fbpx

Lapis Lazuli Bangla Summary (বাংলায়)

Lapis Lazuli Bangla Summary (বাংলায়)

এই কবিতায় ল্যাপিস ল্যাজুলি হলো এক প্রকার পাথর, যা গহনা ও মোজাইকের কাজে ব্যাবহার করা হয়। এই কবিতায় কবি বলেন, শিল্প সংকটময় সময়ে উপকারী হিসেবে বিবেচিত হয়। মানুষের ভয় ও আতংক থেকেই গভীর দর্শনের জন্ম হয়।  জীবনের শুরু তখনি হয়, যখন জীবন শোকাবহ হয়ে উঠে। অর্থাৎ কঠিন সময়ে উপনীত হলেই মানুষ তার জীবনের বাস্তবতা বুঝতে পারে এবং আসল দর্শন অনুভব করে।

সেই সময়টায় ইয়োরোপ ছিল যুদ্ধবিদ্ধস্ত। সকল মনুমেন্টেই দেখা যাচ্ছিল বিমান হামলার চিহ্ন।  মানুষেরা সে সময়টায় ভাবছিলেন, এই সংকটময় মূহুর্তে কাব্য, বাদ্য বা চিত্রকর্মের মতো শিল্প গুলো পুরোপুরি নিরর্থক। কিন্তু এখানে কবি বলছেন, অন্য কথা। তিনি বলেন,  যুদ্ধের সময় বা সংকটকালীন সময়ে শিল্পের চর্চা এজন্যে প্রয়োজন যে, এগুলো আমাদের জীবনের ভয়াবহ বাস্তবতা সমূহকে সাহসের সাথে মোকাবেলা করতে শেখায়।

আরো পড়ুন: The municipal gallery revisited Bangla Summary (বাংলায়)

তিনি আরো বলেন ট্রাজেডির অভিনেতারা যেমন সাহসীকতার সাথে তাদের ভূমিকা পালন করেন, ঠিক তেমনি আমাদেরও সাহসীকতার সাথে আমাদের জীবনের সকল দায়িত্ব পালন করা উচিত। জন্ম,  মৃত্যু, পূনর্জন্ম, ধ্বংশ ও গঠন এটা প্রকৃতির অনন্তকালীন আইন। সভ্যতা জন্ম নিবে, ক্ষয় হবে এবং এক সময় মৃত্যুবরন করবে। পৃথিবীর সকল সৃষ্টিকর্মই ধ্বংস হয়ে যাবে। তাই বলে থেমে থাকা যাবে না,  আমাদের সবাইকে সৃষ্টিশীল কাজ করে যেতে হবে।

In this poem, lapis lazuli is a type of stone used in jewelry and mosaic work. In this poem, the poet says that art is considered beneficial in times of crisis. Deep philosophies are born out of human fears and anxieties. Life begins when life becomes sad. That is, it is only when the difficult times are reached that man understands the reality of his life and experiences the true philosophy. Europe was at war at that time. All the monuments showed signs of air strikes.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


People were thinking at that time, arts like poetry, music, or painting are completely useless in this critical moment. But here the poet is saying something else. He said the practice of art during times of war or crisis is necessary because it teaches us to face the dire realities of life with courage. He also said that just as the actors of a tragedy play their roles with courage, we should also perform all the responsibilities of our lives with courage. Birth, death, rebirth, destruction, and formation are eternal laws of nature. Civilizations will arise, decay, and eventually die. All the creations of the world will be destroyed. That’s why we can’t stop, we all have to do creative work.

আরো পড়ুন: The Gyres Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

  1. স্যার,
    ভালোবাসার উপহার স্বরুপ আমায় এমন একটি মূল্যবান পাথর উপহার দিন💝💝💝

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক