fbpx

মাদকাসক্তি কি? এ সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

প্রশ্নঃ মাদকাসক্তি কি? এ সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

earn money

ভূমিকা: প্রকৃত বিচারে সামাজিক সমস্যা স্থান-কাল পাত্রভেদে ভিন্ন ভিন্ন হলেও পৃথিবীর প্রায় সকল দেশ ও সমাজেই সাম্প্রতিক সময়ে মাদকাসক্তি এক বিশেষ ও গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এ মাদকাসক্তি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিকর ও আতঙ্কসৃষ্টিকারী সামাজিক সমস্যা। নেশা শব্দটি আরবী “নাশতুন শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ মত্ততা। আবরা মাদকাসক্তির ইংরেজী প্রতিশব্দ-

Drug Addiction আর ইংরেজি ‘ড্রাগ’ শব্দটি ইতালীয় শব্দ থেকে এসেছে। যার অর্থ গাছ-গাছড়া থেকে আহরণ করা। শুষ্ক ঔষধি ড্রাগের বাংলা প্রতিশব্দ ভেষজ বা মাদক যা সেবনে আসক্তি সৃষ্টি করে”।

মাদকাসক্তিঃ সাধারণ মাদকদ্রব্যে আসক্ত হওয়ার প্রকণতাকেই মাদকাসক্তি বলে। মাদক দ্রব্যের প্রতি কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই মাদকাসক্তি বলে ধরা হবে। মাদকাসক্তি মূলত এক ধরনের অবস্থা যেখানে ব্যবহৃত মাদকের প্রতি ব্যবহারকারী শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই নির্ভরশীল হয়ে পড়ে। মাদকের প্রতি যে তীব্র আকর্ষণ অনুভব করে সেই সাথে মাদক গ্রহণের মাত্র পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে।

Social Work Dictionary এর সংজ্ঞানুযায়ী, ‘আসক্তি হালো কোনো রাসায়নিক দ্রব্যের প্রতি দৈহিক ও মানসিক টান যাদের এবং যার অভাব দেখা দিলে বা প্রত্যাহার করা হলে কিছু লক্ষণ দেখা দেয়। বিশ্বস্বাস্থ্য (Who) এর সংজ্ঞানুযায়ী যদি কোনো ব্যক্তি অত্যন্ত পরিমাণে যে কোনো নেশাজাতীয় দ্রব্য বার বার গ্রহণ করে এবং ফলশ্রুতিতে এমন কোনো অবস্থায় পৌঁছায় যে অবস্থা নিজে সমাজের জন্য ক্ষতিকর তাকে আসক্ত বলা হয়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ মাদকাসক্তি কি? এ সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (১৯৯০) অনুসারে, যখন কোনো ব্যক্তি দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল বা অভ্যস্ত হয়ে পড়ে এখন তাকে মাদকাসক্ত বলে”।

বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ মতে, “মাদকাসক্তি এমন একটি মানসিক অবস্থা যখন কোনো ব্যক্তিবিশেষ কোনো মাদক দ্রব্য সেবন ছাড়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না এবং বার বার তা সেবন করতে বাধ্য হয়।” 

New Illustrated Colombia Encylopedia তে বলা হয়েছে, মাদকাসক্তি হলো যে কোনো রাসায়নিক দ্রব্যের জটিল অথবা অভ্যাসগত ব্যবহার যা চিকিৎসাগত উদ্দেশ্যে ব্যবহৃত ছাড়াও শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে।

প্রতিরোধের উপায়ঃ মাদকাসক্তি সমস্যাটি বর্তমানে আমাদের সমাজের অনেক গভীরে এর মূল বিস্তার লাভ করেছে এবং এর ক্ষতিকর ও ধ্বংসাত্মক প্রভাবের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর সামাজিক জীবনযাপনকে বিপর্যন্ত করে তুলছে। সমাজে সচেতন ব্যক্তিমাত্রই তাই আজ মাদকাসক্তি সমস্যাটির নিয়ন্ত্রণ ও মোকাবেলার জন্য চিন্তিত ও উদ্বিগ্ন। এ প্রেক্ষিতে সমস্যাটির গুরুত্ব, প্রকৃতি ও ব্যাপকতা বিবেচনা করে এটিকে কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে কতিপয় সুপারিশমালা নীতি তুলে ধরা হলো। তবে সার্থকভাবে এটি মোকাবেলা করতে হলে প্রতিকার প্রতিরোধ এবং পুনর্বাসনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

১. বাজারে মাদকের সরবরাহ কমানো গেলে এর প্রকোপ স্বাভাবিকভাবেই কমে আসবে। এ প্রেক্ষিতে দেশের মাদকদ্রব্য। নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত বিভাগ বা কর্তৃপক্ষগুলোকে তাদের দায়িত্ব। যথাযথভাবে পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। 

আরো পড়ুনঃ কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর।

২. বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালান ও ব্যবসায়ীদের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দানের ব্যবস্থা গ্রহণ। এজন্য সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা গ্রহণ। আবশ্যক মাদকাসক্তির বিরুদ্ধে প্রণীত কঠিন দণ্ড সম্বলিত আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

৩. মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কমর্ককর্তা কর্মচারীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা মাদকদ্রব্য ও মাদক চোরাচালানের আধুনিক ধারা সম্পর্কে ধারণা ও দক্ষতা অর্জন করে সে অনুসারে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।

৪. সামাজিক অস্থিরতা দূরীকরণের ব্যবস্থা নিতে হবে। সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি ও সে ধারণা বজায় রাখার ব্যবস্থা করতে হবে। আর এ প্রেক্ষিতে অভিভাবক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিশেষভাবে সজাগ থাকতে হবে।

৫. পারিবারিক পরিমণ্ডলের পরিবেশকেও সুসামঞ্জস্যপূর্ণ সদস্যের মাঝে সুসংৎসাহিতকরণ একের প্রতি অন্যের দায়িত্ব ও কর্তব্য পালনে এবং প্রত্যেকের অধিকার ও মর্যাদার স্বীকৃতির মাধ্যমে পারিবারিক পরিবেশকে সুসংহত করে তুলতে পারলে মাদকাসক্তি সমস্যাটি বহুলাংশ মোকাবেলা করা সম্ভব।

৬. যথাযথ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমেও ঐ সমস্যাটি মোকাবেলা করে যেতে পারে। এ পেক্ষিতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায় ব্যাপক ভিত্তিক দারিদ্র্য বিমোচন তথা কমংসংস্থানমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। 

৭. কিশোর যুবকদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারলেও তারা এ মরণনেশা হতে দূরে থাকবে বলে বিশ্বাস করা হয়। কাজেই কিশোর যুবক ও তরুণদের জন্য ধর্মীয় ও নৈতিক মূলবোধ শিক্ষা প্রদানমূলক কর্মসূচি নিতে হবে। 

আরো পড়ুনঃ কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারণ গুলো আলোচনা কর।

৮. মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও জনমত সৃষ্টির জন্য মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত প্রচারণা চালাতে হবে। যাতে করে সাধারণ মানুষ মাদকের ভয়াবহ ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়। এক্ষেত্রে পত্র-পত্রিকায় নিবন্ধ প্রকাশ, সভা-সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে প্রচার চালাতে হবে। মাদকাসক্তের যথাযথ চিকিৎসা জন্য প্রয়োজনী

৯. অবকাঠামো গড়ে তুলতে হবে। সরকারি-বেসরকারি উভয় পর্যায়েই এটি হতে পারে। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতেও মাদকাসক্তদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা করতে হবে ও তাদের জন্য আলাদা ওয়ার্ড সংরক্ষণ করতে হবে।

১০. মাদকাসক্তদের প্রতি অবহেলা ঘৃণা বা তাদেরকে সামাজিকভাবে বয়কট করে বরং স্নেহ মায়া মমতায় সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে যাতে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। 

১১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম মাদকদ্রব্যের কুফল সম্পর্কে প্রবন্ধ রাখার ব্যবস্থা করা। এতে করে ছেলেমেয়েরা শৈশব থেকেই মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে ওঠবে।

১২. বিশ্বের অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক চুক্তির মাধ্যমে চোরাচালান বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

১৩. লাইসেন্সবিহীন ঔষধের দোকান বন্ধ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া নেশা উৎপাদনকারী ঔষধ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা।

আরো পড়ুনঃ বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ বর্ণনা কর।

১৪. মাদকাসক্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় শিক্ষা কর্মসূচি, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বকর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।

১৫. অবসরকালীন সময়কে সঠিকভাবে সদ্ব্যবহার করার জন্য আসক্তদের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, মাদকাসক্ত একটি মারাত্মক ও ভয়াবহ সামাজিক সমস্যা। এর কারণ যেমন বহুমুখী ও পরস্পর সম্পর্কিত, কাজেই এটি সমাধানেও ব্যাপক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক