fbpx

How Long Will Emily Dickinson Continue Bringing the Alcohol or Nectar from Nature in the poem “I Taste a Liquor.”(বাংলায়)

Question: How long will Emily Dickinson continue drinking the alcohol or nectar from Nature in the poem “I taste a liquor.”

 Emily Dickinson তার “I taste a liquor never brewed,” কবিতায় কাব্যিক ভাষা ব্যবহারের মাধ্যমে নিজের মনকে প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে বিশুদ্ধ করার অভিজ্ঞতার কথা বলেছেন। এখানে লিকর শব্দ দ্বারা মানসিক সমৃদ্ধিকরণ কে বোঝানো হয়েছে।

এই কবিতার কনসেপ্ট মূলত মাতাল হয়ে বেঁচে থাকা। কবি এতটাই মাতাল হতে চান প্রকৃতির মধ্যে যাতে করে অ্যাঞ্জেলরাও তার খুশি দেখার জন্য তার জানালার কাছে এসে হুমরি খেয়ে পড়ে।

আরো পড়ুনঃShow the Racial Inequality in the Poem I, too, Sing America. (বাংলায়)

কবি আমাদেরকে বলেছেন যে তিনি মূলত সার্বজনীন জীবন পেতে চান কারণ তার সমসাময়িক লোকজন টাকা সম্পদ ও ক্ষমতার পেছনে তখন ছুটে বেড়াচ্ছিল। তখন চারিদিকে ছিল দুর্নীতি মাদক এবং যৌনতা। অথচ তারা অমরত্ব লাভের কোন চেষ্টা করছিল না যার মধ্য দিয়ে এই দুর্নীতিগ্রস্ত পৃথিবী থেকে সৃষ্টিকর্তার কাছে যাওয়া যায়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃHow Does Whitman Describe the Beauties of His “Own Manhattan”? (বাংলায়) 

একটা সাধারন দিন হতে পারে অসাধারণ শুধুমাত্র প্রকৃতির সাথে মাতাল হওয়ার মধ্য দিয়ে এবং এতে করেই স্বর্গের মানুষদের প্রতিবেশী হওয়া সম্ভব। তাই কবি ততক্ষণ পর্যন্ত পান করতে চান যতক্ষণ না পর্যন্ত তিনি সম্পূর্ণ পবিত্র আত্মায় পরিণত না হন। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক