fbpx

Rules of Voice Change 

Rules of Voice Change 

earn money

Voice বলতে সাধারণত কথায় আমরা কণ্ঠস্বর কে বুঝি। ইংরেজি গ্রামারে বিষয় টা অনেকটা সেরকমই। একটা কাজ আমি করছি এবং এবং সেই কাজটিই আমার দ্বারা করা হচ্ছে। অর্থাৎ একই কাজ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রকাশ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে Voice. Voice দুই প্রকারঃ ১। Active Voice     ২। Passive Voice.

আমি ভাত খাচ্ছি- এই কাজ টি সম্পন্ন হচ্ছে সরাসরি Subject এর মাধ্যমে, তাই এটি Active Voice. আবার একই বাক্যটি যদি এভাবে বলা হয়, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে- তাহলে কাজটি ঐ একই Subject এর দ্বারাই সংঘটিত হচ্ছে কিন্তু প্রকাশ করা হচ্ছে পরোক্ষভাবে। তাই এটা হবে Passive Voice.

আরো পড়ুনঃ NTRCA Previous Year Completing Sentences

ইংরেজিতে দুইটা উদাহরণ দেখা যাকঃ 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  • Active Voice: I am eating rice.
  • Passive Voice: Rice is eaten by me.

Active Voice চেনার সহজ কিছু উপায়ঃ

  • সাধারণত Tense এর সাধারণ গঠন অনুযায়ী বাক্য গঠিত হয়।
  • বাক্যের মূল Verb, Tense অনুযায়ী হয়ে থাকে। 
  • বাক্যের অর্থ থেকে বোঝা যায় যে কর্তা বা Subject নিজেই কাজটি করছেন। 
  • যেমনঃ I am eating rice.

Active Voice চেনার সহজ কিছু উপায়ঃ

  • Auxiliary Verb বিভিন্ন Tense অনুযায়ী হলেও মূল Verb সবসময় Pas Participle Form হবে। 
  • বাক্যে সর্বশেষ Object এর পূর্বে by, to ব্যবহৃত হয়। 
  • বাক্যের অর্থ থেকে বোঝা যায় কর্তা যে কাজটি করছেন সেটা পরোক্ষ ভাবে বোঝানে হচ্ছে। 
  • যেমনঃ Rice is eaten by me.

এখন চলুন Voice এর সেকল নিয়মকানুন গুলো সহজভাবে জেনে নিই। 

  1. Active voice কে Passive Voice এ রূপান্তর করার Universal Rule হলো Active voice এর Object কে Subject হিসেবে বসাতে হবে + Tense অনুযায়ী Auxiliary Verb + Main Verb এর Past Participle Form + By + Active voice এর Subject (Pronoun হলে Subject এর Objective Form বসবে).

আরো পড়ুনঃ Person Paragraph

যেমনঃ 

Active: I write a letter

Iwrite a letter
SubjectMain VerbObject

Passive: A letter is written by me. 

A letterIs writtenby me
Active Voice এর Object এখানে Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।  Active Voice টি Present Indefinite Tense বলে সেই অনুযায়ী Auxiliary Verb ব্যবহৃত হয়েছে। Main Verb এর Past Participle Formby ব্যবহৃত হয়েছেActive Voice এর Subject এখানে Object হিসেবে ব্যবহৃত হয়েছে Objective Form এ। 

Voice change এর ক্ষেত্রে Tense অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই স্টাকচারের ওপর নির্ভর করেই আপনাকে ভয়েস পরিবর্তন করতে হবে। নিচে Active and Passive Voice অনুযায়ী Tense এর গঠন আলোচনা করা হলোঃ 

TenseActive Voice StructurePassive Voice Structure
Present IndefiniteStructure: Sub.+Verb+Obj.Example: I write a letter.Structure: Sub+ am/is/are+Verb এর Past Participle Form+by+Obj.Example: A letter is written by me.
Present ContinuousS: Sub+am/is/are+(Verb+ing)+Obj.E: I am writing a letter. S: Sub+(am/is/are+being)+(Verb-PP)+by+Obj.E: A letter is being written by me. 
Present PerfectS: Sub+have/hase+Verb-PP+Obj.E: I have written a letter. S: Sub+have/has+been+ Verb-PP+ by+me.E: A letter has been written by me. 
Past IndefiniteS: Sub+Verb এর Past Form+Obj.E: I wrote a letter.S: Sub+was/were+ Verb-PP+by+Obj.E: A letter was written by me. 
Past ContinuousS: Sub+was/were+(Verb+ing)+Obj.E: I was writing a letter. S: Sub+was/were+being+Verb-PP+by+obj.E: A letter was being written by me.
Past PerfectS: Sub+had+Verb-PP+Obj.E: I had written a letter.S: Sub+had been+Verb-PP+by+Obj.E: A letter had been written by me. 
Future IndefiniteS: Sub+shall/will+Verb+Obj.E: I will write a letter. S: Sub+shall/will+be+Verb-PP+by+Obj.E: A letter will be written by me.
Future ContinuousS: Sub+shall/will+be+(Verb+ing)+Obj.E: I will be writing a letter. S: Sub+shall/will+be+being+Verb-PP+by+Obj.E: A letter will be being written by me.
Future PerfectS: Sub+shall/will+have+Verb-PP+Obj.E: I will have written a letter. S: Sub+shall/will+have+been+Verb-PP+by+Obj. E: A letter will have been written by me. 

এখানে Perfect Continuous এর গঠন দেওয়া হয়নি কারণ এটা পরীক্ষায় আসেনা বললেই চলে। 

এখন চলুন দেখে নেই Pronoun গুলো কিভাবে Subject-Object-Subject এর পরিবর্তিত হয় Voice Change করার সময়।

Subjective FormObjective Form
Noun (কোন ব্যক্তি বা বস্তুর নাম)এটা কোন পরিবর্তন হয়না। 
HeHim
SheHer
TheyThem
WeUs
IMe
ItIt
YouYou

কিছু Verb আছে Passive Voice করার সময় যেগুলোর সাথে by না বসে অন্যান্য Preposition বসে। সেগুলো নিচে দেওয়া হলো। 

VerbBy এর পরিবর্তে ব্যবহৃত Preposition 
KnownTo
Interested, Embodied, Contained.In
Satisfied, Pleased, Disgusted, Bothered, Annoyed, Seized.With
Alarmed, Disappointed, Shocked, Astonished, Marvelled, Surprised.At
WorriedAbout

এছাড়াও আরো কিছু নিয়ামাবলি রয়েছে সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

  1. Active Voice এ যদি Object হিসেবে Reflexive Pronoun ব্যবহৃত হয় তবে তা Passive Voice এ পরিবর্তন করার সময় Active Voice এর Subject, Object এর অবস্থানের কোন পরিবর্তন হবে না। 

Active: She killed herself.

Passive: She was killed by herself. 

  1. Modal Auxiliary Verb (may, might, can, could, must, would, should, ought to, used to ইত্যাদি) যুক্ত Active Voice কে Passive Voice করার সময় Modal Auxiliary Verb এর সাথে একটি be যুক্ত হবে। 

Active: You should do it.

Passive: It should be done by you.

আরো পড়ুনঃ The Use of the Internet

  1. “Going to” একটি Modal Auxiliary Verb. তাই কোন বাক্যে going to থাকলে Passive করার সময় তা অপরিবর্তিত থেকে সাথে শুধু be যুক্ত হবে। এক্ষেত্রে ২ নং নিয়ম প্রয়োজ্য। 
  2. কোন Active Voice এ যদি দুইটি Object থাকে তাহলে তা Passive করার সময় দুইটি Object এর যেকোন একটিকে Subject হিসেবে ধরতে হবে এবং অপর Object টিকে Passive Voice এর মূল Verb এর পরে বসাতে হবে। যেমনঃ 

Active: He made me a good student.

Passive: I was made a good student by him.

  1. Never যুক্ত Imperative Sentence কে Passive করতে হলে নিচের গঠন অনুসরণ করতে হবেঃ 

Structure: Let +Not+Obj+ever+be+Verb-PP.

Active: Never do it.

Passive: Let not it ever be done.

  1. Active Voice এ Who থাকলে তা Passive করতে হলে নিচের গঠন অনুসরণ করতে হবেঃ 

Structure: By whom+ Tense অনুযায়ী Auxiliary Verb+Subject+Verb-PP.

Active: Who has done this?

Passive: By whom has this been done?

  1. Please/ kindly যুক্ত Imperative sentence-এর active voice-কে Passive করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবেঃ 

Active: Please help me.

Passive: You are requested to help me. 

  1. Passive Voice এ যদি কোন কর্তা না থাকে তবে তা Active করার সময় কর্তা (Someone, sombody, people etc) ধরে নিতে হয়। 

Passive: My bag has been stolen.

Active: Someone has stolen my bag. 

আরো পড়ুনঃ Rules of Translation NTRCA Written

  1. Main Verb দ্বারা কোন বাক্য শুরু হলে তা Passive করতে হলে নিচের গঠন অনুসরণ করতে হবেঃ 

Structure: Let+Object+be+Verb-PP. 

Active: Write a letter.

Passive: Let a letter be written.

Structure: Let not+Object+be+Verb-PP. 

Active: Do not write a letter.

Passive: Let not a letter be written.

এখানে উদাহরণসহ নিয়মগুলো দেওয়া হয়েছে। নিয়মগুলো বুঝে নিয়ে তারপর উদাহরণ দেখুন। তারপরেও কোন সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে সহায়তা নিতে পারেন। 

ফেসবুক গ্রুপঃ BCS NTRCA Govt Job Preparation

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক