fbpx

South Asian and African Literature লেখক ও সাহিত্য কর্মের পরিচিতি

Tree Without Roots

1.Writer: Syed Waliullah (1922 – 1971) was a Bangladeshi novelist, short-story writer and playwright.

2. Published date: 1948 Lal shalu, 1967 in translation name tree without roots.

3. Genre: Social satire, Novel

Kazi Nazrul Islam

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


1.Life duration: (1899-1976)

2.  সাম্যবাদী ও মানুষ 

  • সাম্যবাদী -হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ১৯২৫ সালে প্রকাশ করা হয়। বাংলায় ১৩৩২। 
  • এর মধ্যে মোট ১১ টি কবিতা রয়েছে। তবে আপনাদের সিলেবাসে রয়েছে, ২টি। সাম্যবাদী ও মানুষ।
  •  এই কাব্যগ্রন্থের ১ নাম্বার কবিতা হচ্ছে সামবাদী ও ৩ নাম্বার কবিতা হচ্ছে মানুষ।

3. কান্ডারী হুশিয়ার

  • কান্ডারী হুশিয়ার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি গান। 
  • ১৯২৬ খৃষ্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 
  • এ কাব্যগ্রন্থে মোট ১০ টি কবিতা রয়েছে। কান্ডারী হুশিয়ার ৬ নম্বর কবিতা। 
  • এর মূল থিম হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা।

4. বিদ্রোহী

  • ১৯২১ সালে বিদ্রোহী কবিতা লেখা হয়। 
  • বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 
  • এই কাব্যগ্রন্থ ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। বাংলায় ১৩২৯ । 
  • এই গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। এই কাব্যগ্রন্থে বিদ্রোহী কবিতা ২ নম্বরে রয়েছে।

God of Small Things 

1.Writer: Suzanna Arundhati Roy/ Arundhati Roy. (1961- present). She is an Indian author, novelist and political activist.

google news

2. Published date: 1997

3. Genre: Family Drama novel

4. Booker prize in 1997 for God of Small Things.

Things Fall Apart 

1.Writer: Chinua Achebe (1930 – 2013) was a Nigerian novelist, poet, and critic.

2. Published date: 1958

3. Genre: Historical fiction, Novel.

4. Acts: 3

Petals of Blood

1.Writer: Ngũgĩ wa Thiong’o (1938- present is a Kenyan author. He is considered East Africa’s leading novelist”. His work includes novels, plays, short stories, and essays, ranging from literary and social criticism to children’s literature. 

2. Published date: 1977

3. Genre: political fiction, Novel 

4. Acts: 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক