Adverse Effects of Capitalism in Petals of Blood
তো এখানে ক্যাপিটালিজম এর কারনে কি কি খারাপ প্রভাব পড়েছে আফ্রিকান বা ইল্মোরোগ সমাজে তা তুলে ধরতে হবে।
Exploitation of Workers
তো ক্যাপিটালিজম এর কারনে বা capitalist দের প্রভাবে শ্রমিকদের অনেক লম্বা সময় ধরে কাজ করতে হতো। এই নোভেলে মুনিরা এর ক্ষেত্রে এটা দেখা যায়। সে অনেক লম্বা সময় ধরে কাজ করতো। কিন্তু তাকে খুব অল্প পরিমাণ টাকা দেওয়া হতো তার যোগ্যতা অনুযায়ী।
Inequality and Poverty
ক্যাপিটালিজম এর প্রভাবে ধনীরা আরো বেশি ধনী হতে থাকে এবং গরিবেরা আরো বেশি গরীব হতে থাকে। আর এটাই দেখানো হয় ট্রান্স আফ্রিকানহাইওয়ের ক্ষেত্রে। এর সুবিধা ক্যাপিটাল লিস্ট রা নেয়। কিন্তু এর ফলে ইলমোরগের মানুষদের অবস্থা খারাপ হতে থাকে।
Corruption
capitalist রা সাধারণত দুর্নীতিবাজ হয়ে থাকে। এই নোভেলে কারেগা এর চরিত্র এনালাইসিস করলে দেখা যায় সে একজন দুর্নীতিবাজ। সে অর্থ এবং সম্পদের পিছনে ছুটতে থাকে।
Human Rights Abuses
মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়। এই নোভেলে দেখা যায় যে পলিটিক্যাল লিডার তার পাওয়ার খাটিয়ে ইলমোরগ গ্রামের মানুষদের বন্দি করে এবং টর্চার করে।
More: The Treatment of Women in African Society
Cultural Imperialism
এই নোবেলের শেষের দিকে কালচারাল ইম্পেরিয়ালিজম দেখানো হয়েছে। ট্রান্স আফ্রিকান হাইওয়ে হওয়ার পর থেকে ইল্মোরোগ গ্রাম এর পরিবেশ পরিস্থিতি একদম বদলে যায়। সেখানে ওয়েস্টার্ন কালচারের ছোঁয়া লাগে।