Kazi Nazrul Islam is a great poet of interfaith harmony – elucidate
ইন্টারফেইথ বলতে বোঝায় এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের একটা মিল বা সেতুবন্ধন করা।
তো এই প্রশ্নের মূলত নজরুলের আস্থাযোগ্য যে সুর ও হিন্দু মুসলিম সেতুবন্ধন দেখানো হয়েছে সে সম্পর্কে লিখতে হবে। তিনি কমিউনিয়াল হারমনি প্রমোট করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
1.Fought against communism
হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব এটা খুব মারাত্মক রূপ নিয়েছিল নজরুলের সময়। এর বিরুদ্ধে নজরুল রুখে দাঁড়িয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আরো পড়ুনঃ The Social and Political Background of Beware My Captain (বাংলায়)
2. Humanistic values
মানুষ অমানবতা নজরুলের কবিতায় সর্বপ্রথম এবং সবার ঊর্ধ্বে ছিল। তিনি মানুষকে সর্বোচ্চ মূল্য দিয়েছেন ধর্মকে নয়।
3.universal humanism
সর্বোপরি বিশ্ব মানবতার প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল সুদুরপ্রসারী। তিনি বিশ্ব মানবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। কারণ তিনি জানতেন বিশ্ব মানবতাকে জাগিয়ে তুলতে পারলে পৃথিবীতে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম কিছুই থাকবে না।
4. Hindu Muslim traditions harmonized:
নজরুলের সময় ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিমের সমস্যাটা ব্যাপক ছড়িয়ে পড়েছিল।
তিনি এই দুই ধর্মের মানুষের মধ্যে মিলবন্ধন দেখতে চেয়েছেন এবং এর জন্য অনেক কবিতা লিখেছেন। তাই তিনি অনেক মুসলিম এবং হিন্দুদের চক্ষুশুল ছিলেন।
আরো পড়ুনঃ Sketch the Character of Okonkwo (বাংলায়)