fbpx

How to Write a Problem-Solution Essay? (কিভাবে একটি Problem-Solution Essay লিখতে হয়?)

How to Express a Solution to a Problem?

Non-Fiction লেখার একটি জনপ্রিয় ধরণ হলো Problem-solution লেখা। এখানে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সমস্যা উপস্থাপন করে তার সমাধান চাওয়া হয়। এই ধরণের লেখায় সমস্যা এবং সমাধান উভয় অংশের ওপরেই সমান গুরুত্ত্ব আরোপ করা হয়।

এই ধরণের লেখার জন্য একজন শিক্ষার্থীকে কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। সম্পূর্ণ লেখাকে তিনটি ভাগে ভাগ করতে হয়। মূলত, এই স্টেপ গুলো অনুসরণ করেই একটি কার্যকরী Problem-solution লেখা সম্ভব। এখন সেগুলো শেখা যাক।

The introduction: প্রথমে, 2-3টি বাক্যের মধ্যে প্রশ্নটি ব্যাখ্যা করি এবং তারপর একটি মূল কারণ এবং তা সম্পর্কিত সমাধান বর্ণনা করি।

Main body paragraph: এই অংশটি একটি topic sentence দ্বারা আরম্ভ হবে। এই topic sentence মোট লেখার সারাংশ তুলে ধরবে। এর পরে সমস্যা সম্পর্কিত কারণ বর্ণনার মাদ্ধমে বাকি লেখা আরম্ভ করতে হবে। এরপরে লেখাটিকে সম্প্রসারিত করতে কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা যুক্ত করতে হবে।

Concluding Part: সবশেষে এই অংশে কিছু উদাহরণের মাদ্ধমে উক্ত সমস্যা এবং সমাধান কে পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


To Study an Example (উদাহরণ দেখতে): Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক