fbpx

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিগত সালের (২০১৬) ব্রিফ প্রশ্নের উত্তর

(ক) বঙ্গভঙ্গ হয় কত সালে?

Ans: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।

(খ) জনসংখ্যা কাঠামো কী?

Ans: জনসংখ্যার অঞ্চলভিত্তিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা ও শ্রমশক্তির উপর ভিত্তি করে জনসংখ্যা বিশ্লেষণকেই জনসংখ্যা কাঠামো বলা হয়।

(গ) লেভিরেট বিবাহ কী?

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Ans: মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াই লেভিরেট বিবাহ।

(ঘ) জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কী?

Ans: ১. রক্তসম্পর্কীয় বন্ধন; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন; ৪. প্রথাগত বন্ধন।

(ঙ) স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার?

Ans: দুই প্রকার।

(চ) দারিদ্র্যসীমা কী?

google news

Ans: দারিদ্র্যসীমা হলো কোনো ব্যাক্তির সেই পরিমান উপার্জন  যা দিয়ে সে তার নূন্যতম মৌলিক চাহিদা পূরণে সক্ষম হয়।

(ছ) কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?

Ans: ১৯৫০ সালে।

(জ) অতিনগরায়ন কী?

Ans: একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙিক্ষত ও অবাঞ্চিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ন বলে।

(ঝ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?

Ans: লর্ড কর্নওয়ালিস।

(ঞ) ‘Parole শব্দের অর্থ কী?

Ans: শর্তসাপেক্ষে মুক্তি।

(ট) সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

Ans: পরিবার।

(ঠ) ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

Ans: অধ্যাপক কবীর চৌধুরী।

Study More: বাংলাদেশের সমাজবিজ্ঞান বিগত সালের (২০১৫) ব্রিফ প্রশ্নের উত্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক