Civil Disobedience in respect of its theme and style (বাংলায়)

Evaluate Thoreau’s essay Civil Disobedience in respect of its theme and style. 

earn money

তো এখানে Thoreau এর প্রবন্ধ Civil Disobedience এর থিম এবং স্টাইল আলোচনা করতে হবে।

Themes

1.The Importance of Individual Conscience

তো থরো মনে করেন যে অন্যায় প্রবন্ধ যেসব আইন তা রুখে দিতে মানুষ আন্দোলন করতেই পারে। এটা তার দায়িত্ব। তিনি এটাও বলছেন যে মানুষ যেন অন্ধভাবে রাষ্ট্রের নিয়ম অনুসরণ না করে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


3.The Relationship between the Individual and the State

থরো এটা বলেন যে সরকার তখনই যোগ্য হবে যখন সে তার জনগণের বিষয়টা দেখবে। তিনি আরো বলেন সবার উচিত রাষ্ট্রের প্রতি অনুভূত দেখানো এবং সরকারের উচিত জনগণের প্রতি আনুগত্য দেখানো অর্থাৎ জনগণের সেবা করা।

আরো পড়ুনঃ F.R. Leavis as a Literary Critic – বাংলায়

3.Non-Violent Resistance

অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের জন্য নন ভায়োলেন্স পলিসি এপ্লাই করতে বলেছেন থরো। তিনি এই আন্দোলনকেই সবচেয়ে উপযুক্ত এবং শক্তিশালী বলে উল্লেখ করেছেন।

4.The Importance of Nature

স্পিরিচুয়াল ও ইমোশনাল দিক দিয়ে সমৃদ্ধ হতে এবং ইন্ডিভিজুয়ালি সমৃদ্ধ হতে প্রকৃতির গুরুত্ব অপরিসীম। থরো এর মতে প্রকৃতি হচ্ছে প্রকৃত জ্ঞানের উৎস। তিনি এটা মনে করেন প্রকৃতিকে ধ্বংস করা মানে মানব সভ্যতার সমস্যা সৃষ্টি করা।

5. Self-Reliance

থরো মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে বলেছেন। মানুষকে যেন জ্ঞান শক্তি-সামরথে অন্যের উপরে নির্ভর করতে না হয়, সে ব্যাপারে তিনি জোর দিয়েছেন।

Styles

তো তিনি তার এই প্রবন্ধে নিচের স্টাইল ব্যবহার করেছেন।

  1. Personal and reflective style

এটা দ্বারা বোঝানো হয়েছে থরো এখানে নিজের অভিজ্ঞতা থেকে সব শেয়ার করেছেন। তিনি যে ট্যাক্স দিতে চাননি ইচ্ছাকৃতভাবেই, তাও তিনি উল্লেখ করেছেন।

  1. Persuasive style

এই স্টাইল দ্বারা রিপিটেশন এবং পারালিজম দেখানো হয়েছে। অর্থাৎ অন্য কোন সোর্স থেকে নেওয়া তথ্য তিনি ব্যবহার করেছেন এবং অন্য কারো সাথে সাদৃশ্য দেখিয়েছেন।

আরো পড়ুনঃ Three Main Influences on the American Scholar (বাংলায়)

  1. Philosophical style

নেচার অফ গভর্নমেন্ট প্রকাশ করতে থরো ফিলোসফিক্যাল স্টাইল ব্যবহার করেছেন। থরো মনে করেন যে জনগণের সরকারের আনজাস্ট ল ভঙ্গ করার অধিকার আছে।

  1. Literary style

ইমাজারি ও পাওয়ারফুল মেটাফোর ব্যবহার করে এই প্রবন্ধ লেখা, তাই একে লিটারেরি স্টাইল বলা হয়েছে।

  1. Inspirational style

থরো অবশেষে সবাইকে এই বিষয়ে ইন্সপায়ার করেছেন যে যদি কখনো তারা অন্যায় দেখে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্যায় যদি কোন সরকারও করে তবুও যেন জনগণ চুপ না থাকে এবং তার বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়।

আরো পড়ুনঃ Leavis’s Objections to Wordsworth’s Theory of Poetry

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক