Cat in the Rain Bangla Summary
Key Facts
- Writer: Ernest Hemingway (1899-1961)
- Full Title: “Cat in the Rain”
- Published Date: 1925, In Our Time
- Written Date: 1923-1925
- Genre: Short Story
- Time Setting: 1920s
- Place Setting: Italy
Symbols
- The Cat: Loneliness, Vulnerability
- The War Monument: Destruction and violence of the First World War
Themes:
- Longing and disappointment: The unnamed American wife wants a cat. It is her desire. But she cannot find the cat and becomes disappointed.
- Loneliness and isolation: The wife feels loneliness even on her vacation. Her husband is always busy with books. She wants a cat to remove loneliness.
- Gender roles and femininity: The short story shows masculinity through the character of George. The American wife wants to have long hair, but her husband doesn’t allow it.
- War: The war monument is mentioned several times in this story. It reflects the First World War.
Selected Quotation
“I want to pull my hair back tight and smooth and make a big knot at the back that I can feel,” she said. “I want to have a kitty to sit on my lap and purr when I stroke her.”
Explanation: The American wife says to her husband. She expresses her desire to have a cat and long hair. The American wife is very submissive and dominated by her husband, George.
“And I want to eat at a table with my own silver and I want candles. And I want it to be spring and I want to brush my hair out in from of a mirror and I want a kitty and I want some new clothes.”
Exp: The American wife says to her husband. She shows a list of her desires and expectations.
“Oh, shut up and get something to read,”
Exp: George says to his wife. He reacts this way while his wife expresses her interests. He is not eager to hear her words.
“I get so tired of it,” she said. “I get so tired of looking like a boy.”
Exp: The American wife says to her husband. She wants long hair and looks like a proper girl. But her husband doesn’t let her do so.
“The wife liked [the hotel-keeper]. She liked the deadly serious way he received any complaints. She liked his dignity. She liked the way he wanted to serve her.”
Exp: Narrator says. The American wife likes the way the hotel-keeper treats her. He never gets that much attention from her husband.
Background: হ্যামিংওয়ে তার স্ত্রীকে উৎসর্গ করে এই গল্পটি লিখেছেন। তারা প্যারিসে থাকতেন। কাজের জন্য হ্যামিংওয়ে কয়েক ঘন্টার জন্য বাহিরে গেলে তার স্ত্রী হ্যাডলি খুব একাকিত্ব বোধ করেন। এই একাকিত্ব দূর করতে তিনি তার কাছে একটি বিড়াল আবদার করেন। এই ঘটনার প্রেক্ষিতেই তিনি এই ছোট গল্পটি লেখেন।
Characters
- The American Wife: The protagonist. She represents the modern wife.
- George: Husband of the American Wife. He is more concerned about his own needs rather than his wife.
- The Hotel Owner: Old fashioned man who sends a cat to the American Wife as a gift.
Cat in the Rain Bangla Summary
বৃষ্টিতে ভিজতে থাকা বিড়াল: “Cat in the Rain” ছোট গল্পটি এমন একটি আমেরিকান দম্পতিকে নিয়ে লেখা যারা ইটালির একটি হোটেলে ছুটি কাটাতে যায়। হোটেলটি সমুদ্রমুখী এবং সেখানে খুব সুন্দর বাগান ও যুদ্ধের স্মৃতিস্তম্ভ আছে। পুরো গল্প জুড়েই বৃষ্টি হয় এবং দম্পতিটি হোটেলে আটকা থাকে। স্ত্রী জানালা দিয়ে বাহিরে বৃষ্টি দেখতে থাকে। এমন সময় সে টেবিলের নিচে একটি ভেজা বিড়ালকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে। সে বিড়ালটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়।
হোটেল কিপারের সাথে সাক্ষাৎ: সিঁড়ি দিয়ে নামার সময় হোটেল মালিকের সাথে তার দেখা ও কিছু কথা হয়। সে হোটেল মালিকের কথাবার্তা অনেক পছন্দ করে। মালিক তাকে যেভাবে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে সেটা তাকে মুগ্ধ করে। তার স্বামী তার সাথে কখনওই সম্মানের সাথে কথা বলেনি।
আরো পড়ুন: The Luncheon Bangla Summary
হতাশা এবং একাকিত্ব: আমেরিকান স্ত্রী দরজার কাছে যায়, তখন হোটেল মালিক একজন মেইডকে ছাতা হাতে পাঠিয়ে দেন যেন আমেরিকান স্ত্রী বৃষ্টিতে না ভিজে যায়। কিন্তু তারা বাহিরে পৌঁছে দেখে বিড়ালটি আর সেখানে নেই। মন খারাপ করে আমেরিকান স্ত্রী রুমে ফিরে আসে। সে কি চায় তা নিয়ে তার স্বামীর সাথে কথা বলে। সে নিজের জন্য কিছু জিনিস চায়। সে বড় চুল রাখতে চায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে সেই চুল চিরুনী করতে চায়। এছাড়া সে একটি বিড়ালের বাচ্চা চায়। এদিকে তার স্বামী জর্জ আপন মনে বই পড়েই যাচ্ছে। তার স্ত্রীর কথার প্রতি যেন মনোযোগই নেই। গল্পের শেষে হোটেলের মেইড একটি বড় বিড়াল আমেরিকা স্ত্রীর জন্য নিয়ে আসেন যেটা হোটেলের মালিক তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন।