Discuss the social and political background of the poem “Beware my captain”
অর্থাৎ কান্ডারী হুশিয়ার কবিতায় নজরুল সামাজিক এবং রাজনৈতিক যে পটভূমি রয়েছে তা তুলে ধরেছেন এবং সেই সম্পর্কেই লিখতে হবে।
1.Citizens communial violence
১৯২০ সালের মাঝে সময়ে হিন্দু-মুসলিম দাঙ্গা চরম হারে লেগে যায়। মানুষ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যায় হিন্দু ও মুসলিম। আর এর ফলে খুন, মারামারি সবসময় লেগেই থাকতো।
2. Occasion of the song
তো চারিদিকে অন্যায় অবিচার নিষ্ঠুরতা দেখে নজরুল কান্ডারী হুশিয়ার নামক একটি দেশপ্রেমের গান লেখেন। এখানে তিনি যুবকদের হিন্দু মুসলিম বিভেদ ভুলে দেশের জন্য লড়াই করতে ইন্সপায়ার করেন।
আরো পড়ুনঃ Sketch the Character of Okonkwo (বাংলায়)
3. Fought against the evil of communal violence:
নজরুল এই গানটি গেয়েছিলেন মূলত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর বাৎসরিক সম্মেলনে যেইটা কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয়েছিল। এখানে নজরুল দেশের মানুষকে দেশপ্রেমিক হতে এবং নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলতে বলেন। তাহলেই মানুষ স্বাধীনতা অর্জন করতে পারবে।
4. Nazrul’s farsightedness
নজরুল ছিলেন একজন দূরদর্শী এবং বিচক্ষণ সাহিত্যিক। তিনি এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে হিন্দু মুসলিম বিভেদ না ভুললে এবং তারা একত্রিত না হলে ব্রিটিশ রুলারদের দেশ থেকে তাড়ানো সম্ভব নয়। তাই তিনি বারবার হিন্দু-মুসলিম ঐক্যের বিষয়ে বলেছেন।
5. Inspiration for a united struggle
নজরুলের কবিতাগুলো সম্মিলিত স্ট্রাগলের উজ্জ্বল উদাহরণ। তার কবিতা পড়ে মানুষ অনেক বেশি ইনফ্লুয়েন্সড হতো। ঐকের জন্য চিন্তা করেছিল। নজরুল একমাত্র ব্যক্তি যিনি সেই সময় এই ঐক্যের ডাক দিয়েছিলেন।
আরো পড়ুনঃ Okonkwo’s life was dominated by fear and the fear of failure and weakness (বাংলায়)