Write a Short Note About Hotel Gloriana. (বাংলায়)

Question: Write a short note about Hotel Gloriana.

earn money

Seize the Day সল বেলোর একটি নোভেল। এই নোভেলের একটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে হোটেল গ্লোরিয়ানা।

টমি উইলহেম এবং ডাঃ এ্যাডলার সহ আরও অনেক অবসরপ্রাপ্ত বৃদ্ধ লোক এই হোটেলে থাকে। নিউ ইয়র্ক শহরের একটি সংখ্যা গরিষ্ঠ উচ্চবিত্ত মানুষের বসবাস এই হোটেলে। উইলহেমের গল্প শুরু হয় যখন সে লিফটে ২৪ তলা থেকে লবিতে আসছিলো এবং নিজের আর্থিক এবং মানসিক সমস্যা নিয়ে ভাবছিলো। লিফটের নিচে নামা মূলত উইলহেমের অধঃপতনকেই প্রতিনিধিত্ব করে। 

আরো পড়ুনঃWhat Does Anti-Feminist Writing Mean? (বাংলায়)

Setting: হোটেল গ্লোরিয়ানা নিউ ইয়র্কে অবস্থিত একটি হোটেল। এটি টমি উইলহেমের অস্থায়ী থাকার জায়গা। মোটামুটি সব ঘটনা-ই হোটেল গ্লোরিয়ানার বিভিন্ন স্থানে সংঘটিত হয়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


A Microcosm of Modern Society: এই নোভেলে হোটেল গ্লোরিয়ানা আধুনিক সমাজ ব্যবস্থার একটি ক্ষুদ্র রূপের প্রতিনিধিত্ব করে। আমরা এই হোটেলে বসবাসকারী মানুষদের মধ্যে মানসিক দূরত্ব দেখতে পাই। টমি আকুলভাবে তার বাবার সহানুভূতি কামনা করলেও তার বাবা তার প্রতি সহানুভূতিশীল হয়না। 

আরো পড়ুনঃHow Does the Bear and Squirrel Game Contribute to the Dramatic Interest in Look Back in Anger? (বাংলায়)

এখানে আমরা প্ররোচনাকারী চরিত্র ট্যামকিন কে দেখতে পাই। সে টমি উইলহেমকে ধোকা দিয়ে তার শেষ সম্বল টুকু কেড়ে নেয়। এই হোটেলের সব চরিত্রই সামাজিক প্রত্যাশা পূরণ এবং আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণে ব্যস্ত।

এই হোটেলে থাকা অবস্থায় উইলহেম একাকীত্ব, হতাশা, এবং পরাধীনতায় ভোগে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক