The Character of Wanja in Petals of Blood
তো এই প্রশ্ন মূলত ওয়ানজা এর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
1. Meaning of the Wanja
তো সর্বপ্রথম ওয়ানজা নামের অর্থ বলা হয়েছে। এর অর্থ হচ্ছে আগন্তুক বা অন্য জায়গায় ব্যক্তি। তো ওয়ানজা আসলেই তোকে নিয়ে আর বিভিন্ন শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে নিজেকে স্টাবলিস্ট করতে।
2. Symbol of Tragic character
ওয়ানজার সম্পূর্ণ লাইফটা যদি স্কেচ করা যায় তাহলে দেখা যায়, সে একজন ট্র্যাজিক ক্যারেক্টার। সে কিমেরিয়া এর দ্বারা প্রেগনেন্ট হয়। আবার অবশেষ নিজের জীবন চালাতে প্রস্টিটিউট হয়ে যায়।
3. A lady of action
ওয়ানজা আব্দুল্লার শপে এসে কাজ করতে শুরু করে। সে এবং অল্প সময়ে সে ভালো একজন বারমেইড হয়ে ওঠে।
4. Woman of practical knowledge
যখন ওয়ানজা প্রস্টিটিউট হিসেবে কাজ করতে শুরু করলো তখন সে ইলমোরকের পরিস্থিতি খুব ভালো করে বুঝতে পারলো। এখানে টিকে থাকতে হলে তাকে সংগ্রাম করেই টিকে থাকতে হবে। তারই পরিস্থিতি বোঝাতে একটা কোটেশন ব্যবহার করা হয়েছে।
” You eat somebody or you are eaten”.
5. Intelligent woman
ওয়ানজা একজন বুদ্ধিমতী মেয়ে। ব্রিটিশদের কাছ থেকে কে নিয়ে স্বাধীন হওয়ার পরে, সে নতুন একটা সামাজিক পরিবেশে চলে আসে, নতুন করে বাঁচার জন্য। তার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার কারণে এই নোভেলের সব মিল ক্যারেক্টার তাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে।
6. Loving character
ওয়ানজা কারেগাকে ভালোবাসতো। কিন্তু এদিকে আবার মুনিরা ওয়ানজাকে পছন্দ করতো। পরবর্তীতে আবার দেখা যায় আব্দুল্লাহর বাচ্চা ওয়ানজা এর পেটে রয়েছে। তো এই সম্পূর্ণ লাভ স্টোরিটা শুধুমাত্র ওয়ানজাকে কেন্দ্র করেই ঘটে চলেছে।
7. Paradise of capitalism
প্যারাডিজম বলতে দৃষ্টান্ত সৃষ্টিকারী বা কোন বিশেষ ট্রেন্ডের প্রতিচ্ছবি কে বোঝায়। ওয়ানজা মূলত ক্যাপিটালিজম প্রকাশ করে। আবদুল্লাহর সাথে তার কাজ শেষ হওয়ার পরে সে নিজেই প্রস্টিটিউট হিসেবে কাজ করতে শুরু করে। আর অর্থ উপার্জন করতে থাকে। অর্থাৎ এখানে আর্থিক সচ্ছলতা আনার টেন্ডেন্সির দিকটা খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।