fbpx

Estragon and Vladimir are Waiting for Godot Everybody’s Waiting for Something Unattainable.(বাংলায়)

Question: Estragon and Vladimir’s Waiting for Godot is everybody’s waiting for something unattainable.

Waiting for Godot একটা বিখ্যাত নাটক যেখানে এস্ট্রাগন এবং ভ্লাদিমিরের গডটের  জন্য অপেক্ষা করাকে বোঝানো হয়েছে দুর্লভ কোন কিছুর জন্য মানুষের যে দীর্ঘ সময় অপেক্ষা করার অভিজ্ঞতা সেটাকে। এখানে এস্ট্রাগন এবং ভ্লাদিমির মূলত অনিশ্চিত কোন কিছুর জন্য অপেক্ষা করছে। আর গডট চরিত্রটি যে কখনো এসে পৌঁছায়নি অন্যতম শক্তিশালী একটি চরিত্র পৃথিবীর মানুষদের দিক থেকে যার জন্য সবাই অনন্তকাল অপেক্ষা করতেই থাকে।

অপেক্ষা করার ধরন:  নাটকটি শুরু হয় এস্ট্রাগন এবং ভ্লাদিমিরের গডট নামক এক চরিত্রের জন্য অপেক্ষা করার মধ্য দিয়ে যে কখনো পৌঁছায়নি এবং পৌঁছাবেও না। তাদের অপেক্ষা করাই মূলত নাটকের প্রধান কার্যক্রম এবং এটা মানুষের অবস্থার জন্য একটা উদাহরণ মাত্র। অস্তিত্ব বাদের এই সংগ্রাম উঠে আসে তাদের এই অপেক্ষা করার মাধ্যমে। 

আরো পড়ুনঃDiscuss Robert Frost as a Modern Poet. (বাংলায়)

গড এর ধরন: এস্ট্রাগন এবং ভ্লাদিমির গডটের জন্য অপেক্ষা করছে যে একজন রহস্যময় চরিত্র। তারা দুজনের খুব ইচ্ছা তার সাথে দেখা করা যদিও এটা অনিশ্চিত। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


চিরস্থায়ী অপেক্ষা: পুরো নাটক জুড়ে এস্ট্রাগন এবং ভ্লাদিমির চক্রাকারে অপেক্ষা করতে থাকে যে গডট আসবে। কিন্তু তাদের অপেক্ষা দীর্ঘ সময় ধরে হয়ে যায় যেটা আমরা নাটকে দেখতে পাই।

আশা এবং নিরাশার চক্রাকার: পুরো নাটক জুড়ে এস্ট্রাগন এবং ভ্লাদিমির আশা করে থাকে যে গড়ট আসবে এবং তাদের জীবনের সমস্যা গুলো সমাধান হবে। যদিও তাদের প্রতিটি দিন আশার সাথে শুরু হলেও শেষ হতো হতাশার সাথে কারণ গডট আসেনি। জীবনের এই আশা এবং হতাশার যে চক্র সেটা কখনোই সম্পূর্ণরূপে শেষ হবে না এবং এটাই মূলত হতাশার ধারণাকে তুলে ধরে।

আরো পড়ুনঃDiscuss the Mysticism in Emily Dickinson’s Poetry. (বাংলায়)

অপেক্ষা একটা ক্ষোভ: এস্ট্রাগন এবং ভ্লাদিমির অপেক্ষা করতে থাকে যেটা দ্বারা তাদের সময় অতিবাহিত হয়ে যায় এবং তাদের অস্তিত্ব থেকে তাদেরকে দূরে রাখা হয়। তারা বিভিন্ন কথাবার্তা বলে হাস্য রসাত্মক ভঙ্গি করে এবং বিভিন্ন খেলা আবিষ্কার করে যার দ্বারা ব্যস্ত থাকে। এটা মূলত মানুষের সেই দৃষ্টিভঙ্গির দিকটা উপস্থাপন করেছে যেখানে মানুষ তাদের অনিশ্চয়তা এবং শূন্যতা থেকে দূরে থাকার জন্য বিভিন্ন ধরনের পরিস্থিতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়।

চিরস্থায়ী অপেক্ষা: এই নাটকের অপেক্ষা মূলত অনিশ্চিত কোন কিছুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করাকে তুলে ধরে যেটা মানুষের জীবনে ঘটে থাকে। এটা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় যেমন ভালোবাসার জন্য অপেক্ষা, সফলতার জন্য অপেক্ষা এবং ভাল ভবিষ্যতের জন্য অপেক্ষা করা। দর্শকরা নাটকের এই চরিত্রের অপেক্ষা করার সাথে তারা নিজেদেরকে মিলাতে পারে যে কোন কিছু পাওয়ার আশায় তারা কত কিছুই না করে।

আরো পড়ুনঃCritically Analyze the Poem “I Felt a Funeral in My Brain” by Emily Dickinson. (বাংলায়)

google news

ওয়েটিং ফর গডট এমন একটি বিষয়বস্তুকে তুলে ধরে যেটা হচ্ছে প্রত্যেকেই দুর্বার কোন কিছুর জন্য অপেক্ষা করছে। এই নাটকটি দর্শকদের মনের ভেতরে তাদের নিজেদের অপেক্ষা করাকে মনে করিয়ে দেয় এবং ভবিষ্যতে ভালো কোন কিছুর জন্য তাদের যে ইচ্ছা সেটাকেই তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক