Mowing Bangla Summary (বাংলায়)
Main Point: Hard Working
কবি একদিন মাঠে কাজ করছিলেন। নিস্তব্ধতার মাঝে তিনি এক ধরনের ফিসফিস শব্দ শুনতে পান। তিনি খেয়াল করে দেখেন, তার কাস্তে থেকে এই শব্দ আসছে। তার মনে হচ্ছে কাস্তে হয়তো তাকে কিছু বলতে চাচ্ছে। কিন্তু কবি ঠিক বুঝতে পারছেন না কাস্তেটা তাকে কি বলতে চাচ্ছে। হতে পারে সূর্যের তাপের কথা বলছে, বা কোনো নিস্তব্ধতার কথা।
আরো পড়ুন: Tree At My Window Bangla Summary (বাংলায়)
এটা হয়তো সেসব অলস লোকের কথা যারা ভাবে সম্পদ খুব সহজলভ্য। আসলে কাস্তেটা কোনো কথা বলছেনা, শুধুই ফিসফিস করছে। তিনি ভাবছেন, এটা হয়তো তার কল্পনা। কিন্তু পরক্ষণেই তিনি ভাবছেন যে, তার কাস্তে তার মতই পরিশ্রমী। সুতরাং সে কোনো কাল্পনিক অস্তিত্বের কথা বলছেনা বরং বাস্তববাদী কথাই বলছে।
তিনি বলেন, বাস্তব আনন্দের অর্থ শুধু পরিশ্রমীরাই জানেন। কারণ তারা তা পরিশ্রমের মাধ্যমেই অর্জন করেন। বাস্তববাদী পরিশ্রমী মানুষ কখনওই স্বপ্ন বা কল্পনার মাঝে আনন্দ খোঁজেন না। তারা কঠিন শ্রমের মধ্য দিয়ে সুখ পেতে ভালোবাসেন। আর এটাই তার কাস্তে তাকে বলছে।
আরো পড়ুন: Fire and Ice Bangla Summary (বাংলায়)