fbpx

Quotations of South Asian and African Literature

Tree Without Roots 

1.Where is your beard , Mian? ( আক্কাস যখন গ্রামে স্কুল খোলার প্রস্তাব দেয় তখন মজিদ তার বিরোধিতা করে তাকে এই প্রশ্ন করে)

2. She who had become the advocate of the village woman before the divine will. ( এখানে রহিমাকে মসজিদের কাছে আসার গেট ওয়ে বা প্রবেশ পথ বলে সম্বোধন করা হয়েছে)

3. There are more tupees than heads of cattle, more tupees than shaves of grass. ( এখানে আইরনিক্যালি গবাদি পশুর চেয়ে টুপিওয়ালার সংখ্যা বেশি বলা হয়েছে)

4. You are all blind. You are ignorant men, men without understanding. How could you left the Mazar of Saint Shah Sadeque unattended like this! ( সাধারণ একটা খবর কে দেখিয়ে সেইন্টের মাজার বলে সে গ্রামবাসীকে বোকা বানায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


5. Now I am the guardian of the Mazar. ( মাজিদ এখানে নিজেকে মাজারের গার্ডিয়ান হিসেবে গর্ব করে বলে)

6. I command the people’s respect. Of course I have change but to be God for the better, I have no reason to be sad. ( হিপোক্রেসি করা শর্তেও সে মানুষের উপরে খবরদারি করা এবং যা কিছু পেয়েছে তাতে সে ঈশ্বরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে)

The God of Small Things

1.He was making an effort to be civil to the photographer while plotting to murder his wife. ( পাপ্পাচি এর মেল ডোমিনেশন টেন্ডেন্সি এখানে ফুটে উঠেছে)

2. It was a little like having to sweep away your footprints without a broom. Or worse, not being allowed to leave footprints at all.( (এখানে তৎকালীন ইন্ডিয়ান সমাজের প্রবলেমস অব দা আনটাচেবল দেখানো হয়েছে।)

3. It was this that grew inside her, and eventually led her to love by night the man her children loved by day. ( ভ্যালুথা এর প্রতি আম্মু এর ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে)

google news

4. There was nothing accidental about what happened that morning … This was an era imprinting itself on those who lived in it. ( এখানে পুলিশ অফিসারের পলিটিক্যাল করাপশন প্রকাশ পেয়েছে)

Kazi Nazrul Islam 

1. “Of equality, I sing man comes first

And there is nothing nobler than him”.( মানুষ যে সবার চেয়ে শ্রেষ্ঠ এটা এখানে বলা হয়েছে)

2. The Mollahs and the Priests

Have closed their doors under lock and keys? ( এখানে মোল্লা ও পুরোহিতকে স্যাটায়ার করা হয়েছে)

3. “I am the spirit of Socrates, the will of Caesar” ( এখানে সক্রেটিস ও জুলিয়াস সিজার এর রেফারেন্স টানা হয়েছে। কারণ সক্রেটিস যুবক ছেলেদের শিক্ষাদান করছিলেন। যেইটা তৎকালীন রুলার রাষ্ট্রদ্রোহ হিসেবে নিয়েছিল)

4. I’m Parashuram’s merciless axe.

I’ll rid the world of all the war mongers*

and bring peace. ( কবি এখানে পরশুরাম এর কুড়াল রেফারেন্স হিসেবে দিয়েছেন ব্রিটিশদের জুলুম এর বিরুদ্ধে শক্তিশালী ওয়েপন হিসেবে। )

5. Are the Hindus are Muslims? 

Who ask this question, ( কবি হিন্দু-মুসলিম বিভেদ ভুলে এক জাতিসত্তায় বিশ্বাসী হতে বলেছেন)

Things Fall Apart

1. But his whole life was dominated by fear, the fare of failure and of weakness. ( এখানে অকঙ্ক এর মনের অবস্থা ও সারা জীবন ধরে যে ভয়ের মধ্যে থেকেছে তা বোঝানো হয়েছে)

2. To show affection was a sign of weakness; the only thing worth demonstrating was strength. ( ইকমিফুনার প্রতি অকঙ্ক এর দুর্বলতা বা আবেগ এখানে ফুটে উঠেছে)

3. That man was one of the greatest men in Umuofia. You drove him to kill him. ( অকনকো এর মৃত্যুর জন্য এই কথাটা অকঙ্ক এর বন্ধু ওবিয়েরিকা একজন হোয়াইট ডেপুটি কমিশনার কে বলেছে)

4. No matter how prosperous a man was, if he was unable to rule his women and his children he was not really a man. ( এখানে অকঙ্ক এর মেল ডমিনেটিং মেন্টালিটি দেখানো হয়েছে) 

Petals of Blood 

1. This world… this Kenya…this Africa knows only one law. You eat somebody or you are eaten. (এই উক্তি ওয়ানজা করেছে নিউ কোলোনিস্ট এক্সপ্লয়েটেশন এর মধ্যে টিকে থাকার জন্য)

2. Would continue the colonial game of roaming others in their sweat, denying them the right to grow full flowers in air and sunlight. ( এখানে ইউরোপিয়ান দের colonization এর ক্ষতিকর দিকটা তুলে ধরা হয়েছে)

3. That’s all she wanted was power, power especially over men’s souls. ( এখানে বলা হয়েছে যে, ওয়ানজা অতীতে বিট্রেড হওয়ার কারণে বর্তমানে ছেলেদের মিথ্যে ভালোবেসে কিভাবে প্রতিশোধ নিচ্ছে)

4. With their hands and songs of courage and hope, to end their oppression and exploitation,,,( এখানে কারেগা এর মাধ্যমে লেখক বেটার ফিউচার ও সুন্দর সমাজের আশা ব্যক্ত করেছেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক