Agamemnon বাংলা সামারি 

Agamemnon বাংলা সামারি 

Basic Information

earn money

1. Title: Agamemnon 

2. Writer: Aeschylus (524-455) BC

3. Written: 5th century BC

4. Genre: Tragedy 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


5. Published: 458 BC

6. SettingTime Setting: 5th century BC, after the Trojan war.

                    Place Setting: Argos, Ancient Greece.

8. Themes: fear, revenge, justice, and judgement.

Characters

Main characters 

1. Agamemnon: The King of Argos, the husband of Clytemnestra. The chief commander of the Greek armies

2. Clytemnestra: Protagonist. Clytemnestra is Agamemnon’s wife.

Secondary Characters 

1.Chorus: The elder citizens of Argos.

2. Cassandra: A Trojan priestess. She is captured by Agamemnon and comes to Argos.

3. Aegisthus: Agamemnon’s cousin, and Clytemnestra’s lover.

Minor Characters

1.The Watchman: He watches the fire signal of Troy’s fall and informs Clytemnestra.

2. The Herald: He brings the Chorus news of Agamemnon’s safe homecoming.

Agamemnon বাংলা সামারি

১.ক্লাইটেমনেসস্ট্রার অপেক্ষা ও গ্রিকদের বিজয়

গ্রিক নগরী Argos এর রাজা হচ্ছেন আগামেমনন এবং তার স্ত্রীর নাম ক্লাইটেমনেসস্ট্রা। গ্রিক নগরী Argos এর রাজপ্রাসাদের ছাদ থেকে একজন পরিদর্শক অপেক্ষা করছে ট্রয় এর বিরুদ্ধে গ্রিকদের বিজয়ের সংকেতের জন্য । আসলে Argos থেকে ট্রয় পর্যন্ত বিভিন্ন পাহাড়ের উপরে একজন করে পরিদর্শক রাখা হয়েছিল ক্লাইটেমনেসস্ট্রা এর আদেশে। আদেশ অনুযায়ী যদি ট্রয়ের পতন ঘটে, তাহলে যেন ট্রয়ের নিকটবর্তী পাহাড়ের উপরে যে পরিদর্শক আছে, সে আগুন জ্বালায়। এভাবেই একের পর এক পরিদর্শক আগুন জ্বালাবে এবং অবশেষে Argos এর পরিদর্শক দেখতে পেয়ে রানীকে এই সুসংবাদ দেবে। Argos এর পরিদর্শক আগুনের সংকেত পায়, যে সংকেতটা গ্রীকদের বিজয় নিশ্চিত করে। এরপর পরিদর্শকটি রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে এবং রানী Clytemnestra কে সুসংবাদটি দেয়। রানী ক্লাইটেমনেসস্ট্রা ১০ বছর ধরে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন। 

২. কোরাসের সাথে ক্লাইটেমনেস্ট্রার কথোপকথন ও ট্রয়ের পরাজয় নিশ্চিতকরণ

এরপরে কোরাস আসে এবং গ্রিক ধর্ম প্রবর্তক Calchas এর ভবিষ্যৎ বাণী  বলে। Calchas বলেছিলেন ট্রয় এর বিরুদ্ধে গ্রীকরা যুদ্ধে বিজয়ী হবে। সে আরো বলেছিল, কিভাবে দেবী আর্টেমিস, আগামেমননকে বাধ্য করেছিল আগামেমনন ও ক্লাইটেমনেসস্ট্রার মেয়ে ইফিজিনিয়াকে উৎসর্গ করতে। দেবী আর্টেমিস হচ্ছেন সমুদ্রের দেবী। তো আগামেমনন ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময়ে দেখে বাতাস অনুকূলে নেই। তাই সে নিজের মেয়েকে উৎসর্গ করে দেবী আর্টেমিসকে সন্তুষ্ট করে সমুদ্রে বাতাস অনুকূলে পাওয়ার জন্য। ক্লাইটেমনেসস্ট্রা অপেক্ষা করছে গ্রিকদের বিজয়ের সুসংবাদের জন্য। তিনি কোরাস দের বলেন গ্রিক সেনাবাহিনী ট্রয়কে পরাজিত করেছে। তখন কোরাস ট্রয়ের পরাজয়ের ধ্বংসাত্মক বিষয়টা উল্লেখ করে। তারা বলে প্যারিস এবং হেলেন এর কারণেই ট্রয়ের পরাজয় হয়েছে। কোরাস প্যারিস এবং হেলেনকে দোষারোপ করে। তারা নিজেদের আলোচনা করে ক্লাইটেমনেসস্ট্রার তথ্য ট্রয়ের পরাজয়ের ব্যাপারে সঠিক হতে পারে। এখানে একজন দূত আসে এবং ট্রয় এর পরাজয় হয়েছে এটা বলে। 

আরো পড়ুন: Iliad Bangla summary

৩. আগামেমনন এর আর্গসে ফিরে আসা

ক্লাইটেমনেসস্ট্রা সিদ্ধান্ত নেয় গ্রিকদের বিজয়ে বড় ধরনের উদযাপন করার জন্য। সে তার স্বামী আগামেমননকে বীরত্বের জন্য অভ্যর্থনা জানাতে চায়। এরপরে কোরাস- হেলেন এবং প্যারিসের কাহিনীটা বলে। তারা দূতের কাছে মেনিলাস সম্পর্কে জানতে চায়। দূত জানায় মেনিলাস সমুদ্রে হারিয়ে গেছে। সে তার কিছু সৈন্যদের নিয়েই সমুদ্রীক ঝড়ের কারণে হারিয়ে গেছে। আগামেমনন নিরাপদে আর্গস এ আসে ক্যাসেন্দ্রাকে নিয়ে। ক্যাসেন্দ্রা হচ্ছে ট্রয়ের রাজা কিং প্রিয়ামের সবচেয়ে সুন্দরী কন্যা। আগামেমনন দেবতাদের ধন্যবাদ জানায় এই যুদ্ধে তাকে রক্ষা করার জন্য। আগামেমনন কোরাস কে বলে সে আর্গস এ  গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ক্লাইটেমনেসস্ট্রা তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায়। সে ক্যাসেন্দ্রা কেউ অভ্যর্থনা জানায়। এরপরে ক্লাইটেমনেসস্ট্রা লালগালিচা বিছিয়ে দেয় আগামেমনন এর জন্য। আগামেমনন বলে এই মর্যাদা শুধুমাত্র দেবতাদের মানায় ,তার নয়। অবশেষে আগামেমনন লাল গালিচার ওপর দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করে।

৪. আগামেমননকে হত্যার ভবিষ্যৎবাণী

ক্যাসেন্দ্রা ভবিষ্যৎ বাণী করে যে, কিছু একটা খারাপ হতে চলেছে। সে কোরাসকে বলে। কিন্তু কেউ তার ভবিষ্যৎ বাণী বিশ্বাস করে না, দেবতা অ্যাপোলো এর অভিশাপের কারণে। ক্যাসেন্দ্রা ভবিষ্যৎবাণী করতে পারতো। কিন্তু সে দেবতা অ্যাপোলো এর ভালোবাসা গ্রহণ না করায়, অ্যাপোলো তাকে এই বলে অভিশাপ দিয়েছিল যে, কেউ তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না।  এদিকে কোরাস ভবিষ্যদ্বাণী করে যে আগামেমনন এর সাথে খারাপ কিছু হতে চলেছে। কারণ সে লালগালিচা এর উপর দিয়ে হেঁটে পাপ করেছে। আর তাই দেবতা অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করবেন। এরপরে ক্লাইটেমনেসস্ট্রা এবং কোরাস , ক্যাসেন্দ্রাকে রাজপ্রাসাদে প্রবেশের জন্য অনুরোধ করে। কিন্তু সে প্রবেশ করতে চায় না। রাগান্বিত হয়ে ক্লাইটেমনেসস্ট্রা ওই জায়গা ত্যাগ করে। ক্যাসেন্দ্রা তখন চিৎকার করে বলে ,তাকে ও আগামেমননকে হত্যা করা হবে। ক্যাসেন্দ্রা কোরাস কে বলে তাদের হত্যাকারী হবে একজন মহিলা, খুব সম্ভবত ক্লাইটেমনেসস্ট্রাই হবে। এরপর কোরাস তাকে বিশ্বাস করেনা। তাই ক্যাসেন্দ্রা হতাশ হয় এবং তার ভাগ্যকে মেনে নেয়। কোরাস আলোচনা করছিল ক্যাসেন্দ্রা এর ভবিষ্যৎবাণী নিয়ে।

৫. আগামেমননকে হত্যা

হঠাৎ করে কোরাস শুনতে পায় আগামেমনন এর চিৎকার। আগামেমনন এবং ক্যাসেন্দ্রা উভয়কে হত্যা করা হয়। কোরাস বলে, ক্যাসেন্দ্রা এবং আগামেমনন এর হত্যাকারী আর্গসকে নিজের দখলে নেবে। তারপর রাজপ্রাসাদের সদর দরজা খোলা হয় এবং ক্লাইটেমনেসস্ট্রা রক্তমাখা হাত নিয়ে বের হয়। সে বলে তার মেয়ে ইফিজিনিয়াকে  আগামেমনন হত্যা করেছিল। তাই সে প্রতিশোধ নিয়েছে। সে ক্যাসেন্দ্রা কেউ হত্যা করে। কারন সে আগামেমনন এর প্রণয়িনী ছিল। কোরাস শোক প্রকাশ করে আগামেমনন এর মৃত্যুতে।

৬. আগামেমননকে হত্যায় এজিসথাসের সাহায্য ও তার সাহায্যের কারণ

এরপরে এজিসথাস  (আগামেমনন এর চাচাতো ভাই) আসে, যে ছিল ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক। সে প্রকাশ করে যে,সে ক্লাইটেমনেস্ট্রাকে সাহায্য করেছে ,আগামেমনন কে হত্যা করার জন্য। সে আরো বলে যে ,পারিবারিক কলহের কারণে সে আগামেমননকে হত্যা করতে সাহায্য করেছে। অনেক আগে এজিসথাসের বাবা থাইস্টেস এর সাথে প্রতারণা করেছিলো অ্যাক্ট্রিয়াস(আগামেমনন এর বাবা)। অ্যাক্ট্রিয়াস ছলনা করে থাইস্ট্রেসকে তার নিজের সন্তানের মাংস খাইয়ে ছিল এবং তাকে বনবাসে দেয়। এজিসথাসকে সাথে নিয়ে থাইস্ট্রেস, আর্গস নগরী ত্যাগ করে। সে অ্যাক্ট্রিয়াসকে এই অভিশাপ দেয় যে, তার পরিবারের কোনো সদস্য ভালোভাবে মৃত্যুবরণ করবে না। এরপর থেকেই শুরু হয় হেরাডিটোরি গিল্ট।

এজিসথাস রাগান্বিত ভাবে কোরাসকে বলে তার সেবা করতে। কিন্তু কোরাস তাকে অপমান করে। তারা বলে, তারা মারা যাবে কিন্তু তারা তার কথা মেনে নেবে না। তারা বলে আগামেমনন এর নির্বাসিত পুত্র Orestes আসবে এবং পিতৃহত্যার প্রতিশোধ নেবে। নাটকটি এভাবে শেষ হয় যে, ক্লাইটেমনেসস্ট্রা এবং এজিসথাস , আর্গস শাসন করছে। প্রহরীরা দরজা পাহারা দেওয়া শুরু করে এবং কোরাস রাজপ্রাসাদ ত্যাগ করে।

আরো পড়ুন: The Waste land Bangla summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক