fbpx

How Does Eliot link the past and the Present in The Waste Land? (বাংলায়)

Question: How does Eliot make a link between the past and the present in The Waste Land?  Or, Comment on T. S. Eliot’s use of myth in The Waste Land. Or, How does T. S. Eliot make a link between the past and present in The Waste Land? Or, How has the poet fused the past and the present in The Waste Land? Or, Comment on the use of myths in The Waste Land. Or, Discuss parallelism in The Waste Land.

T.S. Eliot বিভিন্ন পৌরণিক গল্প বর্ণনার মাদ্ধমে অতীতের সাথে বর্তমানের সংযোগ দেখিয়েছেন। আমরা এখানে সেই ঘটনাগুলো প্রত্যক্ষ করবো:

The Protagonist Tiresias: গল্পের প্রোটাগোনিস্ট অতিত এবং বর্তমান উভয় সময়েই বিরাজমান। তিনি কিং ঈডিপাসের সময়ের কুলসিত রাজ্যকে বিংশ শতাব্দীর আধুনিক আত্মিক ভাবে ভঙ্গুর পৃথিবীকে সংযুক্ত করেছেন।

আরো পড়ুনঃExplain the Significance of the Title, The Love Alfred Prufrock. (বাংলায়)

Vegetation and Fertility Myth: প্রকৃতির দুই ঋতু শীতকাল এবং বসন্ত কাল. শীতকাল মৃত্যুর এবং বসন্ত পুনর্জন্মের প্রতিনিধিত্ব করে. আর এই গল্পের প্রথম অংশে আমরা খৃষ্ট ধর্মে পুনর্জাগরণের কথা দেখতে পাই. বলা হয়ে থাকে যীশু সেই সময়ের মানুষদেরকে জাগিয়ে তুলতে পারলে এখনকার মানুষদেরকেও পারবেন। আর এভাবেই অতীতের সাথে বর্তমানের সংযোগ দেখানো হয়েছে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


The Fisher King and the Quest for the Holy Grail: ফিশার কিং তার রাজ্যের মেয়েদেরকে যৌন হয়রানি করে যার ফলে রাজ্যে দুর্ভোগ নেমে আসে. আর আধুনিক বিশ্বের মানুষেরা তাদের অপকর্মের মাদ্ধমে সমাজকে কুলসিত করে ফেলেছে। এখানে এভাবেই অতীতের সাথে বর্তমান কে মিলানো হয়েছে।

আরো পড়ুনঃWrite a Short Note on Spiritus Mundi.(বাংলায়)

Biblical Waste Land: Prophet Ezekiel তার আদিবাসীদেরকে এক স্রষ্টার প্রার্থনা করতে বলেছেন। কিন্তু তারা তা না করে রাজ্যে দুরাবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে আধুনিক বিশ্ব ও তার স্বাভাবিক অবস্থান হারিয়ে ফেলেছে।

পরিশেষে আমরা বলতে পারি লেখক খুব সফলতার সহিত বিভিন্ন পৌরণিক ঘটনা বর্ণনার মাদ্ধমে অতীতের সাথে বর্তমানকে সংযুক্ত করেছেন।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক