Character of Rahima in The Tree Without Roots – বাংলায়

Character of Rahima in The Tree Without Roots

তো এই প্রশ্নে মূলত রহিমার চারিত্রিক বৈশিষ্ট্য গুলো উল্লেখ করে দিলেই হয়ে যাবে।

১. Obedient to Majeed

রহিমা মজিদের প্রতি প্রচুর পরিমাণে অবিডিয়েন্ট ছিল। তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতো। এক কথায় সে ছিল স্বামীভক্ত।

২. Physically strong: 

রহিমা শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিল। পুরো সংসার সে এক হাতে সামলাতো। তার বাহুবল সম্পর্কে এমনটা বলা হয়েছে যে, সে চার থেকে পাঁচজন পুরুষের সমান।

More: Petals of Blood Bangla Summary (বাংলায়)

More: South Asian and African Literature

৩. Soft hearted person or woman

রহিমা ছিল কমল হৃদয়ের। মসজিদের কাছে গ্রামের কেউ যখন কোন সমস্যা নিয়ে আসতো সবার আগে রহিমা তাকে সাহায্য করতো। সে গ্রামের মানুষদের ভোগান্তি সহ্য করতে পারত না।

৪. Ideal Wife

সে মজিদের আদর্শ একজন স্ত্রী। এটা মজিদ নিজেই স্বীকার করে। কারণ সে বাড়ির যতই কাজকর্ম থাকুক না কেন মজিদ যে কোন প্রয়োজনে তাকে পাশে পায়। আবার মসজিদের অনুভূতি সে বুঝতে পারে। মসজিদের কোন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে না।

৫. Childless woman:

রহিমার কোন সন্তান হয়নি। যদিও এই জন্য সে মনে মনে একটু কষ্ট পায়। তবে সে এতটাই স্বামী ভক্ত যে, বাচ্চা না হওয়ার কারণে মজিদ কষ্ট পাবে বলে সে তার এই অনুভূতি প্রকাশ করে না।

৬. Treatment as a co-wife to Jamila 

জামিলা হচ্ছে রহিমার সতীন। কিন্তু সেই জামিলাকে নিজের সন্তানের মতো স্নেহ করে। সে কখনোই তাকে সতীন বলে মনে তাকে হিংসা করেনি।

Share your love
Ruhul Amin
Ruhul Amin

Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

Articles: 84

One comment

  1. কিছু জাগায় মজিদের স্থলে মসজিদ হয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *