One man divided into many in The American Scholar

এর ব্যাখ্যা হচ্ছে, একজন আমেরিকান স্কলার এমন একজন ব্যক্তি হবে যিনি সবাইকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবেন। তার শুধুমাত্র একটা গুণ থাকবে না অনেক গুণ থাকবে এবং অনেক মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে। সে শুধুমাত্র একটা নয় অনেক কাজ জানবে এবং সেই বিষয়ে অভিজ্ঞতা থাকবে। পাশাপাশি অনেক শ্রেণী পেশা সম্পর্কে তার ধারণা থাকবে

ধরুন একজন শিক্ষক। তো তার শুধুমাত্র শিক্ষা দান করার মতো এবিলিটি থাকবে না। পাশাপাশি তার স্টুডেন্টদের নিয়ন্ত্রণ করার এবিলিটি, তাদের টেন্ডেন্সিও শিক্ষক খুব ভালো করে জানবে। পাশাপাশি তার অন্যান্য শ্রেণী পেশা সম্পর্কে ও বেসিক ধারণা রাখতে হবে।

Share your love
Rashedul Islam
Rashedul Islam
Articles: 60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *