Question: Discuss Elizabeth’s first impression to Darcy
ডার্সিকে দেখে এলিজাবেদের প্রথম অনুভূতি পজিটিভ এবং নেগেটিভ উভয়টাই ছিল।
Pride and Arrogance: প্রথম দেখাতেই এলিজাবেথ বুঝে নেয় যে ডার্সি একজন দাম্ভিক প্রকৃতির মানুষ। তার দাম্ভিকতা তার কথার মধ্যেই বোঝা যাচ্ছিল, যা কিনা সে অন্যদের সাথে কথা বলার সময়ে প্রয়োগ করছিল।
Social Prejudice: এলিজাবেথের ডার্সির প্রতি গোড়ামী উইকহাম এর কথার কারণে তৈরি হয়েছিল।
আরো পড়ুনঃ Consider Phaedra as a Tragedy of Unrequited Love (বাংলায়)
Physical Attractiveness: ডার্সির সম্পর্কে নেগেটিভ ধারণা থাকার পরেও এলিজাবেথ তার শারীরিক এট্রাকটিভনেস দেখে তার প্রতি আসক্ত হয়। আর এটাই মূলত তার ভেতরে কনফ্লিক্ট তৈরি করে।
Reserved Nature: ডার্সি ছিল কিছুটা সংযত প্রকৃতির। এজন্য এলিজাবেথ তাকে দেখে সর্বপ্রথম একটু অহংকারী এবং অসামাজিক মনে করে।
আরো পড়ুনঃ How Does Aristophanes Blend Satire and Fantasy in “The Frogs”? (বাংলায়)
Change of Heart: এই নোভেল আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলে, এলিজাবেথ ডার্সির সম্পর্কে খুব ভালো করে জানতে পারে এবং তার ভুল ধারণাগুলো ভাঙতে শুরু করে।