What Symbols Are Used by Eliot in the Poem ‘The Waste Land’? (বাংলায়)

Question: What symbols are used by Eliot in the poem ‘The Waste Land’?

earn money

ইলিয়ট তার এই কবিতায় বিভিন্ন symbol ব্যবহার করে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বের অবস্থা দেখিয়েছেন। এখানে আমরা সেই সিম্বলগুলো আলোচনা করবো।

The Waste Land: কবিতার টাইটেল টি প্রধান সিম্বল। এটি নষ্ট মানবাত্মাকে চিত্রায়িত করেছে।

আরো পড়ুনঃWrite a Short Note on Spiritus Mundi.(বাংলায়)

Water: পানি মৃত এবং পুনঃজাগরণ উভয় থিম কেই নির্দেশ করে. আমরা দেখতে পারি একজন ব্যাবসায়ী ক্লান্ত হয়ে পানিতে ডুবে মারা যান. আবার এপ্রিল মাসের বৃষ্টি উদ্ভিদের পুনর্জাগরণ ঘটায়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


The Fisher King: তিনি একজন বার্থ শাসকের প্রতিনিধিত্ব করেন। মেয়েদের উত্যক্ত করার জন্য তার রাজ্যে দুর্ভোগ নেমে আসে.

The Tarot: এটি নারীদের কপটতা প্রকাশ করে. কেননা, কবিতায় একজন নারী এই কার্ডগুলোর সাহায্যে মানুষের ভাগ্য বলে দে যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়.

Unreal City: unlear city বলতে লন্ডন কে বুঝানো হয়েছে। সে সময়ের মানুষের অপকর্মের জন্য বিখ্যাত লন্ডন শহর তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলেছিলো।

আরো পড়ুনঃWhat Does Innisfree Symbolize in the Poem “The Lake Isle of Innisfree” by Yeats? (বাংলায়)

The Chapel Perilous: এই বিষয়টি ভয় এবং অনিশ্চয়তাকে symbolize করেছে।

The Thunder: এটি আশা এবং পুনর্জাগরণের প্রতিনিধিত্ব করে. কেননা থান্ডারের রূপ নিয়েই স্রষ্টা তৎকালীন মানুষের কে দুর্বিক্ষের সময় সাহায্য করেছিলেন।

সবশেষে বলা যায় ইলিয়ট বিভিন্ন symbol এবং imagery এর মাদ্ধমে তৎকালীন সময়ের ভঙ্গুর সমাজ ব্যাবস্থাকে নির্দেশ করেছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক