fbpx

F.R. Leavis as a Literary Critic – বাংলায়

F.R. Leavis as a Literary Critic – বাংলায়

1.The Great Tradition

লেভিস দেখিয়েছেন যে অষ্টাদশ শতক এবং উনবিংশ শতকের প্রথমদিকে লেখকেরা যথেষ্ট ইন্টেলেকচুয়াল ছিলেন। অস্টিন, হেনরী জেমস, জোসেফ কনরাড এরা সবাই অনেক বেশি ইন্টেলেকচুয়াল রাইটার ছিলেন। তারা মানুষের অস্তিত্ব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং মানুষের জীবনের অভিজ্ঞতাও নিজেদের লেখনীতে তুলে ধরেছেন।

2.Close Reading

একটা টেক্সট বোঝার ক্ষেত্রে ক্লোজ রিডিং খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গভীরভাবে এই টেক্সট পড়া। আর লেভিস এই বিষয়ে যথেষ্ট গুরুত্বারোপ করেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরোঃ Three Main Influences on the American Scholar

3. The Importance of Moral Values

লেভিস বিশ্বাস করতেন যে, লিটারেচার মোরাল শিক্ষা বহন করে। যা কিনা সমাজের ভ্রান্ত ধারণা এবং সমাজকেই পরিবর্তনের সাহায্য করে। তিনি রাইটারদেরকে মোরাল লেসনের প্রতি জোর দিয়ে লিখতে বলেছেন।

4. The Critic’s Role

লেভিস এটা বলেছেন যে একজন লিটারেরি ক্রিটিকের লিটারারি ওয়ার্ক অ্যানালাইসিস করে এর বিষয়ে বস্তু, মোরাল লেসন বের করতে হবে। মানুষকে কোন টেক্সট খুব সুন্দর করে বোঝাতে ক্রিটিকদের অবদান অসামান্য।

5. The Relationship between Literature and Society

google news

লেভিস এটা বিশ্বাস করতেন যে লিটারেচার সরাসরি সমাজের সাথে সম্পৃক্ত। তিনি এটাও বিশ্বাস করতেন যে, লিটারেচারের সমাজের রীতিনীতি এবং মূল্যবোধ পরিবর্তনের পাওয়ার আছে। এজন্য তিনি লেখকদের এই পরামর্শ দিয়েছেন যে, তাদের উচিত সমাজের কল্যাণে লিটারেচারে সামাজিক বিভিন্ন খারাপ দিক তুলে ধরা এবং পরিবর্তন আনা।

আরোঃ Leavis’s Objections to Wordsworth’s Theory of Poetry

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক