Key Information
- Title: Introduction
- Author: William Blake (1757-1827)
- Published: 1789
- Imagery: Darkening landscape, the emergence of a “shadowy” figure.
- Rhyme Scheme: The “Introduction” consists of 5 stanzas, each containing four lines. The poem switches between two rhyme schemes. Stanzas 1 and 4 use an ABAB pattern; the rest of the stanzas use an ABCB pattern.
- Setting: An idealized landscape of green valleys.
- “Songs of Innocence”: A collection of 19 poems, published in 1789.
Literary Devices
Alliteration: Repetition of initial consonant sounds, e.g., “Piping down the valleys wild.”
Assonance: Repetition of vowel sounds, e.g., “Sing thy songs of happy chear.”
Metaphor: The “cloud” symbolizes the child’s innocence.
Imagery: Vivid mental images are created throughout the poem. “Valleys Wild” and “On a cloud I saw a child” are examples.
Symbols
The Child: The Child on his cloud symbolizes innocence.
The Lamp: The Lamp is a traditional symbol of Christ for his gentleness.
Themes
Innocence: Blake highlights his concept of innocence in this poem and his “Songs of Innocence”. To be innocent is to be filled with joy and to delight in having a childlike view of the World. Innocence is a contrast to hard-earned human experience.
Creative Inspiration: The child, a symbol of innocence, is a source of creative inspiration for the poet to write his songs.
Selected Quotations
“On a cloud, I saw a child.
And he laughing said to me.”
“Pipe a song about a Lamb;
So I piped with merry chear,
Piper pipe that song again—
So I piped, he wept to hear.”
“Piper sit thee down and write
In a book that all may read—
So he vanish’d from my sight.”
“And I wrote my happy songs
Every child may joy to hear.”
Introduction Bangla Summary (Songs of Innocence)
কবিতাটির সামারি আমরা কিছু পয়েন্টে আলোচনা করেছি যেন মনে রাখতে সহজ হয়।
- শিশুর সাথে সাক্ষাৎ এবং গান
- কবিতা লেখা
শিশুর সাথে সাক্ষাৎ এবং গান: “Introduction” কবিতাটি উইলিয়াম ব্লেকের “Songs of Innocence” কাব্যগ্রন্থের একটি সূচনা কবিতা। ব্লেক এই কবিতায় বলেছেন যে তিনি কিভাবে তার কাব্যগ্রন্থ “Songs of Innocence” এর কবিতাগুলো লেখার অনুপ্রেরণা পান।
কবিতায় একজন স্পিকার একটি উপত্যকায় হাঁটছিলেন এবং তার বাঁশিতে গানের সুর তুলছিলেন। এখানে কবিতার স্পিকার কবির নিজের-ই একটি কাল্পনিক সত্তা। স্পিকার মেঘের উপরে ভাসমান একটু শিশু দেখতে পান। শিশুটি স্পিকারকে একটি মেষ (Lamp) সম্পর্কে সুর তুলতে বলে এবং তিনি তার বাঁশিতে সুর তুলেন। সুর শুনে শিশুটি আনন্দে কান্না করে। এরপর শিশুটি স্পিকারকে বাঁশি ছাড়া সেই গানটি গাইতে বলে। তিনি গানটি গান এবং শিশুটি আবারো আনন্দে অশ্রুসিক্ত হয়।
কবিতা লেখা: এরপর শিশুটি স্পিকারকে “Piper” বলে সম্বোধন করে এবং তাকে এই গানগুলো কবিতা আকারে লিখে ফেলতে বলে যেন সকলেই তা পড়তে পারে। এরপর স্পিকার একটি নলখাগড়া দিয়ে কলম বানায় এবং কবিতাগুলো লিখে ফেলে। এখানে “Songs of Innocence” এর কবিতাগুলোর কথা বলা হয়েছে। এই কবিতাগুলো Innocence বা নিষ্পাপতার প্রতীক।
Read Also: London Bangla Summary