Rules of Translation NTRCA Written

Rules of Translation NTRCA Written

earn money

অধিকাংশ শিক্ষার্থীরাই Passage Translation কে ভয় পায়। কিন্তু তারা জানে না যে ছোট ছোট আলাদা আলাদা বাক্যকে ইংরেজিতে Translate করতে পারলে একটি Passage কেউ খুব সহজে ইংরেজিতে Translate করা যায়। নিচে বাংলা থেকে ইংরেজি কয়েকটি ট্রান্সলেশন ও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি Rules দেওয়া হলো।

Rules & Tips for Passage Translation

  1.  Passage টি বারবার পড়াঃ Passageটি ভালোভাবে ৩/৪ বার পড়তে হবে। 
  2.  Tense নির্ণয় করাঃ প্রদত্ত passage টিতে ব্যবহৃত tense টি নির্ণয় করতে হবে। সচরাচর passage এ একটি tense থাকে। তবে (মাঝে মাঝে) ভিন্ন ভিন্ন tenseও থাকতে পারে। বাংলা বাক্যে ব্যবহৃত tense টি খুবই গুরুত্বপূর্ণ। tense এর ১২টি form এর যেটি passage এ থাকে সে অনুসারে অবশ্যই translation করতে হবে। ✪✪✪

আরো পড়ুনঃ Syllabus of NTRCA School

  1.  প্রতিটি বাংলা বাক্যের subject ও verb বের করাঃ প্রদত্ত passage এ ব্যবহৃত প্রতিটি বাংলা বাক্যের subject ও verb বের করতে হবে। তারপর, নিয়ম অনুযায়ী subject এরপর verb বসাতে হবে এবং অপর বাংলা শব্দগুলোর ইংরেজি প্রতিশব্দ (preposition ও adverb সহ) ঠিকমতো লিখতে হবে। ✪✪✪
  2.  সহজ Word দিয়ে অনুবাদ করাঃ ইংরেজি translation টি অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে। যতদূর সম্ভব আক্ষরিক অনুবাদ করা উচিত। যদি তা সম্ভব না হয়, তাহলে অর্থের সঙ্গতি রেখে অনুবাদ করতে হবে। এক্ষেত্রে সহজ Word গুলো ব্যবহার করতে হবে। যদি কোন বাংলা শব্দের প্রতিশব্দ জানা না থাকে তবে শব্দটির প্রায় সমার্থক শব্দ দিয়ে অনুবাদ করা উচিত। কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি প্রতিশব্দ জানা না থাকলেও বাংলা শব্দের মোটামুটি সুবিধাজনক কোন phrase/clause দ্বারা translate করা যেতে পারে। ✪✪✪
  3.  Passage কে ভেঙ্গে Translate করাঃ বাংলা passage এ ব‍্যবহৃত বড় বাংলা বাক্যকে ছোট ছোট করে আলাদাভাবে অনুবাদ করা যেতে পারে। তবে, সেক্ষেত্রে অবশ্যই অর্থের সঙ্গতি থাকতে হবে। বাংলা passage এ ব্যবহৃত sentence এ যে বাচ্য (voice) থাকে সেই voice দিয়ে translation করা উচিত। তবে এটা সবসময় প্রযোজ্য নাও হতে পারে।

Translation for Practice

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


১. আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর আমাদের উন্নতি নির্ভরশীল। আলস্যে কালযাপন করলে চলবে না। দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ জন্য আমাদের সকলের কঠিন পরিশ্রম করতে হবে। কেননা পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।

Ans. Our country is full of natural resources (প্রাকৃতিক সম্পদ) . Our progress depends on the proper use of these resources. To kill time in idleness will not do. It is our duty to build the country. For this, all of us will have to work hard. Because no nation can prosper without industry. We should bear in mind that industry is the key to success.

২. অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনোকিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া, রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন।

Ans. Germs can enter our body if we touch our mouth, eyes, and nose with an unclean hand. If we catch something with an unclean hand, germs can spread over it. Washing our hands with soap in clean water is the easiest and the best way to save us from disease. It is necessary to wash hands before preparing food, having a meal, and after using the toilet.

৩. বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে। আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই। আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়। আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যানসার হতে পারে।

Ans. There is arsenic in the water of tube wells in some regions of Bangladesh. The harmful arsenic gets mixed with tubewell water in the deep underground. The water with arsenic has not separate taste, scent, or colour. The water with arsenic is not safe for use and drink for man. If we use the water with arsenic, skin disease and cancer may attack us.

৪. সময় অত্যন্ত মূল্যবান। সময় কারও জন্য অপেক্ষা করে না। আমাদের প্রত্যেকের সময়ের সদ্ব্যবহার করা উচিত। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। যারা সময় অপচয় করে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না। পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তিই সময়ের সদ্ব্যবহার করেছেন। আমাদের তাঁদের অনুসরণ করা উচিত।

Ans. Time is very valuable. Time waits for none. All of us should make the best/proper use of time. The man who makes the best use of his time is sure to succeed. Those who waste their time can not succeed in life. All the great men of the world made the best use of time. We should follow them.

৫. আমরা নানা রকম খাবার খাই। খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে। গরুর মাংস, মুরগীর মাংস, মাছ, ডিম এসব খাদ্যের উৎস প্রাণী। ঘি, মাখন এবং দুধও প্রাণী থেকে পাই। ভাত, আলু, রুটি এবং শাক-সবজি আমরা খাদ্য হিসাবে খাই। আটা-ময়দা থেকে রুটি তৈরি হয়। আটা এবং ময়দা পাওয়া যায় গম থেকে। খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। আম, জাম, কাঁঠাল, কলা, কমলা ইত্যাদি ফলও আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি।

Ans. We eat different kinds of food. We find food from different sources. The sources of beef, fowl, fish, and eggs are animals. We also get ghee, butter, and milk from animals. We eat rice, potatoes, bread, and vegetables as food. Ruti is made from flour. We get flour from wheat. We get these foods from plants. We get mango, berry, jackfruit, banana, orange, etc from plants as well.

আরো পড়ুনঃ NTRCA School Preposition Previous Year Questions

৬. মাছ ধরা আশার শখ। আমি সাধারণত বড়শি দিয়া মাছ ধরি। বড়শি দিয়া মাছ ধরিতে ধৈর্য্যের প্রয়োজন। একটি ভাল মাছ ধরিলে প্রচুর আনন্দ পাওয়া যায়। ইহা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বড় ভাই জাল দিয়া মাছ ধরেন। তিনিও আনন্দ পান।

Ans. Fishing is my hobby. I generally catch fish with a hook. Patience is needed to catch fish with a hook. One can have much pleasure if a good fish is caught in the hook. It can not be expressed in words. My elder brother catches fish with a net. He also gets pleasure.

৭. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চারিদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্থান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র-জনতা তা মানবে না। তারা মিছিল করবে। টগবগে তরুণেরা বেপরোয়া। প্রয়োজনে তারা জীবন দিবে তবু মায়ের ভাষার দাবি ছাড়বে না।

Ans. It is the area of Dhaka University. The surrounding atmosphere is filled with suspense. The police have forbidden to begin any procession. It is the demand of the students that Bangla would be the state language. The government of Pakistan wants Urdu to be the state language. They want to snatch away the language of Bengali. The students will not tolerate it. They will begin a procession. The angry young are reckless. If necessary, they will sacrifice their lives, yet they will not give up their demand for their mother tongue.

৮. রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে। তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে। পরিবেশ রক্ষা করে। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু।

Ans. Every morning, we wake up to the call of various birds. They call out in different tones. It fills the mind with happiness. Birds do us a lot of good. Protects the environment. They are like our neighbors. Birds are our friends.

৯. ভাত আমাদের প্রধান খাদ্য। আমাদের দেশে এ বৎসর প্রচুন ধান উৎপন্ন হয়েছে। দরিদ্র লোকেরা দু’মুঠো ভাত পাবে আশা করছে। আমাদের সকলের উচিত দারিদ্র মোচনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করা। পরিশ্রম ব্যতীত অধিক শস্য উৎপন্ন করাও সম্ভব নয়। বর্তমানে আমরা উন্নত জাতের ধান চাষ করি। এজন্য যথেষ্ঠ খাটতে হবে।

Ans. Rice is our staple food. A lot of paddy has been produced in our country this year. Poor people expect to get two handfuls of rice. We all should work hard to eradicate poverty. It is also not possible to produce more crops without hard work. At present, we cultivate improved varieties of rice. For this, you need to sleep enough.

১০. আমাদের জন্মভূমি বাংলাদেশ। এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ-পশ্চিম কোণে, বঙ্গোপসাগরের উপরে আমাদের সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানির উপর বেঁচে আছে। এই বন নানা ধরণের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে, সূর্যের আলো মাটিতে পৌঁছায় না।

Ans. Bangladesh is our native land. Almost all of it is flat land. In the southwest corner of our country, above the Bay of Bengal, is our Sundarbans. All the trees in this forest survive on the saltwater of the Bay of Bengal. This forest is full of thousands of species of animals and birds. In some parts of the Sundarbans, the vegetation is so dense that sunlight does not reach the ground.

১১. বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ। কিন্তু ইহার লোকসংখ্যা ক্ষুদ্র নয়। এই দেশে প্রায় ষোল কোটি লোক বাস করে। তাহাদের অধিকাংশই দরিদ্র। তাহারা দিন আনে দিন খায়। আমাদের উচিত তাহাদের ভাগ্যোন্নয়নের চেষ্টা করা। চেষ্টা করিলে অসাধ্য সাধন করা যায়। 

Ans. Bangladesh is a small country. But its population is not small. About sixteen crore people live in this country. Most of them are poor. They eat day after day. We should try to improve their fortunes. If you try, you can achieve the impossible.

১২. একদিন আমরা গ্রামের ভিতর দিয়া হাঁটিয়া বাড়ী যাইতেছিলাম। একটি গাছের নীচে মানুষের ভীড় দেখিতে পাইলাম। তাহারা একজন স্ত্রীলোকের প্রতি তাকাইতেছিল। তাহার কোলে একটি রুগ্ন শিশু। শিশুটির পা ছিল কাঠির মত সরু। আনরা জানিতে পারিলাম যে শিশুটি ডায়রিয়ায় ভুগিতেছে। অনেকেই তাহাকে স্যালাইন খাওয়াইবার উপদেশ দিতেছিল।

Ans. One day, we were going home by walking through the village. I saw a crowd of people under a tree. They were looking at a woman. A sick child in his arms. The child’s legs were as narrow as sticks. I came to know that the child was suffering from diarrhea. Many were advising him to give saline.

১৩. বর্তমানে ছোট পরিবার আদর্শ পরিবার। কারণ, অধিক জনসংখ্যা আমাদের দেশের প্রধান সমস্যা। এখন প্রতিযোগিতার সময়। একজনের রোজগারে পরিবারের অন্য পাঁচ, সাতজনকে প্রতিপালন করা সম্ভব নয়। পরিবারের নারী পুরুষ সকল সদস্যের সাধ্যমত রোজগার করা উচিত। বিলম্ব-বিবাহ এখন একটা সাধারণ ব্যাপার।

Ans. Nowadays, a small family is the ideal family. Because overpopulation is the main problem of our country. Now, it’s competitive time. It is not possible to support five or seven other family members with one person’s income. Male and female members of the family should earn as much as they can. Delayed marriage is now a common thing.

১৪. রফিক ও রাজীব গ্রামের স্কুলে পড়ে। দুর্বল ছাত্রদের তারা পড়াশুনায় সাহায্য করে । শিক্ষকগণ নিজেরা এ ব্যবস্থা করেছেন। উপরের শ্রেণীর ছাত্ররা স্কুলের বাগানে সবজি আবাদ করেছে। এসব বিক্রি করে তারা যে অর্থ পায় তা দিয়ে তারা দরিদ্র ছাত্রদের পুস্তক কিনে দেয় । গ্রামবাসীরা এ স্কুলের ছাত্র-শিক্ষকের উচ্চ প্রশংসা করে।

Ans. Rafiq and Rajeev study in the village school. They help weak students in their studies. The teachers themselves have arranged this. Upper-class students planted vegetables in the school garden. With the money they get from selling these, they buy books for poor students. The villagers highly appreciate the students and teachers of this school.

আরো পড়ুনঃ Syllabus of NTRCA School

১৫. ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধের বছর। পাকিস্থানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায়। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুন ভাবে জানতে পারলো। ইনি সেই শিল্পি কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চুড়ান্ত নকশা করেছেন তিনি।

Ans. It was 1971. It was the year of our liberation war, and Pakistani military leader Yahya was the ruler. Under his command, mass genocide was committed in Bangladesh. He drew him like a monster. The people of Bangladesh came to know him again. He is the artist Kamrul Hassan. He is the artist who finally designed the national flag of Bangladesh.

১৬. বর্তমানে চাকরির বাজার বেশ মন্দা। শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হচ্ছে না। এই ব্যাপারে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা উচিত। শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থ ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত।

Ans. Nowadays, the job market is quite depressing. The number of the educated unemployed is increasing day by day. Adequate employment opportunities are not being created in the country. In this matter, the government should make a long-term plan. The educated unemployed should try to be self-employed.

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক