fbpx

Introduction to Sociology Previous Year Brief (2010-2022)

Introduction to Sociology Previous Year Brief 2010

(ক) Socius শব্দটি কোন ভাষার শব্দ?

উত্তর: ল্যাটিন ভাষার শব্দ।

খ) ‘সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান ‘-উক্তিটি কার?

উত্তর: ওয়ার্ড ও সামনারের।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


(গ) ত্রয়স্তর-এর সূত্র তিনটির নাম লিখ। 

উত্তর: ১. ধর্মতাত্ত্বিক স্তর; ২. অধিবিদ্যক সম্বন্ধীয় স্তর; ও ৩. দৃষ্টবাদী স্তর। 

ঘ) ম্যাক্স ওয়েবারের প্রটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি?

উত্তর: The Protestant Ethic and the Sprit of Capitalism.

(ঙ) ‘ঐতিহাসিক দ্বন্দমূলক বস্তুবাদ’-কার তত্ত্ব?

উত্তর: কার্ল মার্কস-এর।

google news

(চ) আদর্শ নমূনা কার প্রদত্ত প্রত্যয়? 

উত্তর: ম্যাক্স ওয়েবার।

ছ) সংস্কৃতির দুটো প্রধান উপাদানের নাম লিখ।

উত্তর: সংস্কৃতির দুটি উপাদান- ১. ভাষা; ২. পোশাক পরিচ্ছদ।

(জ) Cultural Lay তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী ডবিউ, এফ, অগবার্ণ।

(ঝ) “আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি বা আছে তা হল সভ্যতা।”-উক্তিটি কার?

 উত্তর: ম্যাকাইভার-এর।

(ঞ) প্রাতিষ্ঠানিক সামাজিক আদর্শের একটি উদাহরণ দাও।

উত্তর: পিতামাতার উপদেশ মেনে চলা।

আরো পড়ুনঃ

(ট) WID-এর পূর্ণ অর্থ কি? 

উত্তর: WID – Women in Development

(ঠ) আচরণগত কারণে সংক্রমিত হয় এমন দুটো রোগের নাম লিখ।

উত্তর: এইডস ও হেপাটাইটিস-বি।

(ড) সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখ।

উত্তর: সামাজিক পরিবর্তনের কারণ হলো- ১. ভৌগোলিক কারণ; ২. অর্থনৈতিক কারণ।

(ঢ) Anomie শব্দের অর্থ কি? 

উত্তর: আদর্শহীনতা বা নৈরাজ্য।

(ণ) যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থি তাদেরকে কি বলে? 

উত্তর: তাকে বিচ্যুতিমূলক আচরণ বলে।

(ত) যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়? 

উত্তর: এমিল ডুর্খেইম-এর।

(থ) উপরিকাঠামোর একটি উপাদানের নাম লিখ? 

উত্তর: ধর্ম।

(দ) Positive Philosophy -কার লিখিত গ্রন্থ? 

উত্তর: Auguste Comte.

(ধ) দাস সমাজের শ্রেণী কয়টি? 

উত্তর: প্রধানত ২টি। যথা- দাস-মালিক এবং দাস।

(ন) জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লিখ। 

উত্তর: (i) নিয়মিত বন্যা; ও (ii) ত্বকের ক্যান্সার বৃদ্ধি।

(প) দুটি গ্রীণ হাউজ গ্যাসের নাম লিখ। 

উত্তর: ১. কার্বন ডাই অক্সাইড ও ২. মিথেন।

(ফ) সামাজিক অসমতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লেখ। 

উত্তর: Class, power এবং Prestige.

(ব) বিভিন্নমুখী মেলামেশা-র তত্ত্বটি কে দিয়েছেন? 

উত্তর: E. H Sutherland (ই.এইচ. সাদারল্যান্ড)

(ড) কৃষিভিত্তিক সমাজের সূচনা হয় কখন? 

উত্তর: প্রায় ছয় হাজার বছর পূর্বে।

Introduction to Sociology Previous Year Brief 2011

ক) সমাজবিজ্ঞানের জনক কে? 

উত্তর: ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোৎ। (

খ) ‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।’- উক্তিটি কার? 

উত্তর: এমিল ডুর্খেইম।

(গ) ‘জৈবিক সংহতি’ প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানীর? 

উত্তর: এমিল ডুর্খেইম।

(ঘ) কোন সমাজবিজ্ঞানী সমাজকে জীব দেহের সাথে তুলনা করেন? 

উত্তর: হার্বার্ট স্পেন্সার।

(ঙ) সংস্কৃতির প্রধান দুটি ধরন কী?

উত্তর: বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।

(চ) ‘সভ্যতা হচ্ছে মানুষের আচরনের বাইরের দিক।’ সংজ্ঞাটি কার? 

উত্তর: দার্শনিক কান্ট।

(ছ) আদর্শ কাকে বলে?

উত্তর: সমাজ তথা সংস্কৃতি কর্তৃক কাঙ্ক্ষিত এবং প্রতিষ্ঠিত আচরণ বিধিই হল আদর্শ।

(জ) একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম লিখ। 

উত্তর: . W. Rostow. 

(ঝ) Global Culture গ্রন্থটির লেখক কে?

উত্তর: M. Feather Stone.

আরো পড়ুনঃ সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো

(ঞ) ‘ইতিহাস অভিজাত তন্ত্রের সমাধিক্ষেত্র’- উক্তিটি কার?

উত্তর: ভিলফ্রেডো প্যারেটো।

(ট) GAD এর পূর্ণ অর্থ কী?

উত্তর: Geneder And Development.

(ঠ) আন্তর্জাতিক নারী দিবস কবে? 

উত্তর: ৮ই মার্চ।

(ড) ‘শ্রেণী’- এর ধারণাটি সর্বপ্রথম কে দেন?

উত্তর: কার্ল মার্কস।

(ঢ) দুর্যোগ কত প্রকার ও কী কী?

উত্তর: ২ প্রকার। যথা- ১. প্রাকৃতিক ২. মানব সৃষ্ট। 

(ণ) সামাজিক স্তর বিন্যাসের ধরণ কয়টি?

উত্তর: ৪টি।

(ত) ‘জৈবিক সংহতি’ প্রত্যয়টি কার?

উত্তর: এমিল ডুর্খেইম।

(গ) পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লিখ। 

উত্তর: বুর্জোয়া, প্রলিতারিয়েত/পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী।

(দ) হিন্দু সমাজে প্রধান চারটি বর্ণ কী কী? 

উত্তর: ব্রাহ্মণ, ক্ষত্রীয়, বৈশ্য এবং শুদ্র।

(ধ) কার্ল মার্ক্স এর মতে সমাজের মৌল কাঠামো কী? 

উত্তর: অর্থনীতি।

(ন) AIDS এর পূর্ণ অর্থ কী?

উত্তর: Acquired Immune Deficiency Syndrome.

(প) Lenski এর ধারণায় সমাজ বিবর্তণের সর্বশেষ স্তর কোনটি?

উত্তর: শিল্প সমাজ।

(ফ) Horticulture শব্দটির অর্থ কী?

উত্তর: উদ্যান চাষ।

(ব) WHO এর পূর্ণ রূপ কী?

উত্তর: WHO (World Health Organization).

ভ) মেগাসিটির সংজ্ঞা দাও।

উত্তর: ২০০১ সালের আদম শুমারি অনুযায়ী যদি কোন মেট্রোপলিটান এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হয় তবে উক্ত মেট্রোপলিটান এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা হয়।

Introduction to Sociology Previous Year Brief 2012

(ক) কে কত সালে ‘Sociology’ শব্দটি প্রথম ব্যবহার করেন?

উত্তর: ‘Sociology’ শব্দটি সর্বপ্রথম অগাস্ট কোৎ ১৮৩৯ সালে ব্যবহার করেন। 

(খ) “Socius” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর: ল্যাটিন ভাষা থেকে এসেছে।

(গ ) সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞানরূণে আখ্যায়িত করেছেন কে?

উত্তর: এফ. এইচ. গিডিংস (F. H. Gidding)।

(ঘ) ফরাসী বিপব কত সালে সংঘটিত হয়? 

উত্তর: ১৭৮৯ সালে সংঘটিত হয়।

(ঙ) কার্ল মার্কস সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন? 

উত্তর: কার্ল মার্কস বলেছেন সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো।

(চ) বস্তুগত সংস্কৃতি কি? 

উত্তর: মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি। 

ছ) ইন্টারনেট কি?

উত্তর: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের পদ্ধতিকে ইন্টারনেট বলে। 

(জ) অতি নগরায়ন কি?

উত্তর: নগরে প্রচলিত সুযোগ-সুবিধা গ্রহণের আশায় যখন নগরে জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন উদ্বৃত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না। নগরের ঐরূপ পরিস্থিতিকে অতি নগরায়ণ বলা হয়।

(ঝ) WID এর পূর্ণরূপ কি? 

উত্তর: WID এর পূর্ণরূপ হলো- Women in Development.

ঞ) ‘দি প্রিন্স’ গ্রন্থটির লেখক কে? 

উত্তর: ম্যাকিয়াভেলী।

(ট) জাতীয় নারী উন্নয়ন নীতি প্রথম কবে ঘোষিত হয়? 

উত্তর: ১৯৯৭ সালে।

(ঠ) বিশ্বের প্রথম নারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর: ১৮৪৮ সালে যুক্তরাষ্ট্রের সেনেকার ফলস শহরে।

(ড) কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

উত্তর: ৫ই জুন।

আরো পড়ুনঃ নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ? নারীর ক্ষমতায়নে বাধা এবং করণীয় সমূহ আলোচনা করো। 

(ঢ) দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?

উত্তর: তিনটি। যথা: (ক) ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়ানো, (খ) ত্রান ও পূর্ণবাসন ও (গ) পুনরুদ্ধার।

(ণ) ক্ষুদ্র জাতিসত্তা বলতে কি বুঝ?

উত্তর: একটি বৃহৎ সম্প্রদায়ের মধ্যে যখন কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠির লোক তাদের নিজস্ব জাতিগত পরিচয় নিয়ে বসবাস করে তখন তাকে ক্ষুদ্র জাতিসত্তা বলে।

(ত) “জীবন ছিল হয় ভুরিভোজ, নয় উপবাস”- এটি কোন সমাজের বৈশিষ্ট্য? 

উত্তর: আদিম সাম্যবাদী সমাজের।

(খ) শিল্প বিপবের সূচনা কোন শতকে এবং কোথায় শুরু হয়?

উত্তরঃ আঠারো শতকে ইংল্যান্ডে।

দ) রেনেসাঁর সূচনা কোথায়?

উত্তর: ইতালিতে।

(খ) অগবার্ণ সংস্কৃতিকে কয় ভাগ করেছেন ও কি কি?

উত্তরঃ দুইভাগে ভাগ করেছেন। যথা- (১) বস্তুগত সংস্কৃতি, (২) অবস্তুগত সংস্কৃতি। 

(ন) বিচ্যুতি কি?

উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।

(গ) হেপাটাইটিস-বি কর্তৃক দেহের কোন অংগ ক্ষতিগ্রস্ত হয়?

উত্তর: যকৃত।

(ফ) এইডস কি?

উত্তর: এইডস একটি ঘাতক ব্যাধি যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। এবং রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়।

(ব) HIV-এর পূর্ণ অর্থ কি?

উত্তরঃ Human Immuno Defieiency Virus.

(ভ) ‘নৈরাজ্য’ প্রত্যয়টি কার?

উত্তর: এমিল ডুর্খেইমের।

Introduction to Sociology Previous Year Brief 2013

ক) ‘সমাজ অর্থ সহযোগিতা’ -উক্তিটি কার?

উত্তর: ম্যাকাইভার ও পেজ।

(খ) ‘সংস্কৃতির অসম-অগ্রগতি’ তত্ত্বটি কার?

উত্তর: ‘সংস্কৃতির অসম-অগ্রগতি’ তত্ত্বটি- W.F. Ogburn এর।

(গ) ‘সুইসাইড’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: ‘সুইসাইড’ গ্রন্থটির রচয়িতা- Emile Durkheim.

(ঘ) মেগাসিটি কী?

উত্তর: কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।

(ঙ) জলবায়ু পরিবর্তন কী?

উত্তর: বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধির ফলে নজির বিহীনভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সাধারণত সূর্য থেকে পতিত তাপশক্তির বেশিরভাগ প্রতিফলিত হয়ে পুনরায় বায়ুমন্ডলে ফিরে যায়, কিন্তু বায়ুমন্ডলে গ্রীণ হাউজ গ্যাসের অতিমাত্রায় উপস্থিতির ফলে উক্ত প্রতিফলিত তাপশক্তি বাধাপ্রাপ্ত হয়ে ভূ-পৃষ্ঠে রয়ে যায় ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। বায়ুমন্ডলের এরূপ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে।

(চ) সামাজিক অসমতার প্রধান কারণ কী?

উত্তর: অর্থনৈতিক বৈষম্য।

(ছ) বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?

উত্তর: প্রতি লিটারে ১০ মহিক্সো গ্রাম।

(জ) বিচ্যুত আচরণ কী?

উত্তর: যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থি তাদেরকে বিচ্যুত আচরণ বলে।

(ঝ) পুঁজিবাদী সমাজের প্রধান দুইটি সামাজিক শ্রেণীর নাম লিখ।

উত্তর: বুর্জোয়া ও প্রলেতারিয়েত/পুঁজিপতি ও শ্রমিক শ্রেণি।

(ঞ) প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও? 

উত্তর: প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রের উদাহরণ হলো আইন।

(ট) ‘ভদ্রবেশি অপরাধ’ প্রত্যয়টি কার?

উত্তর: E. H Sutherland (সাদারল্যান্ড)।

(ঠ) STD এর পূর্ণ অভিব্যক্তি কী?

উত্তর: STD – Sexually Transmited Disease.

Introduction to Sociology Previous Year Brief 2014

(ক) ‘সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান’ উক্তিটি কার?

উত্তর: Lester Frank ward and William Sumner

(খ) ‘The elementary forms of religious life’ গ্রন্থের লেখক কে? 

উত্তর: এমিল ডুর্খেইম।

(গ) দৃষ্টবাদ প্রত্যয়টি কার?

উত্তর: অগাস্ট কোঁৎ।

(ঘ) বিশ্বায়নের দু’টি উপাদান উল্লেখ কর।

উত্তর: (ক) তথ্য ও প্রযুক্তির বিস্ময়কর বিকাশ ও (খ) বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থার আত্মপ্রকাশ।

(ঙ) আদর্শ কাকে বলে? 

উত্তর: আদর্শ বা Norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদন্ড।

(চ) ‘AIDS’-এর পূর্ণ অভিব্যক্তি কী?

উত্তর: ‘AIDS’-এর পূর্ণ অভিব্যক্তি- Acquired Immuno Deficiency Syndrome.

(ছ) ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে উদযাপন করা হয়? 

উত্তর: ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।

(জ) ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: লুইস ওয়ার্থ।

আরো পড়ুনঃ শিল্পায়ন কি? বাংলাদেশে শিল্পায়নের কারণ ও প্রভাব আলোচনা করো। 

(ঝ) যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়? 

উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে পরিলক্ষিত হয়।

(ঝ) যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়? 

উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে পরিলক্ষিত হয়।

(ঞ) লেনস্কি-এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি?

উত্তর: শিল্প সমাজ। ) 

(ট) GAD এর পূর্ণরূপ কি?

উত্তর GAD-Gender And Development. 

(ঠ) দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি কি?

উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি যথা- দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।

Introduction to Sociology Previous Year Brief 2015

ক) সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর: অগাস্ট কোঁৎ (Auguste Comte).

(খ) ‘সামাজিক আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান’-সংজ্ঞাটি কার?

(গ) “Verstechen’ শব্দের অর্থ কি?

(ঘ) বস্তি কি?

উত্তর: আর্থসামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর, অপসির ও অপরিচ্ছন্নভাবে যখন কোন ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।

(ঙ) WAD এর পূর্ণরূপ কি?

উত্তর: WAD-Women and Development.

(চ) বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে? 

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

(ছ) “The Suicide’ গ্রন্থটি কার লেখা?

উত্তর: The Suicide’ গ্রন্থটি Emile Durkheim এর লেখা।

(জ) সামাজিক অসমতার দুটি জৈবিক নির্ধারকের নাম লিখ।

উত্তর: (১) শ্রেণি, (২) ক্ষমতা।

(ঝ) মর্গানের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?

উত্তর: ৪টি।

(ঞ) সংখ্যালঘু গোষ্ঠী কি?

উত্তর: কোনো বৃহৎ সমাজ বা দেশের অভ্যন্তরে বসবাসরত এমন জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলা হয় যারা আর্থ- রাজনৈতিকভাবে ঐ দেশের প্রভাবশালী জনগোষ্ঠী দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত হয়।

(ট) ‘WHO’ এর পূর্ণরূপ কি?

উত্তর: World Heath Organization. 

(ঠ) বিচ্যুতি কি?

উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।

Introduction to Sociology Previous Year Brief 2016

(ক) “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান” – উক্তিটি কার? 

উত্তর: ম্যাকাইভার -এর।

(খ) বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?

উত্তর: প্রফেসর ড. নাজমুল করিম।

গ) “The Division of Labour is Society” গ্রন্থটি কার লেখ? 

উত্তর: “The Division of Labour is Society” গ্রন্থটি এমিল ডুরখেইম-এর লেখা।

(ঘ) “সংস্কৃতি হলো উপরিকাঠামো”- উক্তিটি কার?

উত্তর: Karl Marx-এর।

(ঙ) GATT এর পূর্ণরূপ লিখ।

উত্তর: GATT-এর পূর্ণরূপ হলো- General Agreement on tariffs and Trade

(চ) সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন?

উত্তর: হার্বাট স্পেন্সার।

(ছ) দুর্যোগ কত প্রকার?

উত্তর: দুর্যোগ দুই প্রকার। (ক) প্রাকৃতিক ও (খ) কৃত্রিম বা মনুষ্য সৃষ্টি।

(জ) সামাজিক অসমতার প্রধান কারণ কী?

উত্তর: অর্থনৈতিক বৈষম্য।

(ঝ) অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা কে?

উত্তর: Howard Becker কে লেবেলিং  তত্ত্বের প্রবক্তা বলা হয়।

(ঞ) বিচ্যুতি কী? 

উত্তর: বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের মূল্যবোধকে ভঙ্গ করে।

(ট) সামন্ত সমাজের প্রধান দু’টি সামাজিক শ্রেণির নাম লিখ।

Ans: যাজক ও অভিজাত।

(ঠ) HIV কোন রোগের সৃষ্টি করে?

উত্তর: এইডস।

Introduction to Sociology Previous Year Brief 2017

(ক) সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর: অগাস্ট কোঁৎ (Auguste Conte).

(খ) “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ” -উক্তিটি কে করেছেন?

উত্তর: ম্যাক্স ওয়েবার এর।

(গ) ‘যান্ত্রিক সংহতি’ প্রত্যয়টি কে প্রদান করেন?

উত্তর: এমিল ডুর্খেইম-এর। 

(ঘ ) দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?

উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি যথা- দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।

(ঙ) ‘Hegemony’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘Hegemony’ শব্দের অর্থ হলো কর্তৃত্ব।

চ) “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।” -উক্তিটি কার? 

 উত্তর: “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।” -উক্তিটি T.B. Bottomore এর।

(ছ) একজন আধুনিককায়ন তাত্ত্বিকের নাম লিখ।

উত্তর: W.W. Rostow.

(জ) অপরাধ সম্পর্কিত ‘বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব’ কে প্রদান করেন? 

উত্তর: E.H. Sutherland (ই. এইচ সাদারল্যান্ড)।

আরো পড়ুনঃ সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের মার্ক্সিয় তত্ত্বটি আলোচনা করো।

(ঝ) “আন্তর্জাতিক নারী দিবস” কবে পালিত হয়? 

উত্তর: ৮ই মার্চ।

(ঞ) ‘Caste’ শব্দটি প্রথম কারা ব্যবহার করে?

উত্তর: ‘Caste’ শব্দটি প্রথম পর্তুগীজরা ব্যবহার করে। 

(ট) সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি? 

উত্তর: হলো সামাজিক শ্রেণি ও পদমর্যাদ

(ঠ) GAD এর পূর্ণরূপ লিখ। 

উত্তর: GAD এর পূর্ণরূপ হলো- Gender and Development.

Introduction to Sociology Previous Year Brief 2018

(ক) “Sociology is the science of social phenomena.” উক্তিটি কার?

উত্তর: সমাজবিজ্ঞানী এফ. এইচ গিডিংস-এর।

(1) “The Principles of Sociology” গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: “The Principles of Sociology” গ্রন্থটির রচয়িতা হার্বার্ট স্পেন্সার।

(ঘ) সৃষ্টবাদ’ প্রত্যয়টি কার? 

উত্তর: অগাস্ট কোঁৎ। 

(ঙ) সংস্কৃতির ‘অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটির প্রবক্তা হলো- W.F. Ogbum.

 WAD-এর পূর্ণরূপ কী?

উত্তর: WAD-Women And Development.

(ছ) ‘বিশ্ব পরিবেশ দিবস’ কত তারিখে উদযাপন করা হয়? 

উত্তর: ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।

(জ) ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? 

উত্তর: লুইস ওয়ার্থ।

(ঝ) মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি? 

উত্তর: ৬টি।

(ঞ) দুর্যোগ কি? 

উত্তর: দুর্যোগ হলো প্রকৃতি বা মানুষের দ্বারা সৃষ্ট এমন ঘটনা যা স্বাভাবিক সমাজজীবনকে গভীরভাবে ব্যাহত করে এবং মানুষ, সম্পদ ও পরিবেশের এতটা ক্ষতি সাধন করে যার মোকাবেলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এত বেশি হয় যে, তা শুধু নিজস্ব সম্পদ দ্বারা পূরণ করা সম্ভব হয় না।

(ট) বিচ্যুত আচরণ কি?

উত্তর: যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থি তাদেরকে বিচ্যুত আচরণ বলে।

(ঠ) HIV কোন রোগের সৃষ্টি করে?

উত্তর: AIDS.

Introduction to Sociology Previous Year Brief 2019

(ক) “Sociology is the science of social institution.” উক্তিটি কে করেছেন? (“Sociology is the science of social institutions.” Who gives the statement?)

উত্তর: এমিল ডুর্খেইমের।

(খ) ‘সমাজবিজ্ঞানের জনক কে? (Who is the father of Sociology?)

উত্তর: অগাস্ট কোঁৎ (Auguste Comte).

(গ) হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন? 

উত্তর: হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় চার ধরনের সমাজের কথা বলেছেন।

(খ) ‘Das Capital’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: কার্ল মার্কস।

(ঙ) GAD-এর পূর্ণরূপ কী?

উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো- Gender And Development.

(চ) বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃত কে?

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

(ছ) দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি? 

উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি যথা- দুর্যোগপূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি।

(জ) বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব’ কে প্রদান করেন?

উত্তর: E. H Sutherland (সাদারল্যান্ড)।

(ঝ) মেগাসিটি কী? (What is Mega city?)

উত্তর: কোনো মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ১ কোটি বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।

(ঞ) সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন?। (Who gives the theory of social evolution?)

উত্তর হার্বার্ট স্পেন্সার।

(ট) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়? (In which date ‘World Health Day’ is observed?) 

উত্তর: ৭ এপ্রিল।

(ঠ) হেপাটাইটিস ‘বি’ কিভাবে ছড়ায়? (How does Hepatitis-‘B’ spread?) 

উত্তর: হেপাটাইটিস-‘বি’ ভাইরাসটি মানুষের রক্তের মাধ্যমে ছড়ায়।

Introduction to Sociology Previous Year Brief 2020

(ক) “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”? -উক্তিটি কার?

উত্তর: স্যামুয়েল কোনিগ।

(খ) ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: সমাজবিজ্ঞানী অগবার্ন এবং নিমকফ.

(গ) ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: এমিল ডুরখেইম.

(ঘ) WAD-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: Women and Development.

(e) পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লিখ।

উত্তর: বুর্জোয়া ও প্রলেতারিয়েত।

আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে অগাস্ট কোঁতের অবদান আলোচনা করো।

(চ) বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?

উত্তর: ৫ জুন.

(ছ) প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।

উত্তর: প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ হতে পারে এমন একটি আইন যা ব্যক্তিদের চুরি করা থেকে বিরত রাখে।

(জ) লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: হাওয়ার্ড সউল বেকার্স.

(ঝ) বিচ্যুতি কী?

উত্তর: স্বাভাবিকের পরিপন্থী আচরণকে বিচ্যুতি বলে.

(ঞ) সামাজিক অসমতার প্রধান কারণ কী?

উত্তর: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা.

(ট) উদ্যান চাষ কী?

উত্তর: বাড়ির আশেপাশে শাকসবজি চাষের প্রাচীন পদ্ধতির উপরে গড়ে ওঠা বাগান অর্থনীতিকেই উদ্যান চাষ বলা হয়.

(ঠ) AIDS-এর জন্য দায়ী ভাইরাস কোনটি?

উত্তর: HIV.

Introduction to Sociology Previous Year Brief 2021

(ক) ‘The Positive Philosophy’ গ্রন্থটি কার লেখা?

Ans: অগাস্ট কোঁত।

(খ) সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা কে?

Ans: হার্বাট স্পেনন্সার।

(গ) “আমরা মানুষ হিসাবে কী, সে হল আমাদের সংস্কৃতি” উক্তিটি কার?

Ans: ব্রিটিশ সমাজবিজ্ঞানী এডওয়ার্ড বার্নেট টাইলার-এর।

(ঘ) একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।

Ans: রবীন্দ্র সংগীত.

(ঙ) অণু পরিবার কী?

Ans: পরিবারের ক্ষুদ্র ও সর্বাধুনিক রূপ হলো অণু বা একক পরিবার।

(চ) মেগাসিটি কাকে বলে?

Ans: ১ কোটি বা অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলে.

(ছ) জেন্ডার বৈষম্য কী?

Ans: জেন্ডার বৈষম্য নারী-পুরুষের মধ্যে বৈষম্য ভিত্তিক সামাজিক সম্পর্ককে বোঝায়।

(জ) দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি?

Ans: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি।

(ঝ) মার্কসের মতে, সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি?

Ans: সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা.

(ঞ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখে পালন করা হয়?

Ans: March 8.

(ট) সাইবার অপরাধ কী?

Ans: যে কোনো ধরনের ক্রাইম বা অপরাধ যখন অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে ঘটে, তখন তাকে সাইবার ক্রাইম বা অপরাধ বলে।

(ঠ) AIDS এর পূর্ণরূপ লেখ।

Ans: cquired Immuno Deficiency Syndrome.

Introduction to Sociology Previous Year Brief 2022

ক) সমাজবিজ্ঞানের জনক কে?

Ans: অগাস্ট কোৎ.

(খ) ‘The Elementary Forms of Religious Life’ গ্রন্থের লেখক কে?

Ans: Émile Durkheim.

(গ) “সংস্কৃতি হলো উপরিকাঠামো” উক্তিটি কার?

Ans: কার্ল মার্কস।

(ঘ) পটুয়াখালীতে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখ।

Ans: মারমা,মুরং:, ত্রিপুরা ও বম। 

(ঙ) ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

Ans: Louis writh.

(চ) WAD-এর পূর্ণরূপ কী?

Ans: Women and Development.

(ছ) জলবায়ু পরিবর্তন কী?

Ans: কোন জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন যার ব্যাপ্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে।

(জ) দুর্যোগ কত প্রকার ও কী কী?

Ans: দুর্যোগ দুই প্রকার। যথাঃ প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ।

(ঝ) সামাজিক অসমতার প্রধান কারণ কী?

Ans: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা.

আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও স্বরূপ বা পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।

(ঞ) আদিম সমাজ কী?

Ans: মানবসমাজ বিকাশের সর্বপ্রথম স্তর হলো আদিম সমাজ।

(ট) জেন্ডার বলতে কী বোঝায়?

Ans: সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে একটি সমাজের নারী-পুরুষের প্রত্যাশিত ভূমিকা ও আচরণকে জেন্ডার বলে।

(ঠ) “HIV’ এর পূর্ণরূপ লেখ।

Ans: Human Immunodeficiency Virus.

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক