Problems of the untouchable
তো সমাজের নিচু শ্রেণিদের উঁচু শ্রেণীর মানুষেরা স্পর্শ করত না। আবার নিচু শ্রেণীর মানুষেরাও উঁচু শ্রেণীর মানুষদের স্পর্শ করার সাহস দেখাতে পারতো না শুধুমাত্র সামাজিক শ্রেণীবিভেদের কারণে। এটা সেই সময় হিন্দু সমাজে ছিল যার ব্যাপক সমালোচনা করেছেন অরুন্ধতী রায়।
1.Historical context
ইন্ডিয়ান হিস্টোরি থেকে জানা যায় যে সেই সময় মানুষ চারটা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত ছিল। তাই নিচু শ্রেণীর মানুষেরাও তাদের অধিকার পেত না এবং খ্রিস্টান হয়ে যাচ্ছিল।
আরো পড়ুনঃ Picture of Indian Society in The God of Small Things (বাংলায়)
2. Caste discrimination
হিন্দু শ্রেণীতে যে চারটি শ্রেণি ছিল তার মধ্যে শূদ্র শ্রেণী ছিল সবচেয়ে নিচু। আর এজন্য তাদের উপরে ব্যাপক অত্যাচার চালানো হতো। এই নোভেলে ভ্যালুথা এই ক্লাস ডেসক্রিমিনেশনের শিকার।
3. Gender oppression
জেন্ডার অপরেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই নোভেলে। তাদের সবসময় মেয়েদের সেকেন্ড ক্লাস হিসেবে গণনা করা হতো। তারা ছিল পুরুষদের নিচে। এই নোভেলে আম্মু জেন্ডার অপরেশন এর শিকার। ভেবে থাকে ভালোবাসার কারণে সে আরও বেশি ভোগান্তিতে পড়ে।
আরো পড়ুনঃ Picture of Indian Society in The God of Small Things (বাংলায়)
4.Economic inequality
এই নোভেলে অর্থনৈতিক সাম্যহীনতা দেখানো হয়েছে। কিছু শ্রেণীর মানুষেরা কোনভাবেই তাদের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারছিল না। ভ্যালুথা ছিল নিচু শ্রেণি। তাই সে ছিল অনেক গরীব।
5. Political corruption
পলিটিক্যাল করাপশন এর কারণে নিচু শ্রেণিদের অনেক শোষন করা হতো। ভ্যালুথা বেবি কোচাম্মা এর পলিটিক্যাল প্রভাবের শিকার হয়। তার জন্য পুলিশ অফিসার তার উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলে।
আরো পড়ুনঃ Character of Velutha (বাংলায়)