fbpx

The Treatment of Women in African Society – বাংলায়

Treatment of Women in African society in Petals of Blood

তো আফ্রিকান সমাজে মেয়েদের অবস্থা কেমন ছিল, এই সম্পর্কেই এই প্রশ্ন।

1.Patriarchal Society:

এর অর্থ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। তো আফ্রিকান সমাজেও সেই সময়ে পুরুষতান্ত্রিকতা ছিল। যার কারনে মেয়েরা ডমিনেট হতো। তাদের শুধুমাত্র বাড়ির কাজ করিয়ে নেওয়া হতো। বাইরে কোন কাজ করতে দেওয়া হতো না।

2.Women’s Limited Opportunities:

সেই সময় আফ্রিকান সমাজে মেয়েদের খুব একটা সুযোগ-সুবিধা ছিল না। শিক্ষা গ্রহণ ও চাকরির সুযোগ ছিল না। মেয়েদের তখন কাজ ছিল শুধুমাত্র বাচ্চা উৎপাদন, ঘরের কাজ করা ও অর্থনৈতিকভাবে স্বামীর উপার্জনের ওপরে নির্ভর করা।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


3. Women’s Objectification

সেই সময় মেয়েদের পণ্যের মতো ব্যবহার করা হতো। প্রয়োজনে ব্যবহার করা হতো প্রয়োজন শেষে ছুড়ে ফেলা হতো। আমরা দেখতে পাই যে, কিমেরিয়া ওয়ানজাকে ইচ্ছা মতো ব্যবহার করেছে । এরপর সে যখন প্রেগন্যান্ট হলো, তখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে।

4.Violence Against Women

মেয়েদের বিভিন্ন ভাবে সেই সময় ব্যবহার করা হতো এবং শারীরিক ও মানসিক দিক দিয়ে টর্চার করা হতো। এই নোভেলে কারেগা এর মাকে দেখানো হয় যাকে তার স্বামী অনেক পিটিয়েছে। এরপর দেখানো হয় মুনিরা এর স্ত্রীকে নিষ্ঠুরভাবে রেপ করা হয়েছে।

5. Limited Control Over their Lives:

মেয়েদের নিজেদের শরীর এবং জীবনের প্রতি খুব কম পরিমাণেই কন্ট্রোল ছিল। কয়টা বাচ্চা নেবে এবং স্বামী কয়টা বিয়ে করবে এটা শুধুমাত্র স্বামীর উপরে নির্ভর করতো। এই নোভেলে মুনিরা এর স্ত্রীকে দেখা যায়, তার ইচ্ছার বিরুদ্ধেই মুনিরার স্ত্রীর অ্যাবরশন করা হয়েছে।

google news

More: The Character of Wanja in Petals of Blood

6.Women’s Struggle for Liberation:

পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা ছিল খুবই অবহেলিত। পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে মেয়েদের পন্যের মতো ব্যবহার করা হতো। তবে এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে টিকে থাকতে ওয়ানজা ও কারেগা এর মা অনেক স্ট্রাগল করে।

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক