fbpx

Okonkwo’s life was dominated by fear and the fear of failure and weakness (বাংলায়)

Okonkwo’s life was dominated by fear and the fear of failure and weakness. Elucidate 

তো এই প্রশ্নের অর্থ হচ্ছে অকনকোর সারা জীবনটাকে ভয় কিভাবে ডমিনেট করে এবং এই ভয় কিভাবে তাকে তাড়া করে বেড়ায়। পাশাপাশি এই ভয় কিভাবে তার দুর্বলতা হয়ে দাঁড়ায়।

1.Background of hereditary fear

তো এই নোভেলে বলা যেতে পারে অকনকো মূলত তার বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রেই ভয় অর্জন করে। কারণ তার বাবা ইউনুকা ছিলেন একজন ঋণগ্রস্থ ব্যক্তি। সমাজের সবার কাছেই সে ঋণী ছিল। তো এখানে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে একটা ভয় ও লড়াই তা অকনকো এর মধ্যে দেখা যায়। 

আরো পড়ুনঃ Adverse Effects of Capitalism in Petals of Blood – বাংলায়

2. Aversion/ Hatred to failure

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তো অকঙ্ক ব্যর্থতা পছন্দ করেনা। সে ব্যর্থতাক অনেক বেশি ভয় করে। আর এজন্যই ওয়েস্টার্নদের হাতে মৃত্যুবরণ করার চেয়ে সে নিজে আত্মহত্যা করে।

3. Okonkwo’s fear for his son

অকনকো ছিল অনেক কঠিন স্বভাবের। তার ছেলে nwoye ছিল তার বাবা ইউনুকা এর মতই অলস। এজন্য তার ছেলেকে নিয়ে তার ভেতরে অনেকটা ভয় কাজ করে। 

আরো পড়ুনঃ Justify The Title of the novel Things Fall Apart

4. Fear of losing honour

অকনকো শারীরিকভাবে খুব শক্তিশালী হলেও তার হৃদয় অনেকটা নরম। ইকমিফুনাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু নিজের সম্মানের খাতিরে এবং দাম্ভিকতা থেকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে সে হত্যা করে।

google news

5. Fear of cultural Imperialism

অকনকো তার নিজস্ব ইগবো কালচার নিয়ে চিন্তিত। সে ইগবো কালচারের অস্তিত্ব বিলীন হওয়ার ভয় করে এবং ওয়েস্টার্ন কালচারের প্রভাব নিয়ে যথেষ্ট ভয়ে ছিল।

6. Failure in cultural clash

অকনকো দেখতে পায় তার কালচার বা ইগবো কালচারের অস্তিত্ব ওয়েস্টার্ন কালচারের কাছে সংকটাপন্ন। সে নিজের অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করে তার কালচার বজায় রাখতে। কিন্তু ব্যর্থ হয়, কারণ অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এমনকি তার ছেলেও খ্রিস্টান হয়ে যায়।

আরো পড়ুনঃ The Treatment of Women in African Society – বাংলায়

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক