fbpx

Write a Short Note on Spiritus Mundi.(বাংলায়)

Question: Write a short note on Spiritus Mundi.

Spiritus Mundi কবি ইয়েটস এর একটা কনসেপ্ট। এর দ্বারা মূলত কালেক্টিভ আত্মাকে বোঝানো হয়েছে। এটা প্রকাশ করে যে সকল জ্ঞান এবং ইতিহাসের সাথে নিজস্ব সচেতনতা দ্বারা পরিচিত হওয়া সম্ভব।

Origin: দা সেকেন্ড কামিং কবিতায় ইয়েটস স্পিরিটাচ মুন্ডি ব্যবহার করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরের অস্থির অবস্থায় এবং নিশ্চয়তা নির্দেশ করতেই কবি স্পিরিটাস মুন্ডি ব্যবহার করেছেন।

আরো পড়ুনঃDepict the Life of the Waste Landers (বাংলায়)

Image: স্পিরিটাস মুন্ডি মিশরের স্পিহিংস এর মতো। এর মাথা মানুষের মতো এবং বডি সিংহের মতো। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Symbolism: স্পিরিটাস মুন্ডি মূলত ব্যক্তিগত এবং ইতিহাস গত বিষয়গুলো ইন্ডিকেট করে। মানুষের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং সংস্কৃতির সাথে বর্তমান সমাজের এটি একটা মিল দেখায়।

আরো পড়ুনঃWhy is London Called an “Unreal City” in “The Waste Land”?(বাংলায়)

Role in “The Second Coming”: এই কবিতায় করিব সাথে স্পিরিটাস মুন্ডির একটা সংযোগ দেখানো হয়েছে।

A Changing World: ইয়েটস খেয়াল করেন যে, পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে দিয়ে অতিক্রম করছে। এই কারণে আগের সব নিয়ম-নীতি ও‌ বিশ্বাস ভেঙে যাচ্ছে। স্পিরিটাস মুন্ডি একটা একত্রি করনের শক্তি হিসেবে এই পরিবর্তনগুলো রুখতে পারে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক