Leavis’s Objections to Wordsworth’s Theory of Poetry

What were F.R.Leavis’s objections about the romantic age in his essay literature and Society? Or, What is Leavis’s objections to Wordsworth’s theory of poetry?

earn money
  1. Individualism:

ইন্ডিভিজুয়ালিজম এর ব্যাপক সমালোচনা করেছেন লেভিস। তার মতে এটি একটি আত্মকেন্দ্রিক ও সমাজের জন্য ক্ষতিকর উপাদান। ইন্ডিভিজুয়ালিজম ট্রেডিশনাল ভ্যালু ও সামাজিক দায়িত্ব থেকে মানুষকে সরিয়ে দেয়। 

2. Simplification

লেভিস বলেছেন যে রোমান্টিক কবিরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সিম্পল জিনিসগুলোর প্রতি তাদের আগ্রহ দেখিয়েছেন। এতে করে তারা খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করেছেন। যেমন সাধারণ ভাষা ও রাসটিক লাইফ। কিন্তু এর ফলে সমাজের জটিল বিষয়গুলো কিন্তু তারা এড়িয়ে গেছে।

আরোঃ Relationship Between Tradition and Individual Talent

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


3. Sentimentality

রোমান্টিক কবিরা ইমোশন ও সেন্টিমেন্ট সবচেয়ে বেশি পরিমাণে দেখিয়েছেন তাদের কবিতায়। কিন্তু এটা এত পরিমানে তারা দেখিয়েছেন যে তারা বাস্তবকে ভুলে গেছেন। সমাজের সিরিয়াস ইসুগুলো তারা তুলে ধরেননি। 

4. Anti-intellectualism:

রোমান্টিক কবিরা ছিলেন আবেগপ্রবণ, বুদ্ধিগত দিক দিয়ে তারা খুব একটা সমৃদ্ধ ছিলেন না। তাদের কবিতাগুলোতে ইন্টেলেকচুয়ালিটি নেই। এর পরিবর্তে তারা কবিতায় প্রকৃতি, আবেগ, সুপারন্যাচারাল এলিমেন্টস ও ইমাজিনেশন দেখিয়েছেন। 

5. Romantic poets diction: 

যতজন রোমান্টিক কবি ছিলেন তাদের পয়েটিক ডিকশন মূলত ইমাজিনেশন এবং সাবজেক্টিভ ফিলিংস এর উপর গঠিত। এই জায়গায় লেভিস টি এস এলিয়টের কবিতার ক্ষেত্রে ইমপারসনাল থিওরির বিষয়ে জোর দিয়েছেন। ইমপার্সোনাল থিওরিতে ব্যক্তিগত আবেগের কোন দাম নেই।

আরোঃ Importance of Historical Sense as a Theory of Poetry

6.Celebration of nature 

রোমান্টিক কবিদের কবিতার মূল উৎস ছিল প্রকৃতি। তারা প্রকৃতিকে সবচেয়ে বেশি দিয়েছে। কিন্তু লেভিস বলেছেন মানুষের অস্তিত্ব কবিতার মূল বিষয়বস্তু হওয়া উচিত। 

7. Escapism: 

রোমান্টিক কবিতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিয়েলিটি থেকে কল্পনার জগতে চলে যাওয়া এবং সাময়িক আনন্দ লাভ করা। কিন্তু লেভিস এর মতে সাহিত্য মানে বাস্তবতা থেকে লুকানো নয় বরং বাস্তবতাকে সাথে নিয়েই চলা।

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক