ১৯০৬ সাল।

আরো পড়ুনঃ Political Organization and Political System of UK and USA Brief Suggestion

ট) বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? 

Ans: ইউনিয়ন পরিষদ।

ঠ) আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

Ans: আমলারা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়।

2016

(ক) বঙ্গভঙ্গ হয় কত সালে?

Ans: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।

(খ) জনসংখ্যা কাঠামো কী?

Ans: জনসংখ্যার অঞ্চলভিত্তিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা ও শ্রমশক্তির উপর ভিত্তি করে জনসংখ্যা বিশ্লেষণকেই জনসংখ্যা কাঠামো বলা হয়।

(গ) লেভিরেট বিবাহ কী?

Ans: মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াই লেভিরেট বিবাহ।

(ঘ) জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কী?

Ans: ১. রক্তসম্পর্কীয় বন্ধন; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন; ৪. প্রথাগত বন্ধন।

(ঙ) স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার?

Ans: দুই প্রকার।

(চ) দারিদ্র্যসীমা কী?

Ans: দারিদ্র্যসীমা হলো কোনো ব্যাক্তির সেই পরিমান উপার্জন  যা দিয়ে সে তার নূন্যতম মৌলিক চাহিদা পূরণে সক্ষম হয়।

(ছ) কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?

Ans: ১৯৫০ সালে।

(জ) অতিনগরায়ন কী?

Ans: একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙিক্ষত ও অবাঞ্চিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ন বলে।

(ঝ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

Ans: লর্ড কর্নওয়ালিস।

(ঞ) ‘Parole শব্দের অর্থ কী?

Ans: শর্তসাপেক্ষে মুক্তি।

(ট) সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

Ans: পরিবার।

(ঠ) ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

Ans: অধ্যাপক কবীর চৌধুরী।

2017

ক) কখন মুজিবনগর সরকার গঠিত হয়?

Ans: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

খ) ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?

Ans: আকবর আলি খান।

গ) বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কী

Ans: জন্মশীলতা, মরণশীলতা, অভিগমন।

ঘ) আন্তর্জাতিক স্থানান্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।

Ans: 

ঙ) এল, এইচ, মর্গানের মতে, জাতিসম্পর্ক কয় প্রকার?

Ans: ২ প্রকার।

চ) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।

Ans: ২০১৫ সালের খ নম্বর প্রশ্ন দেখুন।

ছ) ‘No society is classless or unstratified’-উক্তিটি কার?

Ans: কিংসলে ডেভিস ও উইল বার্ট ই ম্যুর এর। 

আরো পড়ুনঃ Bangladesh Sociology Special Brief Suggestion

জ) বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?

Ans: সাদারল্যান্ড। 

ঝ) ‘আমলাতন্ত্রের’ জনক কে?

Ans: ম্যাক্স ওয়েবার।

ঞ) বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?

Ans: তিনটি।

ট) রেমিট্যান্স কী?

Ans: ২০১৫ সালের ছ নম্বর প্রশ্ন দেখুন।

ঠ) কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?

Ans:  ১৯৭২ সালে।

2018

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

Ans: ২০১৬ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।

(খ) ‘Political Elites in Bangladesh’- গ্রন্থটির রচয়িতা কে?

Ans: ড. রঙ্গলাল সেন।

(গ)’পুল ফ্যাক্টর’ কী?

Ans: শহুরে জীবনযাপনে আকর্ষিত হয়ে গ্রামীণ মানুষের শহরে গমন করলে তাকে পুল ফ্যাক্টর বলে।

(ঘ) ‘Culture’ শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন?

Ans: ফ্রান্সিস বেকন।

(ঙ) ‘Labelling Model’ এর প্রবক্ত কে?

Ans: ২০১৫ সালের ঙ নম্বর প্রশ্ন দেখুন।

(চ) গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কী?

Ans: ভূমি।

(ছ) ক্ল্যান কী?

Ans: ক্লান বা গোত্র হল দু ইবা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদল।

(জ) SDG-এর পূর্ণরূপ কী?

Ans: Sustainable Development Goal.

(ঝ) বন উজাড়করণ কী?

আরো পড়ুনঃ Examine the Influence of the French Revolution on Romantic Poetry. (বাংলায়)

Ans: মানুষ কর্তৃক নিজেদের চাহিদা মেটানোর জন্য বনভূমি কেটে ফেলাই হলো বনউজার।

(ঞ) অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কেজ?

Ans: লমব্রসো(Lombroso)।

(ট) অভিযোজন কী?

Ans: সাধারণত কোনো প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশের সাথে খাপখাওয়ানোই অভিযোজন।

(ঠ) জাতীয় শিক্ষানীতি, ২০১০ এ শিক্ষার স্তর কয়টি?

Ans: তিনটি।

2019

(ক) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

Ans: ২০১৭ সালের ক নম্বর প্রশ্ন দেখুন।

(খ) অপারেশন সার্চ-লাইট কী?

Ans: ১৯৭১ সালের ২৫ এ মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর যে আক্রমণ চালিয়েছিল তাই অপারেশন সার্চ লাইট নাম পরিচিত।

(গ) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ।

Ans: গারো।

(ঘ) STD এর পূর্ণরূপ কী?

Ans: Sexually Transmitted Desease. 

(ঙ) নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?

Ans: 49 বছর। 

(চ) ‘Ancient Society’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans: Lewis Henry Morgan.

(ছ) ‘দারিদ্রের দুষ্টচক্র’ ধারণাটির প্রবক্তা কে?

Ans: অধ্যাপক রাগনার নার্কস।

(জ) বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?

Ans: ২০১৫ সালের ট নম্বর প্রশ্ন দেখুন।

(ঝ) ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

Ans: ১৯৩৮ সালে Louis writh।

(ঞ) বিচ্যুতি কী?

Ans: স্বাভাবিকের পরিপন্থী আচরণকেই বিচ্যুতি আচরণ বলে।

(ট) Capital Punishment কী?

Ans: সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড।

(ঠ) বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?

Ans: কুদরতই-খুদা কমিশন।

2020

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

Ans: ২০১৬ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।

খ) জমিদারী প্রথা কত সালে বিলুপ্ত হয়?

Ans: ২০১৬ সালের ছ নম্বর প্রশ্ন দেখুন।

(গ) CDR কী?

আরো পড়ুনঃ Consider Tennyson as a Representative Poet of the Victorian Age. (বাংলায়)

Ans: Crude Death Rate।

(ঘ) স্থানান্তরগমন প্রধানত কয় প্রকার?

Ans: ২০১৬ সালের ঙ নম্বর প্রশ্ন দেখুন।

(ঙ) দারিদ্রাসীমা-১ কী?

Ans: মাথা পিছু নিম্ন আয় ভিত্তিক দারিদ্র।

(চ) অপরাধ বিজ্ঞানের জনক কে?

Ans: ল্যামব্রাসো।

(ছ) মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: তাজউদ্দীন আহমদ।

(জ) BARD এর পূর্ণরূপ কী?

Ans: Bangladesh Rural Development Board.

(ঝ) ‘Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থটির লেখক কে?

Ans: ড. এ. কে. নাজমুল করিম।

(ঞ) রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?

Ans: ৩ টি।

(ট) বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?

Ans: নারী ও শিশু।

(ঠ) GPA এর পূর্ণরূপ কী?

Ans: Grade Point Average.

2021

(ক) ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans:  আবুল খায়ের নাজমুল করিম।

(খ) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

Ans:  ২০১৭ সালের ক নম্বর প্রশ্ন দেখুন।

(গ) বয়স কাঠামো কী?

Ans:  একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে বয়স ভেদে লোক সংখ্যার বিভাজন।

(ঘ) শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক কী?

Ans:  শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক হলো এমন জ্ঞাতিসম্পর্ক যা সামাজিক শ্রেণির ভিত্তিতে গঠিত হয়।

(ঙ) বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত? 

Ans: ১১.৫২% (২০২১-২০২২)।

(চ) জেন্ডার বৈষম্য কী?

Ans:  নারী ও পুরুষের দৈহিক আকার ও শক্তির উৎকর্ষতার ভিত্তিতে সৃষ্ট সামাজিক অসমতা।

(ছ) রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ কী?

Ans:  আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

(জ)স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?

Ans:  ৯ এপ্রিল, ১৯৮৯ সালে।

(ঝ) ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

Ans:  ২০১৯ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।

(ঞ) বিচ্যুত আচরণ কী?

Ans:  ২০১৯ সালের ঞ নম্বর প্রশ্ন দেখুন। 

(ট) বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?

Ans:  ২০১৫ সালের ট নম্বর প্রশ্ন দেখুন।

(ঠ) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

Ans:  ২০১৯ সালের ঠ নম্বর প্রশ্ন দেখুন।

2022

(ক) ১৯৭০ সালের কোন তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

Ans: ৭ ডিসেম্বর ১৯৭০।

(খ) গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম লেখ।

Ans: ‘সাংসারেক’। 

(গ) “The Dynamics of Rural Society” গ্রন্থটির রচয়িতা কে?

Ans: রামকৃষ্ণ মুখার্জী (Ramkrishna Mukherjee)।

(ঘ) নিম্নশ্রেণি কী?

Ans: নিম্নশ্রেণি হল একটি সামাজিক শ্রেণি যে শ্রেণির মানুষদের সাধারণত কম আয়, কম শিক্ষা, এবং কম সামাজিক মর্যাদা থাকে।

(ঙ) অভিবাসন কী?

Ans: অভিবাসন হলো যখন মানুষ এর নিজ রাষ্ট্রের সীমানা অতিক্রম করে এবং গন্তব্য দেশে ন্যূনতম সময়ের জন্য অবস্থান করা। 

(চ) “আন্তর্জাতিক নারী দিবস” কত তারিখে পালিত হয়?

Ans: আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। 

(ছ) দারিদ্রদ্র্য সীমা-১ কী?

আরো পড়ুনঃ Discuss the Salient Features of Romanticism in the Works of the Major Romantic Poets. (বাংলায়)

Ans: মাথা পিছু নিম্ন আয় ভিত্তিক দারিদ্র।

(জ) প্রজননশীলতা কী?

Ans: প্রজননশীলতা বলতে কোন নির্দিষ্ট জনগোষ্ঠীতে সন্তান জন্মদানের হারকে বোঝায়। 

(ঝ) ‘Labelling Model’-এর প্রবক্তা কে?

Ans: হাওয়ার্ড সউল বেকার্স। 

(ঞ) Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

Ans: ফ্রান্সিস বেকন।

(ট) ক্ল্যান কী?

Ans: ক্লান বা গোত্র হল দু ইবা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদল।

(ঠ) জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষার স্তর কয়টি?

Ans: তিনটি।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক