Character of Velutha (বাংলায়)

Analyse the character of Velutha 

তো ভ্যালুথা এর চরিত্র ও চারিত্রিক বৈশিষ্ট্য গুলো তুলে ধরতে হবে।

1.Identify of Velutha

সর্বপ্রথম ভেলুথার পরিচয় জানা প্রয়োজন। ভেলুঠা হচ্ছে একজন খ্রিস্টান। আর vellye Pappen এর ছেলে। তারা মূলত সমাজের নিচু শ্রেণী। যাদেরকে বলা হচ্ছে আন টাচেবল।

2. Velutha’s efficiency or occupation of Velutha

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


ভ্যালুঠা পেশায় একজন কাঠমিস্ত্রি, মেকানিক ও ইঞ্জিনিয়ার। বেবি কোচাম্মা এজন্য তাকে ডক্টর ভ্যালুথা বলেন।

আরো পড়ুনঃ Man is about everything else (বাংলায়)

3. A trade unionist

এরপর ভেলুথা একটা ট্রেড ইউনিয়নে যোগ দেন। আর এদের আন্দোলন ছিল নিচু শ্রেণীর অধিকার নিয়ে। 

4. Velutha as a lover

একসময় ভেলুথা ও আম্মু একে অন্যের প্রেমে পড়ে যান। আর গোপনে তাদের রিলেশনশিপ চালিয়ে যেতে থাকেন। অবশ্যই এই কারণে শেষে ভেলুথাকে মরতে হয়।

google news

5. A victim of social rules

ভেলুথা অবশেষে সামাজিক যে শ্রেণীবিভেদের নীতি এর শিকার হয়। বেবি কোচাম্মা তাকে ফাঁসিয়ে দেয় এবং পুলিশ অফিসার তার উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলে।

আরো পড়ুনঃ Nazrul’s use of mythology in The Rebel (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক