fbpx

Iliad – বাংলা সামারি 

Iliad – বাংলা সামারি 

Basic Information

1. Title: Iliad

2. Writer: Homer

3. Written: 8th century BC

4. Genre: Epic 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


5. Published:  762 BC, In English 1598.

6. Lines: 15,693

7. SettingTime Setting: 8th century BC

8. Place Setting: Ilion (Troy) and the Greek camp. Ilion is an ancient name for the city of Troy. 

9. Themes: Love and friendship, fate and free will, honor, war and pride.

Characters

google news

They are three (3) groups. 

Group 1: Achaeans, Greeks or Argonauts. 

Group 2: Trojan

Group 3: Gods and Goddesses 

Achaeans, Greeks or Argonauts Characters

1. Achilles: Son of Peleus and the sea-nymph Thetis. The most powerful warrior in The Iliad.

2. Agamemnon: King of Mycenae and leader of the Achaean army. Brother of King Menelaus.

3. Odysseus: King of Ithaca and the cleverest of the Achaean commanders.

4. Diomedes: Bold, Valiant and Brave commander.

5. Patroclus: Achilles’ beloved friend, companion, and advisor. Hector kills him.

6. Great Ajax: The second mightiest Achaean warrior after Achilles.

7. Nestor: King of Pylos and the oldest Achaean commander. Advisor of Agamemnon.

8. Menelaus: King of Sparta; the younger brother of Agamemnon. Husband of Helen.

9. Calchas: A soothsayer. 

10. The Myrmidons: The soldiers under Achilles’ command, hailing from Achilles’ homeland, Phthia.

Trojan 

1. Hector: A son of King Priam and Queen Hecuba, Hector is the mightiest warrior in the Trojan Army. Achilles kills him.

2. Andromache: Hector’s loving wife.

3. Paris (also known as “Alexander”): A son of Priam and Hecuba and brother of Hector. Paris’s abduction of the beautiful Helen, wife of Menelaus.

4. Helen: The most beautiful woman in the ancient world whom Paris abducted. She is the wife of Menelaus.

5. Priam: King of Troy and husband of Hecuba. Priam is the father of fifty Trojan warriors, including Hector and Paris.

6. Hecuba: Queen of Troy, wife of Priam, and mother of Hector and Paris.

7. Chryseis: Chryses’ daughter. He is the priest of Apollo.

8. Briseis: A war prize of Achilles.

Gods and Goddesses 

Gods 

1. Zeus: (Neutral) King of the gods and husband of Hera. 

2. Apollo: (Supports Trojan) Son of Zeus and twin brother of the goddess Artemis. Apollo is god of the sun and the arts, particularly music.

3. Poseidon: (Support Greeks) The brother of Zeus and god of the sea.

4. Hephaestus: (Support Greeks) God of fire and husband of Aphrodite.

5. Ares: (Supports Trojan) God of war and lover of Aphrodite.

6. Hermes: ( Support Trojan) The messenger of the gods.

Goddesses

1. Hera: (Support Greeks) Queen of the gods and Zeus’s wife.

2. Athena: (Support Greeks) The goddess of wisdom. Daughter of Zeus 

3. Aphrodite: (Supports Trojan) Goddess of love and daughter of Zeus.

4. Thetis: (Support Greeks) A sea nymph and mother of Achilles.

5. Artemis: (Trojan side) Goddess of the hunt, daughter of Zeus, and twin sister of Apollo.

Iliad – বাংলা সামারি 

১. ট্রোজান যুদ্ধের পটভূমি

গ্রীকরা আগামেমনন এর লিডারশিপের অধীনে নয় বছর ধরে ট্রোজানদের বিরুIliad – বাংলা সামারি  যুদ্ধ করছে। এর কারণ হচ্ছে আগামেমনন এর ভাই ম্যানিলাস এর স্ত্রী হেলেনকে প্যারিস অপহরণ করে ট্রয়ে নিয়ে এসেছিল। প্যারিস হচ্ছে ট্রয়ের রাজা, কিং প্রিয়ামের পুত্র। কিন্তু সুদীর্ঘ ৯ বছর ধরে যুদ্ধ করার পরেও গ্রীকরা ট্রয় জয় করতে পারেনা। যুদ্ধ চলাকালীন সময়ে আগামেমনন Chryseis নামক একজন ট্রোজান সুন্দরীকে উপহার হিসেবে পায়। আর এদিকে একিলিস পায় Briseis কে।

আরো পড়ুন: The Frogs- বাংলা সামারি

২.আগামেমনন এর Chryseisকে ফিরিয়ে না দেওয়া 

সেই সময়ে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধবন্দী বিনিময় অথবা অর্থের বিনিময়ে বন্দীদের ফিরিয়ে দেওয়ার নিয়ম ছিল। Chryseis এর বাবা Chryses একজন ট্রোজান প্রিস্ট ছিলেন। তিনি মূলত দেবতা অ্যাপোলোর পূজা করতেন। তিনি তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আগামেমননকে অনেক অর্থ অফার করেন। কিন্তু আগামেমনন এই অর্থ গ্রহণ করে না। সে এটা ঘোষণা করে যে, Chryseis কে সে নিজের কাছেই রাখবে, কোনরূপ টাকা গ্রহণ করবে না। 

৩. দেবতা অ্যাপোলোর গ্রীক ক্যাম্পে প্লেগ ছড়িয়ে দেওয়া ও Chryseisকে ফিরিয়ে আনা

এতে Chryses হতাশাগ্রস্থ হয়ে দেবতা অ্যাপোলো এর কাছে সাহায্য চায়। দেবতা অ্যাপোলো তার ডাকে সাড়া দিয়ে গ্রীক ক্যাম্পে প্লেগ রোগ ছড়িয়ে দেন, এতে অনেক গ্রীক সৈন্য মারা যেতে থাকে। তাই আগামেমনন অনেক উদ্বিগ্ন হয়ে ক্যালকাসকে (a soothsayer) ডাকেন। ক্যালকাস তাকে এই পরামর্শ দেয় যে, দেবতা অ্যাপোলো আগামেমনন এর উপর রাগান্বিত হয়ে প্লেগ রোগ গ্রীক ক্যাম্পে ছড়িয়ে দিয়েছে। তাই খুব জলদি Chryseis কে কোনরূপ অর্থ না নিয়েই ফিরিয়ে দিতে হবে। তাই আগামেমনন কোনরূপ অর্থ না নিয়েই Chryseisকে ট্রয়ে ফিরিয়ে দেয় এবং প্লেগ রোগ শেষ হয়ে যায়। 

আরো পড়ুন: Petals of blood Bangla summary

৪. Achilles এর যুদ্ধ না করার সিদ্ধান্ত এবং ট্রোজানদের আক্রমন 

আগামেমনন এবার Achilles এর কাছে থাকা Briseis কে পেতে চায়। Achilles এর ঘোর বিরোধিতা করে। তবুও আগামেমনন বলে, যদি Achilles খুশি খুশি Briseis কে না দেয় তাহলে সে জোর খাটাবে। Achilles এতে খুব অপমানিত অনুভব করে। সে খুব রেগে যায় এবং যুদ্ধ আর না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন এই খবরটা ট্রোজানরা জানতে পারে যে, Achilles আর যুদ্ধ করবে না, তখন তারা সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে গ্রীকদের উপরে আক্রমণ করে। আগামেমনন কোনমতেই আর ট্রোজানদের বিরুদ্ধে পেরে ওঠে না।

৫. সাময়িক শান্তিচুক্তি এবং প্যারিস ও মেনিলাসের মধ্যে যুদ্ধ

তাই সে সাময়িক শান্তিচুক্তি করে। এই সময়টায় প্যারিস ও মেনিলাস এর মধ্যে একটা যুদ্ধ (duel) হয়। এর শর্ত এমন ছিল যে, যদি মেনিলাস জেতে তাহলে হেলেনকে নিয়ে তারা গ্রিসে ফিরে যাবে। আর যদি প্যারিস যেতে তাহলে হেলেনকে ছাড়াই গ্রীকরা ফিরে যাবে। এই যুদ্ধে প্যারিস যখন পরাজিত হতেই চলেছিল, তখন Aphrodite তাকে রক্ষা করে। তিনি হেলেনকে পাঠিয়েছিলেন মেনিলাস এর মনোযোগ যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার জন্য।

৬. ট্রোজানদের আক্রমন বাড়িয়ে দেওয়া 

এরপর আবারো যুদ্ধ শুরু হয়। এবার গ্রিকদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে, ট্রোজানরা তাদের নৌকা পর্যন্ত চলে গিয়েছিল। গ্রীকরা কোনভাবেই জিততে পারে না বরং তাদের অবস্থার আরো অবনতি হয়। এমনকি গ্রিকদের মহান যোদ্ধা Diomedes এর বীরত্ব নিস্ফল হয়। ট্রোজানদের সাথে যুদ্ধে গ্রীকরা পরাজিত হয়ে পিছু হটতে থাকে এমনকি  গ্রীকরা  তাদের দুর্গ পর্যন্ত প্রায় আসতে বাধ্য হয়। ট্রোজান সৈন্যরা রাতের আঁধারে গ্রীকদের ওপর হামলা করে এবং অনেক সেনাপ্রধান আহত হয়। গ্রীকদের দুর্গ গুলো ক্ষতিগ্রস্ত হয়। ট্রোজান সৈন্যরা গ্রিকদের ক্যাম্পের কাছাকাছি চলে আসে এবং একটি জাহাজে আগুন ধরিয়ে দেয়। গ্রীকদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা এখন ধ্বংসের পথে। 

৭. Achilles এর বেশে Patroclus এর যুদ্ধে অংশগ্রহণ ও তার মৃত্যু 

Achilles তার সাথীদের কথা বিবেচনা করে Nestor এর পরামর্শে Patroclus( Achilles’s friend) কে Achilles এর জায়গায় স্থলাভিষিক্ত করে এবং Achilles তার বর্ম  Patroclus কে দেয়। Achilles  এর জায়গায় Patroclus যুদ্ধ করে এবং ট্রোজানদের পিছু হটতে বাধ্য করে। কিন্তু শীঘ্রই Apollo , Patroclus এর বিষয়টা ফাঁস করে(Achilles এর বর্ম পরে Achilles যুদ্ধ করছিল না, যুদ্ধ করছিল Patroclus) । Hector , Patroclus এর শিরশ্ছেদ করে। গ্রীকরা এবং ট্রোজানরা উভয়ই Patroclus এর দেহ এবং তার পরিহিত Achilles এর বর্ম দাবি করে। Hector বর্মটি নিয়ে যায় এবং Menelaus এর সাহায্যে Patroclus এর দেহ গ্রীকরা তাদের ক্যাম্পে আনতে সমর্থ হয়।

আরো পড়ুন: The Frogs- বাংলা সামারি

৮. Hector এর উপরে Achilles এর প্রতিশোধ 

যখন Achilles শোনে যে Patroclus কে Hector হত্যা করেছে তখন সে খু্বই ক্রোধান্বিত হয়। Achilles আবার গ্রীকদের হয়ে যুদ্ধ করার মনস্থির করে। Achilles  এর মা Thetis  মাউন্ট অলিম্পাসে  যায় এবং  দেবতা Hephaestus কে বলে নতুন বর্ম তৈরি করে দিতে Achilles এর জন্য। পরের দিন সকালে বর্মটি Thetis  তার পুত্র Achilles কে দেয়। Achilles তখন গ্রিক সেনাপ্রধান হয়ে যুদ্ধ শুরু করে। Hector ভাবতেও পারেনি Achilles আবার যুদ্ধ শুরু করবে। Hector তার সৈন্যদের ট্রয় নগরীর দেয়ালের বাহিরে ক্যাম্প করার আদেশ দেয়। কিন্তু Achilles কে দেখে ট্রোজান সৈন্যরা ভয়ে ট্রয় নগরীর দেয়ালের ভেতরে চলে আসে। 

অবশেষে Achilles এবং Hector একে অন্যের মুখোমুখি হয়। Hector পলায়ন করতে চায় না। Achilles , Hector কে তিনবার ট্রয় নগরীর দেয়ালের পরিধি ঘুরে ধাওয়া করে। Athena একটি কৌশল অবলম্বন করে এবং Hector কে ঘুরিয়ে দেয় আর Achilles এর সাথে অবশেষে Hector যুদ্ধ করে। Achilles ও Hector এর মধ্যে যুদ্ধে Achilles, Hector কে হত্যা করে। Hector এর মৃতদেহের পায়ের সাথে  দড়ি  Achilles তার রথের পেছনে বাঁধে এবং সমস্ত যুদ্ধক্ষেত্র হয়ে গ্রিক ক্যাম্পে পৌঁছায়। Achilles আসার পরে গ্রীকরা Patroclus এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। পরবর্তী ৯ দিন ধরে Hector এর মৃতদেহের পায়ের সাথে দড়ি বেঁধে  Patroclus এর অন্ত্যোষ্টিক্রিয়ার চারপাশে Achilles ঘোড়ায়। 

9. Hector এর অন্ত্যেষ্টিক্রিয়া

অবশেষে দেবতারা এটা ভাবে যে Hector এর সঠিকভাবে সমাহিত হওয়া দরকার। দেবতা Zeus  আরেকজন দেবতা Hermes কে পাঠায় Priam ( Father of Hector) রাজা কে Hector এর মৃতদেহ পেতে ও Priam কে সাহায্য করার জন্য‌ গ্রীক ক্যাম্পে। Priam কান্নারত অবস্থায় Achilles এর কাছে মিনতি করে Hector এর মৃতদেহ ফিরিয়ে দেওয়ার জন্য। Priam, Achilles কে তার পিতা Peleus এর কথা স্মরণ করিয়ে দেয়। অবশেষে Hector এর মৃতদেহ Achilles ফিরিয়ে দেয়। উভয় দলই সাময়িকভাবে যুদ্ধবিরতি নেয় এবং Hector এর বীরত্বসূচক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

আরো পড়ুন: The Waste Land Bangla Summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক